নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দামাল ছেলে ৭১

দামাল ছেলে ৭১ › বিস্তারিত পোস্টঃ

\'ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড\' পেলেন সায়মা ওয়াজেদ

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৮

অটিজম আক্রান্তদের নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন।

মঙ্গলবার নিউ ইয়র্কের প্রিন্সটন ক্লাবে ‘সিমা কলাইনু’ নামে একটি শিশু অটিজম কেন্দ্র ও এর আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান ‘আই কেয়ার ফর অটিজম’র এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। সায়মা ওয়াজেদ হোসেনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, সায়মা ওয়াজেদ হোসেনকে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার’র ক্ষেত্রে ‘গ্লোবাল রিনাউন্ড চ্যাম্পিয়ন’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয় গতমাসে তাকে এ অঞ্চলের ১১টি দেশের জন্য অটিজম বিষয়ক ‘শুভেচ্ছা দূত’ হিসেবে নিয়োগ দিয়েছে। ২০১৪ সালে সায়মাকে তারা ‘এক্সিলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ডে’ ভূষিত করে। এছাড়া অটিজম বিষয়ক ‘ঢাকা ঘোষণা’ ও সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক প্রতিষ্ঠায় সায়মার প্রচেষ্টা অটিজমকে এ অঞ্চল ও এর বাইরে সামনের সারিতে নিয়ে এসেছে।
'ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড' পেলেন সায়মা ওয়াজেদ
অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেনের একটি বার্তা পড়ে শোনার তিনি। এতে সায়মা বলেন, সিমা কলাইনুর এই স্বীকৃতির জন্য আমি সম্মানিত বোধ করছি। অটিজম সেবাদানকারী এ প্রতিষ্ঠানের মতোই বাংলাদেশ ও এশিয়া অঞ্চলে এ সংক্রান্ত পেশার মানুষের জন্য পরিকল্পিত ও ব্যাপকভিত্তিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টিতে আমি কাজ করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন শুভেচ্ছা দূত হিসেবে অটিজম নেটওয়ার্ক নিয়ে আমি সবার সঙ্গে কাজ করতে চাই।

অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটির কাউন্সিল সদস্য ব্রাডল্যান্ডার ও মার্ক লেভিনি, স্পিকার মেলিচ্ছা মার্ক-ভিভারিতো’র কমিউনিটি লিয়াজো কার্যালয়ের কর্মী জেনি বার্গার এবং কলবি হেয়ার্ড নামে ৯ বছরের এক অটিস্টিক শিশুকেও পুরস্কার প্রদান করা হয়।

কলবি হেয়ার্ড জীবনের ঝুঁকি নিয়ে ফ্লোরিডার একটি পুকুরে সাঁতরানোর সময় ডুবে যাওয়া একটি শিশুর প্রাণ বাঁচিয়েছিল। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের অটিস্টিক শিশুদের আঁকা চিত্রকর্ম দেওয়া হয়।
সায়মা বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শক প্যানেলের সদস্য।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সিমা কলাইনু নিউ ইয়র্কের প্রথম শিশু অটিজম কেন্দ্র ও স্কুল। প্রতিষ্ঠানটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিউ ইয়র্কে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত সহস্রাধিক শিশুকে তাদের অটিজম সেন্টার, স্কুলে ও বাসায় গিয়ে সেবা দিয়ে আসছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.