![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধাসিধা মানুষ।একজন প্রকৌশলের ছাত্র।রুয়েটে পড়ি তড়িৎকোশল নিয়ে।ব্লগে এত অসাধারন সব মানষ,তাদের অসাধারন চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করছে প্রতিনিয়ত।মনের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যম যেন।মায়ায় জড়িয়ে গেছি ইতোমধ্যে
জানো নন্দিনী , হঠাৎ ঘুম ভেঙ্গে গেল ! মনে পড়ে গেল তোমার সেই মুখ। আজ দু বছর তুমি পাশে নেই কিন্তু তোমার নিঃশ্বাস আমি এখনো টের পাই। আমার ঘামে ভেজা চুল তুমি হাত দিয়ে মুঠো করে ধরতে , আমার থুননীর দাড়িতে তোমার মুখ লাগলে আলতো করে মারতে , আমার ছেড়া জুতা দেথে হাসতে , আমার গন্ধ ধরে যাওয়া পাঞ্জাবীতে তুমি লেডিস পারফিউম দিয়ে দিতে , আমার শূণ্য পকেটে আমার অগোচরে গুজে দিতে কিছু টাকা , হঠাৎ হঠাৎ আমার মোবাইলে চলে আসত অচেনা কারোর টাকা - হাজারো মানুষের ভীরে যখন একা একা ডুকরে উঠত বুক তখন আমি একটু আশ্রয়ের জন্য ছুটে যেতাম তোমার ছাত্রী হলের সামনে - তোমার সাথে এক কাপ চা খাবার জন্য। কী কপাল বল , তখন টাকাও থাকত না পকেটে - তুমি বাকীতে চা খাওয়াতে। আমি শিশুর মত তখন খালি চা খেতাম আর তোমার দিকে অপলক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতাম।
বুঝতে পারিনি জানো , তুমি এভাবে তুমি চলে যাবে। একটুও জানতে দিলে না! কেন আমাকে তোমার সাথে নিলে না। আমি এখন আয়রন করা জামা পড়ে টাই লাগিয়ে অফিসে যাই , ঘর গুছিয়ে রাখি , সারা গায়ে থাকে না কোন গন্ধ , জুতা থাকে চকচকে , চুলে এখন জেল দেই জানো - সব স্মৃতিই আছে আগের মত শুধু তুমি নেই পাশে। আজো জানালার ওপাশের অন্ধকার থেকে আমি তোমার ডাক শুনি , যে ডাকের জন্য আজ আমি নিসঙ্গতায় ডুবেছি।
তুমি হয়তো পরাবাস্তব জগতের মহাকালের অপর পাশ থেকে দেখে আমায় হাসছো আর বলছো পাগলটা এখনো তোমাকে ভালবাসে আগের মত ... সত্যি বলছি “শুধুমাত্র ভাল বাসা ছাড়া তোমাকে দেবার মত আর কিছুই নেই - তুমি আমার কাছে আমার আত্মা স্বরূপ - যতদিন আমি আছি ততদিন তুমি থাকবে
©somewhere in net ltd.