নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর রবি

নূর রবি

নূর রবি

সাধাসিধা মানুষ।একজন প্রকৌশলের ছাত্র।রুয়েটে পড়ি তড়িৎকোশল নিয়ে।ব্লগে এত অসাধারন সব মানষ,তাদের অসাধারন চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করছে প্রতিনিয়ত।মনের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যম যেন।মায়ায় জড়িয়ে গেছি ইতোমধ্যে

নূর রবি › বিস্তারিত পোস্টঃ

মমত্ববোধ

০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

ছোট বেলায় একবার হাত থেকে কোরান শরীফ ফেলায় দিছিলাম। মা দৌড়ে এসে সেটা তুলে রাখলেন। রাখার আগে মাথায় বাজাইলেন,বুকে বাজাইলেন। তারপর বুকের মানিককে পিঠের উপর ঠাশ ঠাশ থাপড়াইতে লাগলেন। মাইর খেয়ে কেদে কেটে দিলাম দৌড়।



ফিরে এসে দেখি সব ঠান্ডা। মাখিয়ে মাখিয়ে ভাত খাইয়ে দেয়ার পর গায়ে আমাকে দিয়ে এক কেজি চাল নেয়ালেন.সাথে এগারো টাকা আমাকে ছোয়ায়ে এক ভিক্ষুককে সাদকা দিয়ে দিলেন যাতে ছেলের কোনো বড় অমঙ্গল না হয়। ফেসবুকে একাউন্ট খোলা ছাড়া ছেলের তেমন বড় ধরনে বিপদ আজও আসে নাই। আলহামদুলিল্লাহ।



দেশের এখন মা দরকার। কঠোরে কোমল মমতাময়ী কৌশলী মা।



জয়ের মা আর তারেকের মায়ের মাতৃত্ববোধ জেগে উঠুক।

একদিন ঘুম থেকে উঠে মনে হোক প্রতিটি তরুণ কারো না কারো সন্তান। ওদের একটা ভবিষ্যত আছে। মনে পড়ুক।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

আহমেদ আলিফ বলেছেন:
"জয়ের মা আর তারেকের মায়ের মাতৃত্ববোধ জেগে উঠুক।
একদিন ঘুম থেকে উঠে মনে হোক প্রতিটি তরুণ কারো না কারো সন্তান। "
ভালো বলেছেন !!

২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

নূর রবি বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: জয়ের মা আর তারেকের মায়ের মাতৃত্ববোধ জেগে উঠুক। ভাল বলেছেন। :)

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

মহামহোপাধ্যায় বলেছেন: জয়ের মা আর তারেকের মায়ের মাতৃত্ববোধ জেগে উঠুক।
একদিন ঘুম থেকে উঠে মনে হোক প্রতিটি তরুণ কারো না কারো সন্তান।


ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.