![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধাসিধা মানুষ।একজন প্রকৌশলের ছাত্র।রুয়েটে পড়ি তড়িৎকোশল নিয়ে।ব্লগে এত অসাধারন সব মানষ,তাদের অসাধারন চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করছে প্রতিনিয়ত।মনের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যম যেন।মায়ায় জড়িয়ে গেছি ইতোমধ্যে
কারার ঐ লৌহ কপাট,
ভেঙে ফেল চৌকি ও খাট,
ডাবলখাট রেখে আমি করবটা কি?
হা হা হা পায়রে হাসি,
আমরা পুরুষ নইতো খাসি,
বলতে পারিনা 'ভালবাসি'
কচু গাছে দিমু ফাসি। ।
নাচে ঐ কালবৈশাখী,
তাতে আমার যায় আসে কি?
আমিতো সারাবছর ডাবলখাটে
একলা ঘুমাই,
বন্ধুরা সব হচ্ছে জামাই,
শ্বশুর বাড়ী খাচ্ছে সেমাই
আমি শুধু ডাবলখাটে একলা ঘুমাই। ।
ওরে ও পাগলা পোলা,
আশি টাকা নাকি তোলা,
খাটের ঐ তক্তাগুলো জোরসে ধরে,
হ্যাচ্কা টানে,
ভেঙে ফেল ঘুনধরা খাট,
খাটের ঐ স্টান্ডগুলি,
দুহাতে উপড়ে তুলি,
শক্তি দিয়ে আঘাত কর,
মেঝের ঐ টাইলস বরাবর,
ভেঙে গেলে, নষ্ট হলে,
টেকা লাগলে আমি দিমু,
এককথা আর কয়বার কমু। ।
কারার ঐ লৌহ কপাট,
ভেঙে ফেল চৌকি ও খাট…
২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
নূর রবি বলেছেন: মানে বুঝলাম না,দয়া করে যদি একটু ভেঙে বলতেন আর কি।@সাজ্জাদ
৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
এম আর ইকবাল বলেছেন:
আরো লিখুন । পড়তে ভাল লাগে ।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০
নূর রবি বলেছেন: ধন্যবাদ।চেষ্টা থাকবে।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সকলেই খারাপ নয় কেউ কেউ খারাপ ।