![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধাসিধা মানুষ।একজন প্রকৌশলের ছাত্র।রুয়েটে পড়ি তড়িৎকোশল নিয়ে।ব্লগে এত অসাধারন সব মানষ,তাদের অসাধারন চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করছে প্রতিনিয়ত।মনের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যম যেন।মায়ায় জড়িয়ে গেছি ইতোমধ্যে
তোমার আমার সম্পর্কটা কেমন জানো ? একদম সহজ - ধরো আমাদের মাঝে একটা বিশাল কাচের দেয়াল। এই পাশে আমি আর ওই পাশে তুমি। আমরা পরস্পরকে দেখতে পাই কিন্তু কথা বললে শুনতে পাই না । তখন আমরা একজন আরেক জনের জন্য ওই কাচের দেয়ালে লিখি। কিন্তু সমস্যা হলো যা লিখি তা তুমি আর আমি দুজনেই বুঝি উল্টা। কারন যা আমি লিখছি তা তুমি দেখছো উল্টো আর যা তুমি লিখছো তা আমি দেখছি উল্টো।
পৃথিবীতে কিছু মানুষে আছে যারা উল্টো লেখা গুলোও সোজা করে পড়তে পারে। তাদের দ্বারাই সম্পর্ক সৃষ্টি করা ও টিকিয়ে রাথা সম্ভব হয়। আর আমাদের মত কিছু মানুষ সদা ব্যস্ত এই চিন্তায় যে তাকে বললাম একটা , বুঝলো আরেকটা - ক্যামনে কী !!!
সম্পর্ক তৈরী করা সহজ , টিকিয়ে রাখাটাই কঠিন - কে কারে মনে রাখে !
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
বেকার সব ০০৭ বলেছেন: পৃথিবীতে কিছু মানুষে আছে যারা উল্টো লেখা গুলোও সোজা করে পড়তে পারে। তাদের দ্বারাই সম্পর্ক সৃষ্টি করা ও টিকিয়ে রাথা সম্ভব হয়।
ধারুন বলেছেন,পোস্টে++++++++++++