নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজীবনে শুধু মানুষের গল্প শুনতে চাই, আর নিজের মত করে গল্পগুলো লিখতে চাই...

নয়ন বড়ুয়া

মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...

নয়ন বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

সকল সিনিয়র, জুনিয়র ব্লগারদের জানাই, নতুন বছরের শুভেচ্ছা....

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪

২/৩ দিন ধরে ফেসবুকে একটা ভিডিও প্রায় আমার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে...
তাদের দাবি এক দিনে, কোন এক মনু নাকি লাইভে এসে ১০ লক্ষ টাকা ব্রেন্ডর মেশিনের প্রোডাক্ট সেল করেছে...
সেই মনু নাকি আবার নতুন আরেকটা চ্যালেঞ্জ নিয়েছে, ১০ দিনে ২৫ লক্ষ টাকা ইনকাম করবে, প্রোডাক্ট বিক্রি করে...
এখন এইটা কীভাবে মানুষের সাথে ডিল করে সেল করবে, তার একটা ধারণা সে লাইভে এসে দেখাবে...
কী অদ্ভূত তাই না?
টাকা রোজগার কত সহজ তাই না?
একজন মানুষ কত সহজে টাকা ইনকাম করছে, বলতে গেলে তার লাইফ পুরা স্যাটেল্ট, তার আর কোন টেনশন নাই, প্যাড়া নাই...
কিন্তু তার সেসবে পোষাচ্ছে না, তার এখন অনলাইনে স্টুডেন্ট দরকার...
স্টুডেন্টদের ফ্রীতে ডিজিটেল মার্কেটিং শেখানো দরকার...
শেখা শেষে অনলাইনে ব্যবসা শুরুর আগে, কিছু জিনিস সেই মনু থেকে কিনতে হবে, তবেই তাদের ব্যবসা সফল হওয়ার সামর্থ্য রাখবে!
কী অদ্ভূত তাই না!
সে যেখানে ১ দিনে ১০ লক্ষ টাকা প্রোডাক্ট সেল করার সামর্থ্য রাখছে, সে সেটাই ফোকাস না করে, কেন সে তার মূল্যবান সময় মানুষদের শেখানোর কাজের মত বাজে সময় অপচয় করবে, তাই না?
আমার প্রশ্ন এখানেই...
যারা না বুঝে এইসব ফাঁদে পা দিচ্ছেন, সাধু সাবধান...
যেখানে যত লোভ, সেখানে ততই কষ্ট...
আপনি হয়তো, আপনার স্বপ্ন পূরণের জন্য কোর্স শেখার জন্য ভর্তি হলেন, কিন্তু কোর্স শেখা শেষে, আপনি স্বয়ং তার কাছে ফুটবল হয়ে যাবেন...
আপনাকে নিয়ে ইচ্ছেমত খেলবে...
একবার এইদিকে লাথি মারবে তো, আরেককার ওইদিকে...
আপনি আপনার ফিউচারের কথা চিন্তা করে তার সাথে অন্ধের মত পড়ে থাকবেন...
কিন্তু দিনশেষে, ফলাফল জিরো...
আপনি হচ্ছেন, তাদের কাছে দুধ দেওয়া গাভী...
আপনার যতক্ষণ টাকা আছে, ততক্ষণ আপনি তাদের কাছে দুগ্ধবতী গাভী...
মানে আপনার একটা কোর্স শেষ হলে, আরেকটা কোর্স করানোতেই উৎসাহিত করবে সবসময়...
একদম কেউ যে উপকৃত হয় না বললে ভুল হবে। অবশ্যই হয়, তবে হাতেগুণা কয়েকজন...
সবাই যদি উপকৃত হতো, তাহলে সবাই অনলাইনে টাকা ইনকাম করার জন্য এই কোর্সগুলো শেখার জন্য উঠে পড়ে লাগতো...
তারা আমাদের সাথে দুইটা জিনিস নিয়ে গেম খেলে। যে গেমটার নাম সময় এবং লোভ। তারা আপনার সময়কে এমনভাবে নষ্ট করবে, আপনি সেটা বুঝতেই পারবেন না শুরুর দিকে...
তবে আস্তে আস্তে যখন বুঝতে শুরু করবেন, তখন বুঝবেন এইসব কোর্স ফিল্ডে কোন কাজের না...
কাজের হত তখনিই, যখনিই আপনি শেখার পাশাপাশি একটা চাকরিতে এগুলো প্রয়োগ করার সুযোগ-সুবিধা পেতেন...
কিন্তু তারা আপনাকে এই সুবিধাটা দেবে না...
কারণ তারা নিজেরাই এই সুবিধাগুলো ভোগ করবে...
তারা নিজেরাই চাকরি করবে...
আর আপনাকে এমনভাবে তারা লোভনীয় অফার দেবে, আপনার আর সেই চাকরি করারও ইচ্ছে জাগবে না...
"আরেহ কিছুদিন পরেই তো ঘরে বসে ইনকাম করবো" এই একটা জিনিস তারা আপনাকে এমনভাবে আপনার মাথায় গেঁথে দেবে যে, আপনি উপলব্দিই করতে পারবেন না, আপনার লাইফ কতটা অনিশ্চয়তায় মধ্যে পড়তে চলেছে...
যদি লাইফে সত্যিই কিছু করতে চান, যেটা সবচে ভালো পারেন, সেটা নিয়েই কাজে লেগে পড়েন, সেটা নিয়েই ফ্রীল্যান্সিং করেন, অথবা চাকরি করেন, হিউজ টাকা পয়সা থাকলে, ছোটখাটো ব্যবসা করেন...
তবুও ওইসব মনুদের কথায় সময় নষ্ট করবেন না...
যে মনু একদিনে ১০ লক্ষ টাকা ইনকাম করতে পারে, আমি মনে করি, সেই মনুর তো আর অন্যকোন দিকে ফোকাস করারই দরকার নাই...
তার জায়গায় আমি হলে তো, আমি প্রোডাক্ট সেলের দিকেই জোরদার সময় দিতাম...
নতুন বছর শুরু হচ্ছে, তাই সবাইকে সাবধান করতে আসলাম...
যেটা আমি ভুগেছি, সেটা যাতে অন্যকেউ না ভুগে...
সবাই যাতে মিষ্টি কথায় না ভোলে...
নিজের সময় নষ্ট করে, আমার মত ডিপ্রেশনে না ভুগে...
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা...
সবার জীবন সুন্দর ও ভালো কাটুক এইটাই কামনা করি...
সকল সিনিয়র, জুনিয়র ব্লগার ভাইদের শুভেচ্ছা...

নয়ন বড়ুয়া
ডিসেম্বর, ২০২৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪২

নীলসাধু বলেছেন: সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৩

নয়ন বড়ুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা দাদা...
আপনার সকল কাজের জন্য আগাম শুভ কামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.