নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজীবনে শুধু মানুষের গল্প শুনতে চাই, আর নিজের মত করে গল্পগুলো লিখতে চাই...

নয়ন বড়ুয়া

মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...

নয়ন বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মেঘকন্যার কথোপকথন...

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৬

একদিন
এক মেঘ কন্যা
কৌতুহলে প্রশ্ন করে,
এমন কেন?
কার চেনা গল্প তুমি?
আড়ালে থাকো সবসময়!
খুঁজতে গেলেই হাঁরিয়ে যাও!
কোন শহরের মানুষ তুমি?
আমায় বলো!
খুঁজবো তোমায় এপার হতে ওপার তরে!
ছেলেটা বলে,
আবছা আলোয় চাঁদের ফাঁকে
নীল জোছনার কাব্য হলে আমায় পাবে!
ভুল দেশেতে গেলে তুমি
মিলিয়ে যাবে!
বৃষ্টি হলে
আমায় তুমি কাছে পাবে!
আনমনা হয়ে
মেঘকন্যা
আবার বলে
আজকে তুমি
কি হবে তবে?
মেঘ হলে
দেখবো তোমায়
বৃষ্টি হলে
ছোঁব তোমায়!
ছেলেটা বলে
কার কথা
বলছো তুমি!
জোছনার জলে
হাঁরিয়েছি
সেদিন আমি!
আজকে আমি
আকাশ তবে!
থাকবেনা মেঘ
থাকবেনা বৃষ্টি
থাকবে শুধু
নীলের সমান
পাহাড় সৃষ্টি!
মেঘকন্যা
অবাক হয়ে
আজব কথা
কইছ কেন?
নীলের সমান
পাহাড় হলে
থাকবো কোথায়
এই তল্লাটে?
এই ছেলেটে
আকাশ তুমি
হয়ো নাকো,
মেঘ হও
বৃষ্টি হও
জসীম উদ্দিনের
কবিতা হও!
মেঘ হলে
দেখব তোমায়,
বৃষ্টি হলে
ভিজব না যা,
কবিতা হলে
পড়ব তোমায়
কথা দিলাম!
কৌতুহলে
সেই ছেলেটা
প্রশ্ন করে
কুয়াশার রঙ
দেখতে কেমন,
জানো তুমি?
এই পৃথিবীর
ওজন কত
জানো তুমি?
মেঘকন্যা
রেগে গিয়ে
এমন প্রশ্ন
করছ কেন,
তোমার সাথে
হাঁটতে পারি
একসাথে
গাঁয়ের ওই
মেঠোপথে!
যে পথে
থাকবেনা কেউ,
থাকবে শুধু
কথার কথা!
আরতো কিছু
চাইনি আমি
তোমার কাছে...


নয়ন বড়ুয়া
প্রকাশ কালঃ ১৯/০২/২১ ইং
যৌথ কাব্যগ্রন্থ 'তবু মনে রেখো'র একটি কবিতা...

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৫

মায়াস্পর্শ বলেছেন: ভালো লেগেছে ।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ। সুস্থ ও ভালো থাকুন...

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৯

মোগল সম্রাট বলেছেন:


নীল জোছনার কাব্য হলে আমায় পাবে বাহ !

রোমান্টিক কবিতা। সুন্দর । ভালো লেগেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৫

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ। সুস্থ ও ভালো থাকুন।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৬

বিজন রয় বলেছেন: খুঁজতে গেলেই হারিয়ে যায়।

বাহ!

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৫

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিজন দা...

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
কবিতা ভালো লিখেছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৩

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা...
শুভ সন্ধ্যা...

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৩

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা...
শুভ সন্ধ্যা...

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


একটি শব্দেই একটি লাইন।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহ...
অভ্যেস হয়ে গেছিলো সেই সময়, তাই অমন স্টাইলে লেখা...

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

এক চালা টিনের ঘর বলেছেন: Wah! Nicely written. Short words but lovelies.

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ...
সুস্থ ও ভালো থাকুন...

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৩

সামিয়া বলেছেন: চমৎকার লেগেছে

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৬

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ...
সুস্থ ও ভালো থাকুন...

৯| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:০৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর লেখনী। ভালো লেগেছে

০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫০

নয়ন বড়ুয়া বলেছেন: কৃতজ্ঞতা প্রকাশ দাদা...
অসংখ্য ধন্যবাদ। সুস্থ ও ভালো থাকুন। শুভ সকাল দাদা...

১০| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: ভালো।

০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২২

নয়ন বড়ুয়া বলেছেন: ধন্যবাদ দাদা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.