নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...
১
আজ শুক্রবার। রাস্তায় টং দোকানে চা খাচ্ছিলাম। অফিস থেকে নির্বাচন উপলক্ষে ৩ দিনের বন্ধ পেয়েছি। প্রতিদিন বাসার চায়ে বিরক্ত হওয়ার কারণে, চায়ের স্বাদের নতুনত্ব আনার জন্যই এই টং দোকানে গিয়ে চা পান করা...
মূলত এইটাই উদ্দেশ্য...
রাস্তার আশে-পাশে বিভিন্ন প্রার্থীর পোষ্টার। তবে সবচেয়ে বেশি পোষ্টার কেটলী প্রতীকের...
আমাদের আসন থেকে নৌকার কোন প্রার্থীকে নমিনেশন দেয়নি...
তবে সবাই ছদ্মবেশী নৌকার প্রার্থী...
মানে, লাঙ্গল, ফুলকপি, কেটলীর প্রার্থীরা সব ছদ্মবেশী আওয়ামীলীগ...
চায়ে চুমুক দিতে দিতে এগুলোই ভাবছিলাম...
হঠাৎ দূর থেকে কেটলী মার্কার বিশাল মিছিলের স্লোগানে গর্জিত একটা দল নির্বাচনী প্রচারণা করতে করতে আমার সামনে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে...
বুঝতে বাকি রইলো না, এইটা বন্ধু অলির নেতৃত্ব দেওয়া দল...
কেননা সামনে অলিকেই স্লোগানে দিতে দেখা যাচ্ছে...
"কেটলী মার্কার সালাম নিন, ৭ তারিখ ভোট দিন" এই স্লোগানেই দলটা আস্তে আস্তে ছুটে আসছে এইদিকেই...
সাথে কয়েকজন ছেলেপুলে রিফলেট বিলি করছে সাধারণ জনগণদের...
অলির হাতে মাইক, মাঝে রিক্সা।
৪০/৫০ জনের একটা দল অলির বলা শেষে, সেটা সুর মিলিয়ে অন্য আরেকটা লাইন বলছে...
অমুক আসনের উন্নয়ন, কেটলী মার্কার দুই নয়ন...
অমুক মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক...
২
রিপন অলির চাইতেও অনেক উপরের নেতা। রিপন আর আমি ভাইয়ের মত চলাফেরা করি। আমাদের প্রতিদিন আড্ডা হয়...
তো সেও প্রচারণায় নেমেছে। তবে যেহেতু নৌকার প্রার্থী নাই, সেহেতু সে ফুলকপি প্রতীকের নির্বাচনী প্রচারণায় কাজ করছে। তাকে নাকি উপর থেকে নির্দেশ দিয়েছে এই প্রতীকেই বেশি সময় দিতে...
এই প্রতীক নিয়েই জনগণদের বুঝাতে...
তাই সেও এই প্রতীক নিয়ে বেশি বেশি প্রচারণা চালাচ্ছে...
আমাদের এলাকায় আর্মি টহল দিলেও কাজ হচ্ছে না। যে যার মত করে, মনের খায়েশ মিটিয়ে প্রচারণায় নেমেছে...
রিপনেরও একটি দল অন্য প্রান্ত থেকে বিশাল দলবল নিয়ে ফুলকপি, ফুলকপি মার্কা বলে চিৎকার করে আমাদের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে...
আমরা হলাম আমজনতা। স্বাভাবিকভাবে ভয় তো কিছুটা থাকবেই। আমার সাথে যারা যারা চা খাচ্ছেন, তারাও ভয় পাচ্ছেন...
দুই দিকের দুই প্রান্ত থেকে দুইটা ভিন্ন দল, ভিন্ন স্লোগানে তাদের দলবল নিয়ে আসছে, না জানি মুখোমুখি হলে কোন ক্যাচাল হয় কী না!
না জানি কোন লাঠিসুঠা নিয়ে আসছে কী না!
এই ভয়ে ভয়ে আমরা টং দোকানে চা পান করছি। আর অপেক্ষা করছি একটা গ্যাঞ্জাম দেখার...
মানুষ ভালোবাসার চাইতে, রাস্তায় গ্যাঞ্জাম দেখতে বেশি পছন্দ করে। তার উপর আজ ছুটির দিন। চাকরিতে জীবন অতিষ্ট। স্বাভাবিক ভাবে সবাই এমন দিনে এই বিনোদন কে বা মিস করতে চাইবে!
এখানেও সেম। কেউই সরছে না। সবাই সবার নিরাপদ জায়গায় গিয়ে কী ঘটতে যাচ্ছে তা দেখার অপেক্ষা করছে...
সবাই গল্প পছন্দ করে। এইটাও আমজনতার কাছে একটা গল্প।
বাসাতে, চাকরিতে, অফিসে এই গল্পকে সুন্দর ভাবে সত্য মিথ্যা দিয়ে সাজিয়ে বর্ণনা করে, বেশ জমিয়ে আড্ডা দেয়া যাবে, এইটা ভেবেই হয়তো সবাই এই ঘটনার সাক্ষী হতে চাচ্ছে...
৩
নাহ। কোন ক্যাচাল হয়নি। কোন গ্যাঞ্জাম হয়নি। উল্টো তাদের ভাব বিনিময় দেখে অবাক। যদিও আমি অবাক না। কারণ দুইজনকেই তো ব্যক্তিগতভাবে চিনি। দুইজনই তো আমাদের প্রতিদিনকার আড্ডার সঙ্গী। কিন্তু যারা জানেন না, তাদের জন্য কিঞ্চিত হলেও ভয়ের কারণ ছিলো এই ঘটনা...
হয়তো এইটাকেও অনেকেই সুন্দরভাবে গুছিয়ে, বেশ জমিয়ে আড্ডা দেবে...
হয়তো বলবে, "আরেকটু হলেই তো রক্তারক্তি হতো। সবাই লাঠিসুঠা নিয়ে যেভাবে একদল, আরেকদলের উপর ঝাপিয়ে পড়লো! ভাগ্যিস আর্মির গাড়ি আসছিলো, নাহলে তো আজ লাশের বন্যা পড়তো"...
তো দুইদলের দুই নেতা আমাদের সামনে হাজির। কোন তর্ক-বিতর্ক না, কোন বেদ বাক্য না, দুইজনই সুন্দর করে কুশল বিনিময় করে, কোলাকুলি করে, যে যার মত নির্বাচনী প্রচারণার রিফলেট দিয়ে আমাদের সামনে থেকে বিদায় নিলো...
দুইজনই আমাকে বললো, রাতে বের হয়ো, কথা আছে। চাকমার দোকানের পেছনে আজ জমিয়ে আড্ডা দেবো...
আমি বললাম, তোমাদের দুই প্রান্ত থেকে ভিন্ন ভিন্ন দুই দলের স্লোগানে তো সাধারণ জনগণরা ভয়ে অস্থির!
দুইজনই বলে, আরেহ ভয়ের কী আছে! এখানে আমরা আমরা'ই তো...
নয়ন বড়ুয়া
জানুয়ারি, ২০২৪
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৮
নয়ন বড়ুয়া বলেছেন: আমরা আমরা'ই...
২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৫
বাকপ্রবাস বলেছেন: প্রতিকগুলো ফুলকপি, কেতলি ইত্যাদি। প্রতিক মানে তার বা তাদের আদর্শ এর প্রতিক, এই প্রতিক দিয়ে তারা একটা মেসেজ দিতে চায় তার সম্পর্কে, তাদের সম্পর্কে, তাদের কর্মকান্ড সম্পর্কে, তাদের আদর্শ কাজকারবার সম্পর্কে। যেভাবে প্রতিক হয়ে উঠৈছে ধানের শিশ, নৌকা, দাঁড়িপাল্লা, লাঙ্গল। এগুলোর গভীল অর্থ আছে।
ফুলকপি কেতলি দিয়ে কী বোঝানো হচ্ছে। যেটা বুঝায় সেটা হল নির্বাচন কোন ব্যাপার নয়, এটা একটা ছেলেখেলা। কিছু নাম লিখে লটারী দেয়া হবে, যার ভাগ্যে যেটা উঠে সেটা নিয়ে সে রাস্তায় গিয়ে চিল্লাবে।
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৬
নয়ন বড়ুয়া বলেছেন: দেখতে থাকুন আমার মত। চা পান করে করে।
৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: নৌকা মার্কায় ভোট দিন।
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০
নয়ন বড়ুয়া বলেছেন: কিন্তু আমাদের আসনে তো নৌকার প্রতীকই নাই! আমরা তো চাইলেও নৌকায় ভোট দিতে পারবো না!
৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: অনেকেই নির্বাচন উপলক্ষ্যে তিন দিনের ছুটি পেয়েছেন।
সবার উচিত ছিলো নির্বাচন বাদ দিয়ে পরিবার নিয়ে দূরে কোথাও বেড়াতে যাওয়া।
০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫
নয়ন বড়ুয়া বলেছেন: প্ল্যান ছিলো এমন কিছু করার...
পরে বিশৃঙ্খলা হতে পারে ভেবে, আর রিস্ক নিইনি...
৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২
বাকপ্রবাস বলেছেন: লেখক বলেছেন: দেখতে থাকুন আমার মত। চা পান করে করে।
হা হা হা হা
৬| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪
বিজন রয় বলেছেন: দারুন। সুন্দর। লিখুন আরো লিখুন।
২৪ ঘন্টায় ৫/৬টি পোস্ট করুন।
আর না পড়ে মন্তব্য করুন।
০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
নয়ন বড়ুয়া বলেছেন: আমি তো পুরোটা না পড়ে কোথাও মন্তব্য করিনা দাদা...
একসময় প্রচুর লিখতাম এইটা বলতে পারেন...
৭| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
নাহল তরকারি বলেছেন: খুব ভালো।
০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ...
৮| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: বাংলাদেশের নির্বাচনের চিত্রটা বেশ মধুর। দিনশেষে হারজিত থাকবেই কিন্তু এখানে আমরা আমরাই তো... চমৎকার উপলব্ধি। পশ্চিমবঙ্গ হলে হতো লাশ পড়াপড়ি।
আপনার ফেসবুকের ছবি দেখে মনে করছিলাম আপনি এখনো মাকে নিয়ে বুদ্ধগয়া বা তার পাশ্ববর্তী এলাকায় আছেন।পড়ে জানতে পারলাম আপনি ছুটির দিনে টং দোকানে আড্ডা দিচ্ছেন।
যাইহোক ভোট উৎসব এনজয় করুন। শুভেচ্ছা জানবেন।
০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
নয়ন বড়ুয়া বলেছেন: শুভেচ্ছা দাদা। কেমন আছেন? সুস্থ ও ভালো থাকুন দাদা...
৯| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: জ্বী ভালো আছি। আশাকরি আপনিও সপরিবারে ভালো আছেন।
০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
নয়ন বড়ুয়া বলেছেন: ভালো আছি দাদা। ভোট দেওয়ার প্রিপারেশন নিচ্ছি দাদা...
১০| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৪
বিজন রয় বলেছেন: মন্তব্য পড়িয়া করুন আর না পড়িয়া করুন, করুন, করিতে থাকুন, তারপর একদিন ফুরুৎ!
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৫
নয়ন বড়ুয়া বলেছেন: আপনি হারাবেন না দাদা...
আপনি আমাদের পাশে থাকুন। সর্বদা।
১১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৮
বিজন রয় বলেছেন: আমি তো আছি ১৪ বছর ধরে।
আপনি তো ২.৫ বছর।
দেখবো কয় বছর থাকেন ব্লগে।
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৩
নয়ন বড়ুয়া বলেছেন: আপনাদের উৎসাহ পেলে, আপনাদের ছায়ায় থেকে যাবো...
চেষ্টা করবো থাকার...
যদি না ব্যস্ততা বেশি গ্রাস না করে...
অসংখ্য ধন্যবাদ দাদা...
১২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩০
ঢাবিয়ান বলেছেন: ডামিগুলো বেশি এক্টিভ নির্বাচনী প্রচারনায়
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৪
নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহ...
১৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪২
বিজন রয় বলেছেন: আচ্ছা।
১৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঢাবিয়ান বলেছেন: ডামিগুলো বেশি এক্টিভ নির্বাচনী প্রচারনায় :`< সত্য বলেছেন।
১৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৯
মিরোরডডল বলেছেন:
ফুলকপি, কেটলী
ফান করে বলা হচ্ছে, নাকি সিরিয়াসলি এগুলো প্রতীক?
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১২
নয়ন বড়ুয়া বলেছেন: সিরিয়াসলি এগুলো প্রতীক...
১৬| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৭
মিরোরডডল বলেছেন:
হয়তো বলবে, "আরেকটু হলেই তো রক্তারক্তি হতো। সবাই লাঠিসুঠা নিয়ে যেভাবে একদল, আরেকদলের উপর ঝাপিয়ে পড়লো! ভাগ্যিস আর্মির গাড়ি আসছিলো, নাহলে তো আজ লাশের বন্যা পড়তো"...
অতিরঞ্জিত করতে আমাদের তুলনা নেই
জীবনের গল্প ভালো লাগলো।
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৮
নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ...
১৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: এখনকার প্রতিদ্বন্দ্বিরা রক্তারক্তি করার কথা না। ভ্রাতৃত্ববোধ আছে। যেই জিতুক দেশের হয়ে কাজ করুক।
০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৩৭
নয়ন বড়ুয়া বলেছেন: সবার এটাই কাম্য। দেশের হয়েই সবাই কাজ করুক। দেশে শান্তি বিরাজমান থাকুন।
১৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: রক্তারক্তি তো কখনই কাম্য নয়।
বানানে আর একটু মনোযোগী হলে ভালো হয়, কিছু কিছু টাইপো আছে লেখায় সেসব শুধরে নিবেন।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭
নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল দাদা।
১৯| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৪
রানার ব্লগ বলেছেন: ভোটের সেই আমেজ আর নাই।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৮
নয়ন বড়ুয়া বলেছেন: অনেকেই তো এই নির্বাচনকে ডামি নির্বাচন নাম দিয়েছেন দেখলাম...
শুভ সকাল...
২০| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৯
প্রামানিক বলেছেন: চিন্তুা নাই আমরা আমরাই তো
০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০০
নয়ন বড়ুয়া বলেছেন: আমরা আমরা'ই দাদা...
২১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো আপনার এই পোস্ট। আপনার আগের পোস্টগুলিও পড়লাম সকালে। ভালো লেগেছে।
০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪১
নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ...
সুস্থ ও ভালো থাকুন...
২২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আজ আমরা আমরা বলেই বেশি কিছু পড়তে হয়নি।
০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৫
নয়ন বড়ুয়া বলেছেন: একদম দাদা...
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৪
নতুন বলেছেন: আমরা আমরা'ই তো...