নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজীবনে শুধু মানুষের গল্প শুনতে চাই, আর নিজের মত করে গল্পগুলো লিখতে চাই...

নয়ন বড়ুয়া

মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...

নয়ন বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

কাঁদার গন্ধওয়ালা লাশ...

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৮

যতবারই চিটাগাং মেডিকেলে আসি, ততবারই লাশখানায় যাওয়ার চেষ্টা করি।
ছোটবেলা থেকেই এই লাশখানার প্রতি একটা বিশেষ আগ্রহ কাজ করতো...
সেখানে কীভাবে কী হয়, জানার খুব ইচ্ছে ছিলো...
বড়বেলায় এসে সেই ইচ্ছেটা নিজেই পূরণ করলাম, ফারুক ভাইয়ের সাথে বন্ধুত্ব করে...
ফারুক ভাইয়ের বন্ধুত্ব করার কাহিনী অনেক লম্বা বিধায়, সেই গল্পে যাচ্ছি না। সেই গল্প অন্য আরেকদিন...

লাশখানার ভেতর একেকটা লাশের একেক গল্প। কোন কোন লাশের বিষ খাওয়ার গল্প। কোন কোন লাশের ফাঁস নেওয়ার গল্প। আবার কোন কোন লাশের নাম-পরিচয়হীন অজানা গল্প...
লাশ রাখারও তিনটা ক্যাটাগরি আছে...
যেগুলো সুসাইডের, সেগুলো অন্য সারিতে...
আবার যেগুলোর নাম-পরিচয় নাই, সেগুলো অন্য সারিতে...
যেগুলো এক্সিডেন্টের সেগুলো আরেক সাড়িতে...
সুসাইড করা লাশের বেশিরভাগ আত্মীয় স্বজনরা নাকি তাদের পরিচিত লাশকে নিয়ে যেতে চান না।
বেওয়ারিশ হিসেবেই নাকি দাফন করে দিতে বলেন...
টাকা-পয়সা দিয়ে যত দ্রুত সম্ভব, এই কাজ সেড়ে নিতে বলেন...
আমি অবশ্য বেওয়ারিশ লাশগুলোর চেহারা দেখার চেষ্টা করি...
দেখলে দেখলাম, না দেখলে নাই...
লাভও নাই, আবার ক্ষতিও নাই...

কয়েকবছর আগেও মানুষ পঁচার গন্ধ সহ্য করতে পারতাম না...
পরে নিয়মিত যাওয়া-আসাতে অভ্যাস হয়ে গেলো...
টানা ৩/৪ মাসে এই গন্ধ নাকের আয়ত্বে আসলো...
নাহলে তো, প্রথম প্রথম মৃত মানুষের গন্ধ একবার নাকে আটকে গেলেই দেড় মাসেও যেতো না...
না কিছু খেতে পারতাম, না শান্তিতে ঘুমাতে পারতাম...
অনেককিছুই করে এই গন্ধ থেকে রেহাই পেতে হতো...
এখন বলতে গেলে মোটামুটি কন্ট্রোলে এই গন্ধ...
বেশিরভাগ লাশের মধ্যে মেডিসিনের গন্ধ অনুভব করি, তবে আজকের গন্ধটা ভালো লাগছে...
একদম পলি মাটির গন্ধ।
আহা, কতবছর যে গ্রামে যায় না!
মনে হচ্ছে গ্রামের মাটির গন্ধ পাচ্ছি...
আমি আর আমার কাজিন সাইকেলে করে কত মাঠঘাট যে ঘুরে বেড়াতাম...
আহা শৈশব, আহা কৈশোর...
জিজ্ঞেস করলাম ডোমকে, ভাই এই লাশের এমন গন্ধ কেন?
ডোম বলে, এক সপ্তাহের মত তাকে হত্যা করে কর্দমাযুক্ত কাঁদার নিচে পুঁতে রেখেছে। সারা শরীরে কাঁদা। মুখের ভেতরে কাঁদা। কানে কাঁদা। সারা দেহ পরিষ্কার করার পরও কাঁদার গন্ধটা যায়নি...
প্রায় ২০ মিনিটের মত ডোমসহ সেখানে বসে আড্ডা দিলাম...
ডোমের নাম ফারুক মিয়া। কিন্তু উনি নিষেধ করে দিয়েছেন, ওই নামে না ডাকতে...
নাম ধরে ডাকলে নাকি উনার অপমান লাগে...
তাই উনার আবদার, উনার প্রফেশন নিয়ে যাতে উনাকে ডাকা হয়...
এই প্রফেশনে নাকি অনেক সম্মান করেন...

আফসোস করে ডোমকে বললাম, আহা ভাই এই মানুষগুলোর কত শত পরিচিত জন আছে, অথচ একটা নাম-ঠিকানার অভাবে বেওয়ারিশ হিসেবে পড়ে আছে...
ডোম হেসে বললো, সমস্যা নাই, ওই যে লাল পাহাড় দেখতাছেন না? ওই লাল পাহাড়ে ওদের দাফন করা হবে, যদি না কারও পরিচিতি পাওয়া না যায়...
এই কাঁদার গন্ধওয়ালা লাশটাকে আজ রাতে সেখানে দাফন করা হবে...

মনে মনে নিজেকে নিজে বললাম, বাহ, একটা লাশের নাম অন্তত দেয়া হলো, কাঁদার গন্ধওয়ালা লাশ...
কাছে গিয়ে কানে কানে লাশটাকে বললাম, ও লাশ ভাই, আপনার নাম শুনেছেন তো?
কাঁদার গন্ধওয়ালা লাশ...
খুব সুন্দর নাম...
মনে থাকবে তো? এখানে আপনি ছাড়া আর কারও নাম দেয়া হয়নি কিন্তু...
কাউকে বলিয়েন না আবার, মনে রাখিয়েন লাশেরও কিন্তু কান আছে...

নয়ন বড়ুয়া
আগস্ট, ২০২১

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৭

বিজন রয় বলেছেন: চিটাগং মেডিকেল কলেজে আপনি যা ন কেন?
আপনি কি ডাক্তার?

আমি গিয়েছিলাম তিনবার।
একবার ১৯৮৭ সালে আর একবার ১৯৯১ সালে আর ২০১৯ সালে।

০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১

নয়ন বড়ুয়া বলেছেন: আমার পরিবার ডাক্তার। প্রেমের টানে তখন যেতে হতো...

২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৯

নাহল তরকারি বলেছেন: এক সময় এই দেহের নাম ছিলো শফিক বা রফিক। মরার পর এই দেহ, হয়ে যায় শফিক বা রফিকের লাশ। মৃত্যুর পরে, এই দেহ কে নাম ধরে ডাকা হয় না। তখন এই মৃত দেহ কে বলা হয় উমুকের লাশ।

০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪২

নয়ন বড়ুয়া বলেছেন: এই নাম থেকে মৃত্যুরপর লাশ ডাকার প্রচলনটা কবে, কেন হয়েছে জানা গেলে বড়ই উপকার হতো...

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫১

অপু তানভীর বলেছেন: লাশ ঘরের প্রতি আকর্ষণ ! বড় অদ্ভুত কথা শোনালেন !

আমার বরং একেবারে উল্টো । আমি লাশ এবং মর্গের ধারে কাছে যাই না । আমি শেষ লাশ দেখেছিলাম যখন আমি ক্লাস সেভেনে পড়ি । তারপর আর কখনও মরা বাড়িতে যাই নি । আর জীবনে লাশ ঘরের ভেতরে ঢুকিই নি ।

০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৪

নয়ন বড়ুয়া বলেছেন: এই আগ্রহ কেন, কী কারণে উদয় হলো এখনও অজানা...
শুভ সকাল দাদা...

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৩

বিজন রয় বলেছেন: তো আপনার প্রেমের গল্প নিয়ে পোস্ট করুন।
আমরা জানি কেমন ছিল সে প্রেম!!

০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৮

নয়ন বড়ুয়া বলেছেন: লিখবো দাদা। কেমন আছেন?

৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৩

শেরজা তপন বলেছেন: অন্যরকম লেখা- ভাল লাগল।

০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ তপন দা। কেমন আছেন? সুস্থ ও ভালো থাকুন...

৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৬

বিজন রয় বলেছেন: ভাল আছি।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১১

বাকপ্রবাস বলেছেন: লাশ বুঝিয়া পাইলাম, এবার প্রেম উপখ্যান এর অপেক্ষায় আছি

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৬

নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহা দাদা। ঠিকাছে...

৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫২

নতুন বলেছেন: মৃত দেহের প্রতি আকর্ষনকে নেক্রোফেলিয়া বলে.... আপনি ঐ সম্পর্কে একটু জেনে দেখুন।

আপনার প্রেমের উপখ্যান এর অপেক্ষায় আছে সবাই।

প্রেমিকার জন্য লাশ কাটা ঘরে অপেক্ষা.... B:-)

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৭

নয়ন বড়ুয়া বলেছেন: নর্মালি আগ্রহ ছিলো। কারণ আমার স্ত্রী তখন সেখানে পড়তো। সময় কাটানোর জন্য এই আগ্রহের সৃষ্টি। পরে আমার স্ত্রী জানার পর, ইংলিশ ফর টুডে দিয়ে, আমার আগ্রহ থেকে শুরু করে সবকিছু গায়েব করে দিছে...
তাই দাদা টেনশনের কিছু নাই...
আমি সুস্থও আছি।
ধন্যবাদ দাদা আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য...

৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৪৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: যতই গল্পে খুন, লাশের কথা লিখি। আমার লাশ, মৃতদেহ মোটামুটি ভয় ই লাগে।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

নয়ন বড়ুয়া বলেছেন: ব্যাপার না দাদা...

১০| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩

নয়ন বড়ুয়া বলেছেন: ধন্যবাদ দাদা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.