নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...
মানুষই বাঁচায়, মানুষই মারায়...
সেই মানুষই আবার বিচারের আন্দোলন করে!
উকিল হয়েও পক্ষে-বিপক্ষে লড়ে এই মানুষই;
আদালতের রায়ও দেয় সেই মানুষই;
বিচারের রায়ে খুশিও হয় এই মানুষই;
সন্তুষ্ট রায়ে মিষ্টি বিতরণ করে এই মানুষ
সেই মিষ্টিও খায় এই মানুষই...
আবার এই মিষ্টি বিক্রিও করে এই মানুষ
কেনেও এই মানুষই
তৈরিও করে এই মানুষই
ফরমালিনও দেয় এই মানুষই
অসুস্থও হয় এই মানুষই
চিকিৎসা সেবাও দেয় এই মানুষই
সুস্থও হয় এই মানুষই
মানুষই বাঁচায়, মানুষই মারায়
কিন্তু মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে,
তখন বিচার দেয় ওই উপরওয়ালাকেই...
নয়ন বড়ুয়া
জানুয়ারি, ২০২৪
০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৬
নয়ন বড়ুয়া বলেছেন:
২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৪
বিজন রয় বলেছেন: ২ ঘন্টায় ২টা পোস্ট দিলেন!!
তার মানে কি প্রতি ঘন্টায় একটি পোস্ট দিবেন?
০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৪
নয়ন বড়ুয়া বলেছেন: বলেন কী দাদা! আপনি সম্ভবত সময় চেক না করে, এই মন্তব্যটি করেছেন। অনুরোধ রইলো, একটু সময় চেক করার...
ধন্যবাদ...
৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৭
বিজন রয় বলেছেন: আরে রাত ১২.৫৮ আর দিন ১.৫৯, ব্যাপার না।
আপনি ২৪ ঘন্টায় ২৪ পোস্ট দিন না!!
হা হা হা ............
আমরাও মানুষ, আমরাও ব্লগার।
৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
এক চালা টিনের ঘর বলেছেন: We the human beings are too mysterious. Right?
০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১০
নয়ন বড়ুয়া বলেছেন: নিঃসন্দেহে...
৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৭
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: অনেক প্রশ্ন আমাদের মনে মানুষ নিয়ে। মানুষই সব এখানে।
এটাকে কবিতা বলব না-কি গদ্য লিখন?
০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
নয়ন বড়ুয়া বলেছেন: ছন্দ মিলিয়ে লিখতে তেমন পারিনা...
তাই গদ্যই বলেন...
ধন্যবাদ দাদা...
৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১
নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজীব দা...
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৫
বাকপ্রবাস বলেছেন: কারণ উপর ওয়ালা মানুষকে পাঠাইসে এসব করার জন্য