নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজীবনে শুধু মানুষের গল্প শুনতে চাই, আর নিজের মত করে গল্পগুলো লিখতে চাই...

নয়ন বড়ুয়া

মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...

নয়ন বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

সুখ-দুঃখের খেলা!

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৪৫

রাত প্রায় ৩ টা।
আকাশ অন্ধকার;
চারিদিকে কুয়াশায় ঢাকা...
পাশের পুকুরে ডাকছে ঝিঁঝিঁ পোঁকাড়ারা...
সাথে একটা কুকুরের ডাক...
এর সাথে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাশের বিল্ডিং থেকে ভেসে আসছে...
এদের সাথেই আবার তারও দূর থেকে একটা চির চেনা গানের সুর ভেসে আসছে, তবে তেমন শোনা যাচ্ছে না, তাই কী গান হতে পারে, সেটাও ঠিকমত বুঝা যাচ্ছে না!
তবুও আমি শোনার চেষ্টা করছি,
কষ্ট হচ্ছে, তাও বুঝার চেষ্টা করছি...
একসময় আমি ক্লান্ত হয়ে গেলাম,
ব্রেন হয়ে গেলো বিরক্ত,
কপাল হয়ে গেলো ব্যথা
আর কান হয়ে গেলো ব্যর্থ...
তবুও ভাবছি দূর থেকে ভেসে আসা সুরটার কথা!
কী গানের সুর হতে পারে! তাও এই মধ্যরাতে!
দুঃখের গানের সুর? নাকি সুখের?
আচ্ছা দুঃখের গান হলে, কী এমন দুঃখ তার? যা সে এই মধ্যরাতে সব দুঃখ এই অস্পষ্ট সুরের গানকে দিয়ে দিচ্ছে!
কিংবা সুখের গান হলে, কী সেই গান? যে গানের মাঝে সে এত সুখ খুঁজে পাচ্ছে!
জানতে পারলে বড্ড ভালো লাগতো...
আমি সবাইকে সেই গান ফেরি করে বেড়াতাম!
সবাইকে বলতাম, আমার কাছে একটা সুখের গান আছে, চাইলে আপনারাও শুনতে পারেন!
আমার খুব জানতে ইচ্ছে করছে,
খুব!
কী গান হতে পারে!
উহু! এইবার পুরো শরীর ব্যথা করছে...
কল্পনায় কতকিছু যে ভাবতে ভালো লাগে,
আমি জানিও না, যিনি এই গান শুনছেন, তাঁর মনে দুঃখে ভরা, নাকি সুখে?
মানুষ চাইলেই ইচ্ছেমত কল্পনা করতে পারে,
হোক সুখের কিংবা দুঃখের...
তবে দুঃখের কল্পনা করতে কারও ভালো লাগে না,
এই যে আমি ভাবছি,
মানুষটা সম্ভবত সুখের গানই শুনছে...
হয়তো শুনছে,
"তুমি যে আমার কবিতা
আমারও বাঁশীর রাগিনী
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি"...
কে জানে! কী গান!
নয়ন বড়ুয়া
জানুয়ারি, ২০২৪

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৪

বিজন রয় বলেছেন: নয়ন বড়ুয়া বলেছেন: আপনাকে, গাজী ভাইকে, সাজ্জাদ ভাইকে, গোফরান ভাইকেও ধন্যবাদ সামু চাঙ্গা করে রাখার জন্য...

হে নয়ন বড়ুয়া, আমি কি কিছু করছি না, সামুকে চাঙ্গা রাখার জন্য?

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৮

নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহ দাদা...
আপনিও ছিলেন। দুঃখিত আপনার নাম এড করতে ভুলে গিয়েছিলাম...
শুভ সকাল দাদা...

২| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৪

বিজন রয় বলেছেন: এই কবিতাটি অনেক সুন্দর হয়েছে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৯

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা...

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৩

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর লেখেছেন নয়ন দা
অনেক শুভ কামনা জানাই

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৩

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ লিটন দা। শুভ সকাল।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৫

নয়ন বড়ুয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপা।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দূর থেকে অজানা, অচেনা সুর ভেসে আসা নিয়ে আমারও একটা কবিতা আছে, সম্ভবত ২০০৭/৮ সালের দিকে লেখা, এই ব্লগে দিয়েছিলাম কিনা মনে পড়ে না (জনম জনম জনম জনম)।

আচ্ছা, দূর থেকে একটা চিরচেনা সুর ভেসে আসছে বলার পর কি এটা বলা যায় ওটা কী গান হতে পারে সেটাও ঠিকমতো বোঝা যাচ্ছে না?

ভালো লিখেছেন। 'তুমি যে আমার কবিতা' গানটা আমি ভিন্ন সুরে গেয়েছি। শুনে দেখতে পারেন।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৮

নয়ন বড়ুয়া বলেছেন: ওহ মাই গড! সারপ্রাইজ দাদা। আমি একটা নতুন গান লিখেছি। শুধু গিটারে সুর করা বাকি...
গিটার ঠিক হয়ে গেলেই, আপনাকে সেইটা দেবো...
অসংখ্য ধন্যবাদ...

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৯ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজীব দা...

৭| ১০ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভালো লিখেছেন।

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.