নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...
মেয়েটা প্রতিদিন রিচার্জ করতে দোকানে যায়।
ছেলেটা বিভিন্ন বাহানায় মেয়েটাকে একটু দেখার জন্য দোকানের আশে-পাশে ঘুরাঘুরি করতে থাকে...
মাঝে মাঝে মেয়েটার পেছন পেছন দোকানেও যায়...
মেয়েটাকে ইশারা ইঙ্গিতে ভালোলাগাটা বুঝানোর চেষ্টা করে...
ওদিকে মেয়েটা ছেলেটার এমন আচরণে মুখ লুকিয়ে হাসে। মেয়েটার ভালো লাগে...
মেয়েটা জানে, ছেলেটা তাকে পছন্দ করে। কিন্তু বুঝতে দেয় না। মেয়েদের বুক ফাঁটে তো, মুখ ফোঁটে না...
এভাবে বেশকিছুদিন চলতে থাকে।
একদিন ছেলেটা সাহস করে মেয়েটাকে বলে, আপনার ফোন নম্বরটা কী পেতে পারি?
মেয়েটা জবাবে 'না' বলে নিজ বাসার উদ্দেশ্যে চলে যায়, আর মনে মনে বলে, পাগল ছেলে, এইভাবে সরাসরি কেউ নম্বর চাই! আগে বন্ধুত্বের প্রপোজ করো, 'তুমি' নামক সম্মোধন এসো, তবেই না নম্বর দেবো! কথা হবে! এখন শাস্তি হিসেবে আরও কিছুদিন ঘুরো...
রাতে ছেলেটার বোকা বোকা চেহারাটা মেয়েটার কল্পনাতে ভাসে...
ছেলেটা কল্পনাতে বলছে, আপনাকে 'তুমি' করে বলা যাবে?
মেয়েটা বলে, না। আমি চাইনা, কেউ আমাকে 'তুমি' করে ডাকুক।
ছেলেটা বোকা হয়ে যায়...
ছেলেটার বোকা বোকা চেহারা দেখে, মেয়েটা কল্পনাতেও হাসে...
একটু আফসোসও করে, ইশ! নম্বরটা দিয়ে দিলে আজ, এখন একটু কথাও বলা যেতো!
এরপরদিন মেয়েটা রিচার্জ করার জন্য দোকানে যায়, কিন্তু ছেলেটাকে আর দেখে না...
ভাবলো হয়তো কোন কাজে গেছে...
তারপরদিনও সেম। এক অজানা ভয় মেয়েটার মনে কাজ করতে লাগলো...
এভাবে বেশকিছুদিন কেটে গেলো...
মেয়েটা আর ছেলেটাকে দেখে না। মেয়েটার চোখ আকাশ পর্যন্ত যায়, কিন্তু ছেলেটার কাছে যেতে পারে না...
একসময় মেয়েটার মনে এক ভালোবাসা হারানোর শূণ্যতা বুকে বেঁধে গেলো, যে অসুখটা থেকে মেয়েটা বের হতে পারেনি...
মেয়েটা রোজ রিচার্জ করতে যায়, ছেলেটাকে যদি একটু দেখতে পায়...
সেই ছেলেটা আসে না...
কী জানি! ছেলেটা কোথায়...
নয়ন বড়ুয়া
আগস্ট, ২০২১
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭
নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহ...
মোবাইল রিচার্জ দাদা...
২| ১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: সহজ সরল গল্প। জীবনের গল্প।
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৮
নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজীব দা...
৩| ১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: সোনাগাজী বলেছেন:
মেয়েটা কি ব্যাটারীচালিত, রিচার্জ লাগে কেন?
হা হা হা। এই রিচার্জ সেই রিচার্জ নয়। গল্পকার এখানে মুবাইল রিচার্জের কথা বলেছেন।
৪| ১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: অপেক্ষা ২ লিখে প্রেমিক প্রেমিকার পুনরায় দেখা করান। ছেলেটা হাঁটু গেড়ে ছেলেটাকে প্রপোজ করুক - "উইল ইউ মেরি মি? "।
মেয়েটি চোখে জল এনে বলুক - " ওহ মাই গড - ইয়েস "
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার বলেছেন দাদা...
তবে তাই হোক...
ধন্যবাদ দাদা...
৫| ১২ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এমন ঘটনা আগেকার দিনে কমন ছিল।
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪০
নয়ন বড়ুয়া বলেছেন: হুমম...
৬| ১২ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ছেলেটা কোথায় গেল?
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪১
নয়ন বড়ুয়া বলেছেন: কী জানি!
৭| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৫
সোনাগাজী বলেছেন:
আপনি পোষ্ট দিয়ে কোথায় চলে গেলেন? নাকি ব্লগে প্রবেশ করতে পারছেন না?
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪২
নয়ন বড়ুয়া বলেছেন: ওয়াইফাই ছিলো না...
৮| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৬
বিজন রয় বলেছেন: এসব বাদ দিয়ে সময় পেলে কবিতা লিখুন, পোস্ট করুন।
আপনি কবিতাতে বেশি ভালো।
এসব লিখে সময় নষ্ট না করেন।
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯
নয়ন বড়ুয়া বলেছেন: আচ্ছা দাদা। পরামর্শের জন্য ধন্যবাদ...
৯| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৭
শেরজা তপন বলেছেন: এইটুকুই থাক! কষ্টটুকু আটকে থাক -ছোট গল্পের তো মজাই এখানে ...
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯
নয়ন বড়ুয়া বলেছেন: ধন্যবাদ তপন দা...
১০| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানিতে।
১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৯
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ দুপুর রাজীব দা...
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৯
সোনাগাজী বলেছেন:
মেয়েটা কি ব্যাটারীচালিত, রিচার্জ লাগে কেন?