নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...
এই ছেলেটা
কেমন আছিস?
লিখবি নাকি
মস্ত বড়
আমার জন্য
এক কবিতা?
সেই ছেলেটা
একটু ভেবে;
লিখতে পারি
এক শর্তে
পড়তে হবে
কোকিল কন্ঠে
ক্লান্ত তুই
হবি নাকো
কথা দে
সব এখনে!
কথা দিলাম
লিখনা তবে
ক্লান্ত আমি হবো নাকো!
কোকিল হবো
কবিতার সুরে
হাসতে তুই
পারবি নাকো
এই শর্তে
রাজী আছি!
পড়বো তবে
এই নিশিতে...
সেই ছেলেটা
একটু হেসে,
লিখছিই তো
নতুন করে,
পড়বি তুই
এই নিশিতে;
তুই পড়বি
শব্দ করে,
কানে ভাসবে
কোকিল কন্ঠ
ঘুমিয়ে যাবো
শুনতে শুনতে,
পড় না তুই
শব্দ করে...
একটু দাঁড়া
পড়ছিই তো
কোকিল কন্ঠে
ঘুমিয়ে গেলে
শুনবি ক্যামনে?
ঘুমোতে তুই পারবি নাকো
কথা দে সব এখনে!
যা
দিলাম কথা
ঘুমাবো না
এই জীবনে!
ইতিহাসের পাতায় পাতায়
আজকের রাত রবে লেখায়
কথা দিলাম...
পাগল ছেলের কাণ্ড দেখো!
ঘুমাবে না এই জীবনে!
এমন মানুষ চায়নে আমি!
ভোর হোক পড়বো আমি
কথা দিলাম
কথা দিলাম
নয়ন বড়ুয়া
জুন, ২০২১
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৯
নয়ন বড়ুয়া বলেছেন: শুভরাত্রি দাদা।
২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪১
অপু দ্যা গ্রেট বলেছেন:
কথা দিলাম
কথা দিলাম
পড়ব আমি, কথা দিলাম.।
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:০৬
নয়ন বড়ুয়া বলেছেন: ধন্যবাদ অপু দা...
৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:০৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এখনে শব্দটার অর্থ কী?
ছোটো ছোটো শব্দে ছন্দ মেলাবার চেষ্টা ভালো।
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৩৭
নয়ন বড়ুয়া বলেছেন: 'এখনিই'...
ধন্যবাদ দাদা...
শুভ রাত্রি...
৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৪৭
আহমেদ জী এস বলেছেন: নয়ন বড়ুয়া,
কবিতার ষ্টাইলটা আলাদা যা তাকে অন্যরকম একটা স্বাদ এনে দিয়েছে।
১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৫
নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল।
৫| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১০
নয়ন বড়ুয়া বলেছেন: ধন্যবাদ রাজীব দা...
৬| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬
প্রামানিক বলেছেন: সতেন্দ্রনাথ দত্তের স্টাইলে কবিতা। চমৎকার
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৯
নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা...
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৬
বিজন রয় বলেছেন: বাহ! বেশ।
ছোট ছোট লাইনে সুন্দর সব ছন্দ নিয়ে ঘুমাতে গেলাম।
গুড নাইট।