নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...
১
একবার রঞ্জন স্যার হুট করেই আমাকে দাঁড় করিয়ে বললেন, তুই আজকে মরে যাবি...
রঞ্জন স্যারের জ্যোতিষবিদ্যা নিয়ে সবাই হইহুল্লোর করলেও এদিকে আমি পড়ে গেছি বিপাকে...
একজীবনে শতবর্ষ বাঁচার কল্পনা নিয়ে জীবনকে উপভোগ করতে লাগলাম, সেখানে স্যার বলে কী না আমি আজকে মরে যাবো!
পুরো হতাশায় ডুবে যাচ্ছি, এমন সময় আমার বন্ধু উজ্জ্বল কাছে এসে বলে, স্যারকে নাকি সে পাগল ডেকেছে!
- বলতো এও কী সম্ভব? আমার নামে নাকি স্যারে মিটিং বসাবে, এটার একটা বিহিত করবে, আমাকে নাকি স্কুল থেকে বহিষ্কার করবে...
আমি বললাম, তোর চাইতেও মহাবিপদে আছি আমি, স্যার বলেছেন, আমি নাকি আজ মারা যাবো! কী করবো কিছুই বুঝতে পারছি না...
উজ্জ্বল বলে, বলস কী! স্যার যখন বলেছে, তাহলে তুই আজকে অবশ্যই মরে যাবি, কারণ স্যার ভালো ভবিষ্যত দেখতে পারেন, দেখলি না সেদিন স্যারে বললেন, আজ অঝড়ে বৃষ্টি হবে, হয়েছে, তারপরের দিন বললেন, আজ বৃষ্টি হবে না, সেদিন কিন্তু বৃষ্টি হয়নি। স্যার যেহেতু বলেছেন তুই মরে যাবি, তাহলে তুই আজ অবশ্যই মরে যাবি...
উজ্জ্বলের এমন কথায় আমি পুরো নেই নেই অবস্থাই চলে গেছি, মনে হচ্ছে আমি এই মাত্র মরে গেলাম...
স্কুলে বেশ কিছু ক্লাসমেট শত্রু ছিলো, মাঝখানে বসার জন্য প্রায় ঝগড়া হতো ওদের সাথে...
হুট করেই তাদের একজন এসে বলে, আজ তোর খবর আছে...
তার এমন কথায় মনে মনে ভাবতে লাগলাম, তবে কী এর হাতেই আমার মরণ হবে!
ওদের কাছে অস্ত্র হিসেবে আছে কলম। তাহলে কী এই কলম দিয়েই আমার মরণ হবে! তাও বলপেন কলমে! মানতে পারছি না...
কেউ কেউ সান্তনা দিতে আসলেও কারও উপর ভরসা পাচ্ছি না।
মনে হচ্ছে এদের মধ্যেই কেউ হয়তো আমাকে মারার প্ল্যান করছে...
কী মনে করে সেদিন স্কুল ছুটি না হতেই ক্লাস ফাঁকি দিয়ে পালিয়ে গেলাম...
বাসায় পৌছেই মায়ের কোলে শুয়ে কাঁদতে লাগলাম। মাকে স্কুলের ঘটনা সব খুলে বললাম...
মা বলেন, দূরর স্যারে বললেই হলো নাকি! আসুক তো মরণ, দেখবো কীভাবে আমার ছেলে মরে...
২
রাতে প্রায়ই ঘামতে ঘামতে শেষ। জ্বরে গা পুঁড়ে যাওয়ার মত অবস্থা।
মা পড়ে গেলেন টেনশনে। কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। মা কিন্তু হাল ছাড়েননি। রাতভর আমাকে পাহারা দিয়ে, কপালে জলপট্টি দিয়ে দ্রুত সুস্থ করে তুললেন...
সকালে পুরো সুস্থ। গতকাল যে ভয়ে জ্বর এসেছিলো সেটা বুঝতে আর বাকী রইলো না...
সেদিন স্যার একটা ভালো শিক্ষা দিলেন, কেউই ভবিষ্যত বলতে পারেন না। সবাই অনুমান করে, এই অনুমান করেই আমাদের বেঁচে থাকতে হয়। এই অনুমান করেই মা সেদিন আমাকে সেবা করে সুস্থ করে তুললেন...
একজন দেখালেন মৃত্যু ভয়, আরেকজন উপলব্দি করালেন ভয়ে কাঁত হওয়া যাবে না...
স্যারের ধারণা ছিলো, স্যার ভবিষ্যত বলতে পারেন, মায়ের বিশ্বাস ছিলো ওগুলো সব মিথ্যা, ভুয়া, কুসংস্কার...
সেদিন আমি মাকে বিশ্বাস করেছিলাম বলে দ্রুত সুস্থ হয়ে গেছিলাম, যদি স্যারের ভবিষ্যত বাণীতে আটকে থাকতাম তাহলে সেদিনই আমার মৃত্যু হতো...
এজন্যই বলি, পৃথিবীতে একজন মা আছেন, যিনি ডাক্তারেরও অনেক উপরে...
নয়ন বড়ুয়া
অক্টোবর, ২০২১
১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৪
নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা...
২| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:১৫
নজসু বলেছেন:
সুন্দর বলেছেন।
মায়ের তুলনা শুধু মা।
আর বিশ্বাস মানুষের প্রেরণা।
১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৪
নয়ন বড়ুয়া বলেছেন: ধন্যবাদ...
৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৭
করুণাধারা বলেছেন: চমৎকার কথা! গল্পটাও চমৎকার হয়েছে।
১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৫
নয়ন বড়ুয়া বলেছেন: ধন্যবাদ...
৪| ১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৪
নিচু তলাৱ উকিল বলেছেন: গল্পে আরও একটু টান টান উত্তেজনা আশা করছিলাম। তবু ভাল লেগেছে।
১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৭
নয়ন বড়ুয়া বলেছেন: ধন্যবাদ...
৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন মা।
১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৬
নয়ন বড়ুয়া বলেছেন: নিঃসন্দেহে দাদা।
৬| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৪
বিজন রয় বলেছেন: চমৎকার।
আপনি গল্পে কবিতায় দেখি সমান পারদর্শী।
১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৬
নয়ন বড়ুয়া বলেছেন: পড়তে বেশি পছন্দ করি। আর লেখার চেষ্টা করি। ধন্যবাদ দাদা...
৭| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:০৭
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর সাবলীল লেখা। এটা কি আপনার বাস্তব জীবনের ঘটনা না গল্প?
২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০২
নয়ন বড়ুয়া বলেছেন: আমার জীবনী দাদা। ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪৯
ডঃ এম এ আলী বলেছেন:
অতি মুল্যবান কথা বলেছেন, মা সবকিছুর উপরে ।
ডাক্তার কবিরাজ ওঝা বৈদ্য যেখানে ফেল মারে
সেখানে মায়ের মধুর সুরের একটি ডাকে মরনাপন্ন
সম্তান সুস্থ হয়ে যাওয়ার অনেক প্রমান রয়েছে
এই বিশ্ব চরাচরে ।
শুভেচ্ছা রইল