|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নয়ন বড়ুয়া
নয়ন বড়ুয়া
	মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...
 
 
ছবিঃ একটি ফেসবুক পেইজ থেকে
একটা গাছ আমাকে যতটা আগলে রাখতে চাই, ভালো রাখতে চাই, আমি ততটা সেই গাছের জন্য কিছুই করতে পারিনা...
তাকে কেউ হত্যা করতে চাইলে বাঁধাও দিতে পারিনা...
অথচ সেই গাছ আমাদের সুস্থভাবে নিশ্বাস নিতে কতকিছুই না করেছে, আর আমি কী-না সেই গাছের ঠিকমত যত্নও নিতে পারিনা...
সেই গাছ মরলো, কী বাঁচলো তাতে আমার কিছুই যায় আসে না...
ব্যাপার না, একটা গাছ কাঠ হলো, কার কী তাতে আসে গেলো!
নয়ন বড়ুয়া
এপ্রিল, ২০২৪
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ১৯ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:০০
১৯ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:০০
নয়ন বড়ুয়া বলেছেন: মনে হয় না, হবেও কোনদিন...
২|  ১৭ ই এপ্রিল, ২০২৪  রাত ৮:৩৩
১৭ ই এপ্রিল, ২০২৪  রাত ৮:৩৩
নাহল তরকারি বলেছেন: আমি কিন্তু ঠিকই রাস্তার পাশে কাঠালের বিচী, আমের বীচি পুতে আসি।
  ১৯ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:০৪
১৯ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:০৪
নয়ন বড়ুয়া বলেছেন: বেড়ে উঠতে খুব কষ্ট হয় এমন গাছদের। একটু চোখে লাগার মত বেড়ে উঠা দেখলে, রাস্তার ঝোপঝাড় ভেবে রাস্তা পাশ পরিষ্কার রাখা হেতু, কেটে ফেলে...
৩|  ১৭ ই এপ্রিল, ২০২৪  রাত ৯:৫৫
১৭ ই এপ্রিল, ২০২৪  রাত ৯:৫৫
ভুয়া মফিজ বলেছেন: সীমাহীন লোভের কাছে সব কিছুই পরাজিত হয়। প্রশাসন শুধু নামেই আছে; এদের প্রধান কাজ হলো অন্যায়কে প্রশ্রয় দেয়া। সরকারদলীয় লোকজনের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এসব কাজ দেশে সম্ভব না।
  ১৯ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:০৭
১৯ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:০৭
নয়ন বড়ুয়া বলেছেন: কিন্তু তারা তো এসব ছোটখাটো বিষয় নিয়ে ভাবে না। তাদের কাছে এগুলো অপশোনাল বিষয়াদি...
৪|  ১৭ ই এপ্রিল, ২০২৪  রাত ১০:২৭
১৭ ই এপ্রিল, ২০২৪  রাত ১০:২৭
আহমেদ জী এস বলেছেন: নয়ন বড়ুয়া,
এদেশের মানুষের কোনও কিছুতেই কিছু যায় আসে না! 
লোভের কারনে একটু লাভের জন্যে এরা শুধু গাছই নয় মানুষকেও কেটে ফেলতে পারে!  
  ১৯ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:০৭
১৯ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:০৭
নয়ন বড়ুয়া বলেছেন: কথা সত্য...
৫|  ১৮ ই এপ্রিল, ২০২৪  রাত ১২:০৮
১৮ ই এপ্রিল, ২০২৪  রাত ১২:০৮
কামাল১৮ বলেছেন: একটি গাছ কাটলে দশটি গাছ লাগানো দরকার।
  ১৯ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:০৯
১৯ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:০৯
নয়ন বড়ুয়া বলেছেন: এমন চিন্তা খুব কম মানুষের মনে আসে...
আপনার মত যদি সবাই এই কথায় বিশ্বাসী হত, তাহলে আমাদের জীবন যাত্রার মান যান্ত্রিক থেকে অনেকটা রক্ষা পেতো...
৬|  ১৮ ই এপ্রিল, ২০২৪  সকাল ৯:৩৪
১৮ ই এপ্রিল, ২০২৪  সকাল ৯:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: আমাদের বোধগম্য নেই বলে আমরা আর আমিত্ব খুঁজে পাই না
সেটা চেষ্টাও করা হচ্ছে না, হায় রে মানুষ আমরা-------------
  ১৯ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:১২
১৯ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:১২
নয়ন বড়ুয়া বলেছেন: বোধগম্য থাকলেও খুব একটা কাজ হয় না, ক্ষমতাকারীদের কাছে। এত এত গাছ নিধন করলো, অবশ্যই কয়েকজন প্রতিবাদ করলো সেখানে। কিন্তু সাধারণ জনগণের কথা কী আর ক্ষমতাকারীরা কানে নেয়! আমাদের অবস্থা এমন এখন...
৭|  ১৯ শে এপ্রিল, ২০২৪  ভোর ৪:৫৮
১৯ শে এপ্রিল, ২০২৪  ভোর ৪:৫৮
স্প্যানকড বলেছেন: সৃষ্টির সেরা মানুষের দাম নেই সেখানে গাছ  ! মানুষের চেয়ে ভালো যেমন নেই তেমনি মানুষের চেয়ে জঘন্যতম প্রাণী অন্য কোন প্রাণী নেই । কেন এতো যুদ্ধ বলতে পারেন ? ভালো থাকবেন সব সময় 
  ১৯ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:১৩
১৯ শে এপ্রিল, ২০২৪  দুপুর ১২:১৩
নয়ন বড়ুয়া বলেছেন: ক্ষমতার লোভ খুবই নির্মম জিনিস। অন্ধ জিনিস...
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০২৪  রাত ৮:২৪
১৭ ই এপ্রিল, ২০২৪  রাত ৮:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: গরমে হাঁসফাঁস করলেও আমাদের বোধোদয় হয় না কেন পরিবেশ এমন।