নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

ঋতুপর্ণ ঘোষের 'আবহমান' কি সত্যাজিত রায়কে নিয়ে ?

০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৩৯



কোলকাতার সিনেমা 'আবহমান' এ বছর মুক্তি পেয়ে বাংলা ভাষায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। পরিচালক ঋতুপর্ণ ঘোষ। গুনী এ পরিচালকের কাছ থেকে ভালো সিনেমা পাওয়া যাবে, এ বিশ্বাসটি তিনিই তৈরী করেছেন, তার পূর্বনির্মিত সিনেমাগুলোর মাধ্যমে। 'আবহমান' ভালো হবে সেটা জানা কথা কিন্তু কতটা? সেটা জানার জন্যই সিনেমাটা দেখতে হবে।



সিনেমাটা মুক্তি পাবার আগে গুঞ্জন শোনা গিয়েছিল সিনেমার কিংবদন্তী সত্যাজিত রায় আর মাধবী মুখার্জীর কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। কতটা সত্যি সে গুঞ্জন সেটা বোধহয় সত্যাজিতের একদম কাছের মানুষেরাই জানবেন, আমরা দর্শকরা জানি, 'আবহমান' নারী পুরুষের সম্পর্কের যে আবহমান রূপ তার কথাই বলেছে। আরেকটু স্পষ্ট করে বললে শিল্প জগতের নারী পুরুষের সম্পর্ক। এই আলাদা করার কারণ বোধহয়, এই জগতের মানুষেরা সাধারণ মানুষের চেয়ে একটু আলাদা, একটু মারকুটে টাইপের, একটু বিদ্রোহী।

একজন সিনেমা পরিচালক, একমাত্র ছেলের বয়সী নায়িকার সাথে গোপন অবৈধ সম্পর্ক, নিজ স্ত্রীর সাথে সম্পর্কের ছেদ, বিদ্রোহী ছেলে যে কিনা পরবর্তীতে বাবাভক্ত হয়ে উঠল - এ সব নিয়েই সিনেমাটি। বিখ্যাত সিনেমা পরিচালক অনিকেত মজুমদারের মৃত্যুতে সারা দেশ শোকাহত, তাকে শ্রদ্ধা জানাতে আসছে অনেক মানুষ, এসেছে বিখ্যাত অভিনেত্রী শ্রীমতি সরকার বা শিখা। অনিকেতের বউ দীপ্তির সাথে তার সাক্ষাত হলো না অনেক্ষন, অথচ এই বৌদিই ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌অনেক বছর পূর্বে বিনোদিনী চরিত্রে শিখাকে কাস্ট করতে সাহায্য করেছিলেন, শিখিয়েছিলেন পরিচালক অনিকেত মজুমদারের পছন্দ অনুযায়ী অভিনয় করতে। কিন্তু শিখার প্রতি অনিকেতের দুর্বলতা তাদের সুন্দর পরিবারে ফাটল ধরায়। আর এর মাধ্যমেই গল্পের নানা বাকেঁ জানা যায় অনেক কিছু।





অভিনবত্ব রয়েছে সিনেমায়। সিনেমা ভেতরে সিনেমা। নাটরাজ গিরিষচন্দ্র সেনের সৃষ্টি অভিনেত্রী বিনোদিনী আর ধনী এক জমিদারের প্রেম নিয়ে অনিকেত মজুমদার যে সিনেমা বানাচ্ছেন তাই যেন অনেক বছর পরে ঘটছে তারই জীবনে। একই সাথে শত বছরের বিনোদিনীর কাহিনী, অনিকেতের মৃত্যুর পূর্বে ঘটে যাওয়া ঘটনাবলী আর মৃত্যু পরবর্তী সময়ে স্মৃতিচারণ - এই তিন সময় দর্শককে মোহিত করবে, শঙ্কিত করবে, বিভ্রান্ত করবে।

আবহমান সিনেমার চিত্রনাট্য ঋতুপর্ণ ঘোষের। সিনেমা পরিচালকের তুলনায় তাকে চিত্রনাট্যে বেশী নম্বর দেবো আমি, এত অসাধারণ ভাবে গল্পটি তুলে ধরেছেন যে একটু পরপর সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছি। শুরুতে মনে হয়েছিল অনিকেত মজুমদার আর কেউ নয়, পরিচালক ঋতুপর্ন ঘোষ নিজেই। অথচ একটু পরেই মনে হল অনিকেত নয়, বরং তার ছেলে অপ্রতীমের সাথেই বেশী খাপ খায়। এই দ্বন্দ্বেই সিনেমাটি অসাধারন হয়ে উঠেছে।





রিয়া সেন গুরুত্বপূর্ন নয় এমন একটি চরিত্রে অভিনয় করলেও এরকম একটি চমতকার কিছু ফ্রেম পাওয়া যাবে ফাও



সব শেষে আসছে সত্যিই কি সত্যাজিতকে নিয়ে নির্মিত কিনা সে প্রসিঙ্গ। পরিচালক নিজে বলছেন সেরকম কিছু নয়, এ কারণেই পরিচালক এবং অভিনেত্রীর বয়সের পার্থক্যটা অনেক, প্রায় ৩৫ বছর। ঋতুপর্ণ ঘোষের ভাষায় সিনেমা নির্মানের উদ্দেশ্যটা ছিল “My main interest was to unfold, for myself as much as for my actors and my audience, the finer nuances of the relationship between the creator and the created, what are the elements that sustain it, and why such relationships finally do not hold in time,” অসাধারণ ফ্রেমে বন্দী করা সিনেমাটি কতটা উদ্দেশ্য পূর্ন করেছে সেটা বোধহয় আপনারা বিচার করবেন, তাই না?



বিজ্ঞাপন:

বাবেল দেখেছেন? জানেন কি এটা ডেথ অব ট্রিলজির থার্ড পার্ট? এইটা নিয়া লিখতেসি, মাগার শেষ করতে সময় লাগতেছে। অপেক্ষায় থাকেন, পর পর তিন দিন তিনটা পর্ব নিয়া লিখবো, এইখানে আন অফিসিয়াল রিলিজ আছে, দেখতে পারেন।





Patch Adams, Munna Bhai MBBS এবং একটি কপি পেস্টের সাইট



অন্তহীন: অন্তর্জালিক ভালোবাসায় অন্তহীন অপেক্ষা

মন্তব্য ১২ টি রেটিং +৫/-১

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৪২

আইলা বলেছেন: সমকাম/হিজরা ঋতুপর্ণ এর পর্ণো মুভি ............. ওয়াক থু

২| ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫১

রিজেল বলেছেন: আইলা বলেছেন: সমকাম/হিজরা ঋতুপর্ণ এর পর্ণো মুভি ............. ওয়াক থু

৩| ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৩

মুভি পাগল বলেছেন: ঋতুপর্ণ হিজরা?

৪| ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৭

সাধারণমানুষ বলেছেন: লিঙ্ক দিতে পারেন......দেখতে চাচ্ছি।এর আগে কলকাতার "দি বং কানেকশন" দেখেছি খারাপ লাগেনি .

০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১২:১২

দারাশিকো বলেছেন: ইউটিউবে পাবেন, প্রথম পর্বের লিঙক দিলাম। আর কোথাও পাচ্ছি না
http://www.youtube.com/watch?v=ha6w0IahUZw

৫| ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৭

kisuna বলেছেন: এটা তরুণ মজুমদার-সন্ধ্যা রায়-মহাশ্বতা রায়চৌধুরীকে নিয়েও হতে পারে।

০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১২:১৪

দারাশিকো বলেছেন: হুম... হতে পারে, অসম্ভব কিছু না

৬| ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১২:০৭

সোলায়মান বলেছেন: ঋতুপর্ণা কি? না দেখে মনে হয় ওনার সৃষ্টির প্রতি আমাদের বেশি আগ্রহ দেখানো উচিত।

৭| ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১২:২৩

কাউসার রুশো বলেছেন: আপনার পোস্টে +++
ঋতুপর্ণ এর সব কাজ ভালো লাগে নাই। তবে মানতেই হবে তিনি একজন গুনী নির্মাতা। আবহমান দেখার আগ্রহ তৈরি হলো।
আপনাকে ধন্যবাদ :)

৮| ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১:১২

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: hijra hoyeo ei lok kothin shob movie banaitese.

৯| ০৯ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৩৪

নাজেহাল নাগরিক বলেছেন: +++++++।রিভি্উটা আগের মতই দারুন।

১০| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১২:১০

স্নিগ বলেছেন: ঋতুপর্ণের নির্মাণশৈলী ও নান্দনিকতার ব্যাপারটা প্রশ্নাতীত।তাই,মাঝে মাঝে তার ইচ্ছে করে অসুন্দরের পূজারী হয়ে ওঠার প্রবণতাটা আমাকে খুব পীড়া দেয়।

সৌভাগ্যবশত তার অনেকগুলো কাজ বড় পর্দায় দেখবার সুযোগ হয়েছে।কারণ,ফেব্রুয়ারি ও বৈশাখে যে মুভি ফেস্টিভালগুলো হয় তাতে তার মুভি থাকবেই।

রিভিউ নিয়ে কিছু বল্লাম না।দারাশিকো ভাইয়ের রিভিউ কখনো খ্রাপ হয় না।+ B-))

মুভির ইউটিউব লিন্ক দিলাম।ভালো প্রিন্ট।
http://www.youtube.com/watch?v=c83wiVLGBt8

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.