নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

পুরুষ হইতে সাবধান ।।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

আমি নিজেও একজন পুরুষ । কিন্তু আমি এই আমাদেরই ব্যাপারে এর চেয়ে ভালো আর কি-ইবা লিখতে পারি ?



১. ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ড্রাইভার ও হেলপারের তরুণী যাত্রীকে ধর্ষণ ।

২. ঢাকার এক বেসরকারি হাসপাতালে পিয়ন কর্তৃক ধর্ষণের পর মহিলা ডাক্তার খুন ।

৩. টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে গনধর্ষণ । অত্যাচারের তীব্রতায় ধর্ষিতার মানসিক বিকৃতি ।

৪. মিরপুর ১০এ স্ত্রীকে হত্যার পর তার রক্ত দিয়ে স্বামীর গোসল । প্রেমের বিয়ে , ৩বছরের সংসার ।

৫. কাজী অফিসের সামনে ইডেন কলেজের চতুর্থ বছরের ছাত্রীর মুখে এসিড মেরে প্রেমিক ও তার বন্ধুর পলায়ন ।

৬. চার বছরের শিশুকে ধর্ষণের পর লাথি মেরে হত্যা ।

৭. হোটেল রুমে আটকে বিচারপ্রার্থী মহিলাকে পুলিশ কর্মকর্তার ধর্ষণ ।

৮. গৃহপরিচারিকাকে যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চন্দন কুমার পোদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ



ইত্যাদি , ইত্যাদি এবং ইত্যাদি ।



অনেক দিন আগে ইশরাত নামের আমার এক সহপাঠিনীকে পুরুষসুলভ দাম্ভিকতায় বলেছিলাম যে মেয়েদের আমাদের সমাজে অনেক ত্যাগ স্বীকার করে বেঁচে থাকতে হয় কথাটা এই যুগের অতি আধুনিক মেয়েদের বেলায় খাটে না । ত্যাগ করতে জানতেন আমাদের মা , দাদীরা আর আগের প্রজন্মের নারীরা । আমার ঐ কথাটা আমি আজ মাফ চেয়ে তুলে নিলাম । আমি ভুল বলেছিলাম । আর ভুল যদি নাও বলে থাকি যে সমাজে , পৃথিবীতে মেয়েদের এমন জানোয়ারের মত আচরণের মধ্যে দিয়ে যেতে হয় তাদের থেকে আমরা কোন ত্যাগ আশাও করতে পারি না । আমরা পুরুষরা তার যোগ্য না । উপরের আটটা ঘটনার প্রতিটা ঘটনাই বিগত ১ মাসের মধ্যে ঘটেছে । এমন ঘটনা এই কয়েকটা দিনের মধ্যেই ঘটেছে আরও অনেক । কয়টা লিখবো আমি ? কয়টা ?? সাংবাদিক ভাইয়েরা যদিও ভারতীয় মেডিক্যাল ছাত্রী বোনের ধর্ষণের খবর প্রথম পাতায় লাল হরফে ছাপান আর ঐ একই ভাবে চলন্ত বাসে আমাদের দেশের গরীব গার্মেন্টস কর্মীর ধর্ষণের শিকার হলেও তার খবর ছাপানো হয় একেবারে পেছনের পাতায় এক কলামে চোখে পড়বে না এমন করেই , তবু আমাদের চোখে খবরগুলো পড়ে । চুপচাপ পড়ি , একটু খারাপ লাগে আবার ভুলেও যাই একটু পরেই । ঐ খারাপ লাগাটা মনের ভেতর মরে গেলেও পুরুষ হিসেবে জন্মগত-ভাবে জিনে যে পৈশাচিকতা আমরা নিয়ে এসেছি তা মরে যায় না । ওটা রক্তে রয়ে যায় সুপ্ত অবস্থায় যা তীব্রভাবে বের হয়ে আসে সময় সুযোগ মতো । ধর্ষন শব্দটা লিখতে ভদ্র , মার্জিত পুরুষদের অস্বস্তি লাগে সত্যি , কিন্তু দিনের শেষে এরাও সেই পুরুষই । খালি চোখের দেখা সুন্দর চেহারাটার পেছনে বিকট দ্বিতীয় একটা চেহারা আছে অনেকেরই যা প্রকাশ পায় কারো আগে , কারো পরে । কারো আইনের দৃষ্টিতে বেআইনি ভাবে বলপ্রয়োগ করে কোন পরিচিত বা অপরিচিত মেয়ের উপর , অথবা বিয়ের মাধ্যমে আইনগত বৈধতার সার্টিফিকেট নিয়ে স্ত্রীর উপর । আমরা জানতে পারি শুধুমাত্র যে কয়টা ঘটনা প্রকাশ পায় সেগুলোই । আর বাকি কত হাজার ঘটনা প্রকাশ পায় না লজ্জার ভয়ে , না হয় হুমকিতে তার খবর কে রাখে ?



আমার এখন আর পত্রিকা পড়তে ইচ্ছা করে না । বিশ্বাস করুন । পদ্মা সেতুর দূর্নীতি , হলমার্ক টাইপ কেলেঙ্কারি , শেয়ার বাজার ধস , সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত মন্ত্রী , আমলাদের একটানা নির্লজ্জ মিথ্যাচার আর ক্রমাগত ভণ্ডামির খবর যাও দাঁত চেপে এড়িয়ে যেতে পারি কিছু করতে পারবো না ভেবে নিজেকে মিথ্যা সান্ত্বনা শুনিয়ে , কিন্তু ওপরের লেখা খবরগুলো যখন চোখে পরে তখন আর ঐ সান্ত্বনাটা পাই না । কারণ ঐ কাজগুলো করে চলেছে আমার মতোই সমাজের সাধারণ মানুষ , আমার মতোই কিছু পুরুষ । একই খবরের কাগজে লিখে যাওয়া হচ্ছে মেয়েদের পর্দা করতে , শালীন ভাবে চলতে । শালীনতা , পর্দা অবশ্যই জরুরি মানি । কিন্তু তা কি বিবেকবোধ শূন্য হয়ে জন্তুর পর্যায়ে নেমে যাওয়া পুরুষদের বিবেক জাগানো থেকেও জরুরি ? আমি চাইলে শারীরিক শক্তি দিয়ে একহাতের মোচড়ে যে মেয়ের হাড় ভেঙ্গে ফেলতে পারবো তার পর্দা খোলা কি আমার জন্য খুব কঠিন কিছু ? পুরুষের ধর্ষণ করার ইচ্ছা থাকলে পর্দা তাকে কতটুকু রক্ষা করতে পারবে ? নারীর অশালীন চাল চলন পুরুষকে উত্তেজিত করে ধর্ষণে প্ররোচিত করে এই অজুহাতটা দিনদিন আমরা নিজেরা বাঁচাতে ব্যবহার করতে শিখে যাচ্ছি । কারণ অশালীন পোশাকে যারা চলাফেরা করে তাদের এই অত্যাচারের মুখে পরতে হয় না ,এই অত্যাচার হয় ভদ্র মেয়েগুলোর উপরই । আর যারা অশালীন ভাবে চলাফেরা করে তাদের সাথেও এমন আমরা করতে পারি না । কারণ মেয়েদের শরীর ঢেকে রাখা যেমন কর্তব্য , পুরুষেরও তেমনি কর্তব্য দৃষ্টি সংযত রাখা , চোখের পর্দা করা । কিন্তু কই যারা মেয়েদের পর্দার কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেন তারা তো পুরুষদের এই ব্যাপারে তেমন কিছু বলেন না ।



ধর্ষণের শিকার একজনের একটা কথা পড়েছিলাম । " ধর্ষণের অনুভূতি ভয়ানক । কারণ আপনি ঠিক ততটুকু আন্তরিকভাবেই নির্যাতনের শিকার হচ্ছেন যতটুকু আন্তরিকভাবে আপনার প্রিয়জনের থেকে ভালোবাসা পাওয়ার কথা ।" কথাটার মর্ম যারা বুঝতে পারবেন তাদের শিউরে ওঠার কথা । যাদের মনে দাগ কাটবে না তারা মানুষের পর্যায়ে নেই । একজন মানুষ কতটা জন্তু হয়ে গেলে এটা করতে পারে ভাবুন তো । আর জন্তুর উদাহরণটা টানাও তো অন্যায় হয়ে যাচ্ছে । কারণ ওদের মধ্যে তো একাজের পরে খুন করার ব্যাপারটা নেই । ওদের জৈবিক চাহিদা থাকে বছরের নির্দিষ্ট একটা সময়ে আর আমাদের জৈবিক চাহিদা ব্যাপারটা কি তা বুঝতে পারার পর থেকে চলাচল করার শক্তি থাকা পর্যন্ত । একেবারে শুরুতে যে কুকুর হতে সাবধানের আলোকে লিখেছিলাম পুরুষ হইতে সাবধান তাও তো কম বলা হয়ে গেছে । কারণ কুকুর কামড়ায় আঘাত করলে , আত্মরক্ষা করতে , না হয় জলাতঙ্ক হলে । কিন্তু আমরা তো প্রাচীন কাল থেকে জন্তু না হয়েও জন্তুর মতো হিংস্র আচরণ করে চলেছি মনের ভেতর পিশাচ থাকার জন্য । এদিক দিয়ে তো আমরা তো জন্তুর থেকেও অনেক নিচে ।

কি করা হচ্ছে এই জন্তুদের বিচারে , আচরণের প্রতিবাদে ? মানব বন্ধন , লেখা লিখি । লাভ নেই । পত্রিকা , ফেসবুক , ব্লগ লেখালিখির খুব ভালো একটা মাধ্যম নিঃসন্দেহে । কত মানুষ কত কিছু লিখল , আজ আমিও লিখলাম এতো কিছু । অনেক লিখেছেন তারাও যারা ইন্টারনেটে বেশ পরিচিত মুখ । সংসদের সামনে মানব বন্ধনে যোগ দিলো কত মানুষ । পত্র-পত্রিকা , ইন্টারনেট ছেয়ে গেলো জ্বালাময়ী সব লেখা , প্রতিবাদের বানী আর ছবিতে । কিন্তু এখনকার সময়ে লেখালিখির প্রধান একটা সমস্যা কি জানেন? এর সাহায্যে সচেতনতাও বাড়ানো যায় সত্যি , কিন্তু তা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই থাকছে । আমি এই যে কথাগুলো লিখলাম এগুলো যারা সচেতন তাদের চোখেই পড়বে , অনেকে এতো লেখা দেখে বিরক্ত হয়ে এড়িয়েও যাবে । কিন্তু যারা সমাজে ঐ কাজগুলো করে চলেছে তাদের চোখে এসব পড়বে না , তারা পরিবর্তনও হবে না । কবে যে এইসব জন্তুদের ফাঁসি শুরু হওয়ার খবর পাবো জানি না । অপরাধ কমতে পারে একমাত্র এভাবেই । মানব বন্ধন , আর বুদ্ধিজীবী টাইপ ফেসবুকিং করে কিছু হবে না । আমি কিছু ফাঁসি দেখতে চাই । গুলিস্তান না হয় ফার্মগেটের মোড়ে প্রকাশ্যে !



মেয়েদের বলছি , আপনার নিরাপত্তা কেউ দেবে না । আপনাকেই সাবধান থাকতে হবে । দয়া করে "পুরুষরা যা করতে পারে নারীরাও তা করতে পারে" এই ভেবে পুরুষদের জীবন প্রণালী , পোশাক আশাক , চালচলনে অভ্যস্ত হতে চেষ্টা করবেন না । আপনারা আপনাদের গ্রহণযোগ্য জীবন প্রণালীতেই চলুন । খুব সহজেই বিশ্বাস করে ফেলবেন না পুরুষদের , হোক সেই মানুষটাই যে আপনাকে প্রতিদিন গভীর আবেগে প্রেমের কথা শোনায় কিংবা আপনার সবচেয়ে কাছের বন্ধুটা যার সাথে আপনি একাএকা ঘুরে বেড়ান প্রায়ই । কারণ অনেকদিনের পরিচিত মানুষও অপরিচিত হয়ে উঠতে পারে এক মুহূর্তে । কথাটা সবার জন্য প্রযোজ্য , আপনার প্রিয়তম মানুষটা যদি আমিও হই তবে আমার বেলায়ও ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

এম এম হোসাইন বলেছেন: আপনার এই পোষ্ট হিট হওয়ার মত নয়!!!

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

শূন্য পথিক বলেছেন: :(

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

শহুরে আগন্তুক বলেছেন: হাঃ হাঃ হাঃ . . . .হিট হওয়াটা কি খুব জরুরী ? মনের কথাগুলো জানানোর জন্যেও লেখা যেতে পারে ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

যাযাবর৮১ বলেছেন:




গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ব্যফুক গো+ এষণা মূলক পোস্ট..

লটকানো হউক...

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

শহুরে আগন্তুক বলেছেন: -_- .......টিটকারি দিলেন নাকি জানালেন যে ক্লাস সিক্সের ঐ সন্ধি বিচ্ছেদটা আপনি জানেন? @অপদার্থ

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

শহুরে আগন্তুক বলেছেন: শাহবাগ যে কোন বিবেকবান মানুষ একবার হলেও যাবে ভাই :) ...নিজ থেকেই @যাযাবর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.