![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।
আগামীকালের জন্য অপেক্ষাটা খুব দীর্ঘ মনে হচ্ছে না? মামলার রায় ঘোষনার ডেটটা বাছাইয়েও বেশ বুদ্ধিমত্তার পরিচয় আছে । বৃহস্পতিবার । সামনে দুই দিন ছুটি । রায় ফাঁসি হলেও যেহেতু লাগাতার আন্দোলন না হলেও যেহেতু লাগাতার আন্দোলন , কাজেই সম্ভাব্য আন্দোলনকে দুই দিনের ফাঁকে ফেলে থিতিয়ে দেয়ার বুদ্ধিটা অবশ্যই প্রশংসনীয় ।
একটা কারনে ছোট বেলার কথা বেশ মনে পড়ছে । তখন বিটিভির আবহাওয়া সংবাদ ভালো আগ্রহ নিয়ে দেখতাম । আগামীকাল কি হবে সেইটা আজকেই বলে দেয়া হচ্ছে , কি আজব ব্যাপার! উপস্থাপনাও ছিলো ফার্স্ট ক্লাস । সু্যট-টাই পড়া ফিটফাট একজন মানুষ টেলিভিশনের পেছনের অ্যান্টেনার মতো একটা স্টিলের স্টিক দিয়ে স্ক্রিনে ফুটে ওঠা ম্যাপের ওপর পয়েন্ট করে ভারী গলায় গড়গড় করে বলে যাচ্ছেন দেশের কোথায় টেম্পারেচার কি অবস্থা ছিলো , আগামীকাল কোথায় কি অবস্থা থাকতে পারে । উপস্থাপক মনে হয় অলরেডি আগামীকাল থেকে ঘুরে এসেছেন । কাজেই তার মধ্যে জড়তা নেই এক বিন্দু । হাতের স্টিকটা সাগরের ঘূর্ণিঝড়ের মতো কখনো বড় হচ্ছে, কখনো ছোট হচ্ছে । ক্ষনে ক্ষনে বদলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড । সব মিলিয়ে কার্টুন দেখার কাছাকাছি পর্যায়ের আনন্দ । এতো আয়োজন করে কিছু একটা বলা হচ্ছে এটাই ছিলো পিচ্চি আমার কাছে প্রধান, কি বলা হচ্ছে সেটা না । এই খবরের শেষের দিকে প্রায়ই একটা কথা শুনতাম যা হলো " আগামীকাল হালকা থেকে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে " ।
এখন আর আবহাওয়ার খবর দেখা হয় না । বড় হয়ে বুঝেছি ঐ লাইনটা মোটামুটি অর্থহীন একটা লাইন , কারণ ওখানে দুনিয়ার সব ধরনের বৃষ্টিপাতের সম্ভবনার কথা বলা শেষে আবার ঢুকিয়ে দেয়া হয়েছে অনিশ্চয়তা । আর আবহাওয়ার খবরের সাথে পরের দিনের অবস্থা অনেক সময়ই হয় উল্টো । আজকের ফেসবুক হোম পেজের দিকে তাকিয়ে সবার করে যাওয়া অসংখ্য ভবিষ্যৎ বাণী দেখে আমার বিটিভির ঐ আবহাওয়া খবরের কথা।মনে পরে গেলো । মানুষ অধীর আগ্রহে, কিছুটা আতংক নিয়ে অপেক্ষায় আছে । কে বলে আধুনিক মানুষরা দেশকে নিয়ে ভাবে না? আমাদের রাখা হয়েছে অনেক প্রশ্ন আর সংশয়ের মাঝে । সমস্যার কথা না হয় আর নাই বললাম । তবুও এসব নিয়েই আমরা দেশকে ভালোবাসি অনেক । আশা করি হরতালের জন্য কোন কিছু পিছিয়ে যাবে না । রায় একটা হবেই এবং সেখানে ন্যায় বিচারের প্রতিফলনই আমরা দেখবো ।
একটু অফটপিক : খবরের কাগজে দেখলাম গনজাগরন মঞ্চের পক্ষ হতে সব রাজাকারের বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে । আমার ভাবার ভুল কিনা জানি না , ছবিটাতে মন্ত্রী মহোদয়ের চেহারায় যথেষ্ট অস্বস্তির ছাপ । কারণটা কি হতে পারে ভাবুন তো । যদি ভেবে না পান তবে বঙ্গবীর কাদের সিদ্দিকী কয়েকদিন আগে তার ব্যাপারে কি বলে মামলায় পড়েছেন তার খোঁজ নিন অথবা মু্ক্তিযুদ্ধকালীন সময়ে বর্তমান রাজনৈতিক দলগুলোর নেতাদের কার কি ভূমিকা ছিলো তা নিয়ে একটু পড়াশুনা করুন । তারপর দয়া করে আপনার নিজেকে একজন প্রতারিত গর্দভ গোত্রীয় বেকুব মানুষ মনে হয় নাকি অন্য কোন কিছু মনে হয় তা আমাকে একটু জানাবেন । আমি জানতে আগ্রহী ।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
রাজীব বলেছেন: ল্যান্জা ইজ ভেরী ডিফিকাল্ট টু হাইড!!
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
প্রবাস কন্ঠ বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর নিজেইতো একজন রাজাকার।
রাজাকরের কাছে রাজাকরের বিচার চাওয়া, সত্যিই বিচিত্র আমাদের এই দেশ এই এই দেশের মানুষগুলো ! :-<
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
বাদল১৩১০ বলেছেন: রাজাকারদের বিজয় এই বাংলার মাটিতে হবে না, ওরা যতোই তালবাহানার আন্দোলন করুক, ঐগুলা নিয়া চিন্তা করা বন্ধ করে দিছি...
আমিও ছোট বেলায় বিরাট আগ্রহ নিয়া আবহাওয়া সংবাদ দেখতাম বিটিভি তে, পুরাটা মুখস্ত বলতে পারতাম, কয়েক লাইন এখনো মনে আছে, এদিকে বঙ্গোপসাগরে সৃস্ট নিম্ন চাপের প্রভাবে দেশে দক্ষিন, দক্ষিন-পূর্বাঞ্চলের উপর দিয়ে হালকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে. আগামীকাল দেশে গড় আর্দ্রতা ও তাপমাত্রা গতকালের মতই স্বাভাবিক থাকবে, দেশের কিছু-কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
শহুরে আগন্তুক বলেছেন: আবালিজম্ ইজ ডিজগাস্টিং টু সি @রাজিব
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
সাউন্ডবক্স বলেছেন: শহুরে আগন্তুক বলেছেন: আবালিজম্ ইজ ডিজগাস্টিং টু সি @রাজিব
পুরাই পচায়া দিল।
রাজিব ভাই মনে হয় আওামিলিগ করে তাই এই এই টাইপের অদ্ভুত অদ্ভুত কতজা বলে।
৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৯
শহুরে আগন্তুক বলেছেন: আসলেই।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
এ.আর.রায়হান বলেছেন: দারুন লেখছেন ভাই....