![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।
কোথাও শুনছি সংখ্যাটা ৩৭ , কোথাও ৭৭. কেউ বলছে এরা মানুষ, কেউ বলছে মেশিন ম্যান । যুদ্ধই করছে পুলিশ - জামাত । মরছে পুলিশ , জামাতের সমর্থক ( আপনার ইচ্ছা হলে মেশিন ম্যানও পড়তে পারেন) ,সাধারন মানুষ । মসজিদে যেতেও আজ ভয় পাচ্ছে দেশের সবাই । আমরা যারা ফেসবুকার তারা ঘরে ফ্যানের নিচে বসে চা, কফি, চিপস চাবাতে চাবাতে ফেসবুকে তালগাছি স্ট্যাটাস ,শেয়ার আর তালেবর কমেন্ট কপচে যাচ্ছি অবিরাম । একটু বেশী উচ্চমর্গীয়রা উঁকি দিচ্ছেন টুইটারেও । দেশ যেহেতু আমাদের, এর ভালো মন্দ তো আমাদেরকেই দেখতে হবে, নাকি?তাই সব ব্যাপারেই আছে সুচিন্তিত, গোছানো, দূরদর্শী মতামত । থাকতেই হবে । কারণ ২০১৩ -র এই যুদ্ধে আমাদেরমতো কি বোর্ডের সৈনিকদের ভূমিকাটাই তো সুবিধাবাদী জ্ঞানপাপী ভন্ড দার্শনিকের ।
অনেকে দেখছি আবার নিজেকে আসলেই যোদ্ধা বলে দাবি করছেন। করুক ভালোই তো । অনেকে লিখছেন কবিতা, গল্প । লাইক পড়ছে শতশত। এগিয়ে যাচ্ছে দেশ, আরেক ধাপ। কিন্তু এখানে আমার সমস্যাটা কোথায়? আমি এমন মধুতে লবন ঢালার চেষ্টা করছি কেন? আমার সমস্যাটা কি? আমার কেন বারবার মনে হয় যে মানুষগুলো মারা গেলো এরা সবার উপরে মানুষ? ভাবতে চাচ্ছি না, কিন্তু ফাজিলের বাচ্চা মন বারবার বলছে হোক এরা জামাত শিবির না হয় পুলিশ কিংবা সাধারন মানুষ এরা আরো কিছু দিন বাঁচতে পারতো পৃথিবীতে । এদের খুন করে বলা হচ্ছে শহীদ। জামাতিরা, মারছে পু্লিশ, পুলিশ জামাতিদের। দাবার মতো। পার্থক্য কেবল একপাশে বসেছেন গ্যারি ক্যাসপারভ অন্য পাশে কোন অপদার্থ। ভাঙ্গা হচ্ছে মন্দির, আগুন লেগেছে মসজিদে। কাদের জন্য? কাদের দিয়ে? এদের দিয়েই তো। তবু এসবকে ছাপিয়ে কেন বারবার মনে হয় এতোগুলো লাশ! এতোগুলো!! একটা ট্রাকে আটবে তো? নাকি কিছু শরীর অর্ধেক বেড়িয়ে থাকবে? কতই না ভারী বোঝাটা .....দেশ বইতে পারবে তো? নাকি আবার চোট লাগবে মেরুদন্ড? উল্লাসের বদলে শংকা আর বিষন্নতা আসছে কোথা থেকে? কেনই বা ভাবছি এসব সহানুভূতির কথা? এসব তো ভাববে ছাগুরা যাদের মুখ ভরে লেখায় , কথায় গালি দেই, দেবো। আমি নিজেই কি তবে ছাগুদের দলে চলে যাচ্ছি লাশে জামাত - শিবিরের বদলে মানুষের স্পষ্ট অবয়ব দেখে?
এটতো মানা যায় না । আমিও তাই সবার মতো ব্লগ লিখে আর স্ট্যাটাস,কমেন্ট দিয়ে দেশ উদ্ধার করে যাচ্ছি নিয়মিত, দূরে থাকার চেষ্টা করছি ছাগুত্ব থেকে? আপনি করছেন তো? দেশপ্রেমিক বা মানবতাবাদী হওয়ার এমন সুযোগ কিন্তু বারবার আসবে না! উপরি হিসেবে মনে ছাগুত্ব চলে আসলে তা লাথি মেরে দূর। ডবল লাভ!
২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫২
সাদামাটা মানুষ ০৭ বলেছেন: ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তো এদেশের সকল মানুষের । জামাতি , বাম-ধাম-রাম-ডান , আওয়ামী , বিএনপি , হিন্দু , মুসলিম সবাই তো এদেশের মানুষ ।
৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
শহুরে আগন্তুক বলেছেন: কি সব থিওরেটিকাল কথা যে বলেন না......... @সাদামাটা
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪১
নায়করাজ বলেছেন: জামাত-শিবির আবার মানুষ নাকি, ওরা তো ছাগু।