নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কি জাস্ট দুইটা মিনিট সময় হবে? একটা প্রশ্ন ছিলো ।

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে যদি আমি একটা বার দুই মিনিটের জন্য মন খুলে কথা বলতে পারতাম! জাস্ট দুইটা মিনিট । নট আ সেকেন্ড মোর । আমি সত‍্যি সত্যি আপনাকে জিজ্ঞেস করতাম, আপনি আর আপনার ভিআইপিরা যখন ব্যস্ত রাস্তায় ব্যারিকেড দিয়ে সাথে করে নিজের জন্য ইমার্জেন্সি দরকারে এম্বুলেন্স, ফায়ার ব্রিগেড পর্যন্ত সাথে নিয়ে আমাদের চোখের সামনে দিয়ে পুলিশের মুহূর্তের ম্যাজিকে জ্যাম শূণ্য ,স্টেডিয়ামের মতো ফাঁকা রাস্তায় গাড়ি হাঁকিয়ে যান, আপনাদের কি বিন্দুমাত্র লজ্জা করে না? এক বিন্দুও না??? আমার প্রশ্ন করতে ২০ সেকেন্ড আর আপনার জবাব দিতে এক মিনিট ৪০ সেকেন্ড । এনাফ টাইম । আপনার সামনে আমি হলমার্ক, সমুদ্রসীমা বিজয়ের ভেতরের কথা, ভারতের আমাদের দেশের উপর জন্মলগ্ন থেকে মাতব্বরি প্রভাব, পদ্মা সেতু, ফারাক্কা, করিডোর, দ্রব্যমূল্য, খুন - গুম, বিদ্যুৎ খাতে কুইক রেন্টালের নামে মানুষের নাভিশ্বাস তোলা নিয়ে একটা শব্দও উচ্চারন করবো না । আপনাকে আমি ছোট মুখে ইচ্ছামতো সংবিধান আর ইতিহাস পরিবর্তন , জামাত, স্বরাষ্ট্রমন্ত্রী , তত্ত্বাবধায়ক সরকারের মতো ভারী টপিক নিয়েও বিব্রত করবো না । আপনি চাইলে আপনার জবাব আর দ্বিতীয় কোন ব্যক্তি জানবে না । আই প্রমিজ । আমরা যারা অরাজনৈতিক মানুষ, তারা প্রতিশ্রুতির মর্যাদা রাখতে জানি ।



প্রতিদিন ঢাকা - নারায়নগঞ্জ আসা যাওয়া করে কোন ভদ্র মানুষের পক্ষে ক্লাস করা সম্ভব না । আমি অবলীলায় করে চলেছি । আমাকে করতে হচ্ছে । এতে অবশ্যই প্রমান হয় আমি কোন ভদ্র মানুষ না । শুধু আমি একা না, নারায়নগঞ্জে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনন্দ আর মৈত্রী বাসের কয়েকশ ছাত্রের কেউই ভদ্র না, সব সাড়ে চার ইঞ্চি মোটা চামড়ার গন্ডার । ৪৫ মিনিটের রাস্তা আজ যাওয়ার সময় লাগলো ২.২০ মিনিট আর আসার সময় পাক্কা তিন ঘন্টা । এমন কষ্টটা যে শুধু গতকাল আর আজকের তা না । আমার বেলায় এমনটা চলে আসছে পেছনের ছয়টা বছর ধরে! যারা ঢাকায় আসা যাওয়া করে দশটা পাঁচটা অফিস করছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে ক্লাস করছেন তাদের যে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে তা কেবল এই মানুষগুলোই জানে । সারাদেশের অবস্থাও এর থেকে খুব একটা ভালো বলে আমার মনে হয় না । দেশ যদি বাসের অযোগ্যই থেকে যায় তবে এখানে সরকারের কি দরকার? কি দরকার প্রশাসনের? আমরা কেন পাঁচ বছর পরপর ভোট দেই? কেন?? কেন??? কেন????



নাহ্, প্রথমে যে কেবল অভদ্রের কথা বলেছিলাম তা কম হয়ে গেছে । আমরা বাংলাদেশীরা হয় অতিমানব, না হয় কোন মানুষের জাতই না ।



প্রচলিত গ্রাম্য একটা প্রবাদ আছে; " শইল্লের মাংস শইল্লে কামড়ায় " । এটাই এখন বাংলাদেশের শ্রেষ্ঠ বাস্তবধর্মী প্রবাদ ।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪

বাংলার হাসান বলেছেন: প্রচলিত গ্রাম্য একটা প্রবাদ আছে; " শইল্লের মাংস শইল্লে কামড়ায় " । এটাই এখন বাংলাদেশের শ্রেষ্ঠ বাস্তবধর্মী প্রবাদ ।

২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৮

মৃত্যুঞ্জয় বলেছেন: এয়ারপোর্ট থেকে মতিঝিল এসেছি হরতালের মধ্যে বিআরটিসি তে তাও সব গুলো স্টপিজ দিয়ে মাত্র ২৭ মিনিটে। আর প্রতিদিন লাগে আড়াই ঘণ্টা থেকে ৩ ঘন্টা :(

৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২১

লোপা এসহক বলেছেন:
Trene jan ... matro 40 minute e.

৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

বোকা_ছেলে বলেছেন: জয় বাংলা
আপনি মনে হয় যুদ্ধাপরাধী বিচার বানচাল কইরতে চান। পুলিশ শুনলে গুলি কইরা মাইরা লাইবো।
জয় বাংলা

৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৮

জাহাঙ্গীর জান বলেছেন: প্রধানমন্ত্রী সাধারন মানুষের ভোটে ক্ষমতায় আসেন কিন্তু দুঃখ জনক হলেও সত্য যদি প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য দৈনিক দশটা মিনিট ও ভাবতেন আমার মনে হয় দেশ আরো উন্নতি হতো ।কিছুই প্রধানমন্ত্রীর সময় কই ? মুক্তি যুদ্ধ জামাত নিয়ে ব্যস্ততা । বিচার তো হবেই না সাধারণ মানুষকে কষ্ট দেওয়া মাত্র ।

৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০

ঢাকাবাসী বলেছেন: তাকে চেতনা নিয়া ভাবতে হয়, তাকে বানচাল নিয়ে ভাবতে হয়, তাকে দেশপ্রেমিক নিয়ে ভাবতে হয়, হাজারো সেতু নিয়ে ভাবতে হয়, ঢাকা শহরের কোটি দুয়েক লোকের সমস্যার কথা ভাববার সময় কই? যত্ত সব আজাইরা..।

৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

সবুজাভ উদ্যান বলেছেন: "আমরা বাংলাদেশীরা হয় অতিমানব, না হয় কোন মানুষের জাতই না।"

ঠিক বলেছেন।

৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭

ল্যাপটপ কম্পিউটার বলেছেন: জাহাঙ্গীর জান বলেছেন- যদি প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য দৈনিক দশটা মিনিট ও ভাবতেন আমার মনে হয় দেশ আরো উন্নতি হতো ।কিছুই প্রধানমন্ত্রীর সময় কই ? মুক্তি যুদ্ধ জামাত নিয়ে ব্যস্ততা ।

৯| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

শহুরে আগন্তুক বলেছেন: ভাই নারায়নগঞ্জের ট্রেন ভ্রাম্যমাণ বস্তি। যাদের অভ্যাস নেই তারা একবার উঠলেই অসুস্থ হয়ে যাবে। আর এটা তো অবস্থার কোন সমাধানও না @লোপা

১০| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

শহুরে আগন্তুক বলেছেন: ব্যাপারটা কিছু না বলে সহ্য করতে করতে টর্চারের পর্যায়ে চলে গেছে । সবাই ব্যস্ত দেশ নিয়ে , দেশের মানুষ নিয়ে না। @জাহাঙ্গীর জান ও ঢাকাবাসী

১১| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মৃত্যুঞ্জয় বলেছেন: ট্রেনে যারা যায়নি তারা কি আর জানবে ট্রেনের কি অবস্থা

B-) B-) B-) B-)

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯

শহুরে আগন্তুক বলেছেন: এখন তো অবস্থা আরও খারাপ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.