![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।
ইলিশ কোন কালেই বিশেষ ভালো লাগে নি । এই মাছে একটা লবনাক্ত স্বাদ ছাড়া আর বিশেষ কি আছে? আঁশ গুলো না হয় দেখতে সুন্দর, ঝকঝকে পয়সার মতো । কিন্তু পয়সা তো আর ভাতের সাথে সেদ্ধ করে খাওয়া যায় না । তারউপর সাইজও চেঙ্গিস খার আমলের এক আনার মতো পিচ্ছি, এখনকার ৫ টাকার ঢিল মেরে মাথা ফুলিয়ে ফেলার মতো হলেও না হয় একটা কথা ছিলো! সারাশরীর ভরা গিজগিজে কাঁটা! এই লেবু পাতার সাথের ঘন্ট হতে জন্ম নেয়া মাছের দাম কেমনে পার পিস আট হাজার টাকা হয়? এদের চাষ কি বাংলাদেশের নদীতে হইছে, নাকি শনির আগ্নেয়গিরির চৌবাচ্চায় বা বৃহস্পতির বরফের পানি গলিয়ে পুকুর বানিয়ে তার ভিতর বিশিষ্ট এলিয়েন জনাব &%$**'+ চাষ করে বাংলাদেশে রফতানি করেছেন?!
আর বাংলা ক্যালেন্ডারে নতুন দিন শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে । আগামীকাল সূর্যোদয় ভোর ৫.৩৯ মিনিটে । মেসেজ, ফোন, ফেসবুকে, মানুষ এখন শুভেচ্ছা জানায় কেন? শুভেচ্ছায় শুভেচ্ছিত করতে চাইলে ঐ সময়ে ঘুম থেকে উঠে সঠিকভাবে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান । ইংলিশ স্টাইলে রাত বারটায় শুভেচ্ছা জানানো বাঙ্গালি হিসেবে সম্পূর্ণ বর্জনীয় ।
( ইয়ে, মানে, যাই হোক.....শুভ বাংলা নববর্ষ সবাই কে . সকালে ইলিশ মাছের দামটা শোনার পর মাথায় কিঞ্চিৎ শর্ট সার্কিট দেখা দিয়েছে । দামের দিক দিয়ে দেড় গিব্বা সাইজের ৮০০ গ্রামের একটা মাছেরও বহু পিছনে পড়ে গেছি এই শংকায় আমি শংকিত , লজ্জিত ! এমন জ্বালাময়ী অপমান কি মানা যায় , আপনিই বলেন!!!! :@ :@ )
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০০
নীল আকাশ আর তারা বলেছেন:
খুব মজা পাইলাম............পুরাটা তো আনতে পারুম না । মাথা আনুম না লেজ আনুম?