নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

তাদের বৃষ্টি দিনের প্রেম

২৫ শে মে, ২০১৩ রাত ১০:১৩

আকাশের রং বদলাতে বোধহয় মনের চেয়ে খুব বেশী সময় লাগে না । একটু আগে ছিলো ঝকমকে রোদ আর এখন প্রায় মুষলধারেই বৃষ্টি , সাথে বিগত বসন্তের বাসন্তী বাতাস । সূর্যের উত্তাপে একটু আগেও অস্থির ছিলো সবাই, এখন সব মিলিয়ে ঠান্ডা লাগে বেশ । মানুষজন সব রাস্তার পাশের ছাউনিতে গাদাগাদি করে দাড়ানো । গন্তব্যে যাওয়ার পথে এই অহেতুক দেরীর বিরক্তিতে কুঁচকে আছে অনেকের কপাল । রাস্তাঘাট ফাঁকা । টুংটাং বেল বাজিয়ে রিকশা আসে দুই , একটা । কিন্তু ঐ রিকশাওয়ালারা যে ভাড়ায় কোথায় যাবে তাই রহস্য । যে জায়গার নামই বলা হোক তাদের উত্তর একটাই , " না " । শুনে মেজাজ খারাপ হয় আরেকটু । মাঝেসাঝে ভীড়ের মধ্য থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছে । একজন মাড়িয়ে দিয়েছে দাড়িয়ে থাকা আরেকজনের পা । বৃষ্টি ভারী হয়ে আসে । নাগরিক মানুষেরা আরেকটু চাপাচাপি করে ঢুকে যায় ছাউনির ভেতর । সবার চোখেই একটা বিতৃষ্ণাভরা প্রতীক্ষা । কখন থামবে বৃষ্টি ? এমন অপেক্ষার মুহূর্তগুলোতে মাঝেমাঝে ছঁকে বাধা জীবনের বাইরের কিছু দৃশ্য দেখা যায় ।



দেখা যায় বৃষ্টিতে ভিজতে ভিজতে হাত ধরে হেঁটে চলেছে দুই নব্য যুবক - যুবতী । এদের কোন তাড়া নেই । এরা ধীরে সুস্থে এগিয়ে চলে । দুজনেরই গায়ে থাকে হয়তো আকাশী রঙ্গের জামা , দুই টুকরো আকাশই যেন । বৃষ্টির ছাটে আস্তে আস্তে ভিজে যাচ্ছে দুজন , মাথার চুল থেকে চিবুক বেয়ে গড়ায় পানি । কোন বিকার দেখা যায় না কারো মধ্যেই । চারপাশ দেখতে দেখতে হেটে চললেও তারা আসলে দেখে না কিছুই । পৃথিবী তখন ছোট হয়ে আটকে গেছে পাশের মানুষটার মধ্যে । আশেপাশে আর কিছুই নেই , শুধুই তারা দু'জন । তবুও মেয়েটা হয়তো লজ্জা পাচ্ছে একটু , কিন্তু ছেলেটা তো মহা খুশি! আরেকটু শক্ত করে সঙ্গীনির হাতটা ধরে মাথা নিচু করে একটা দুষ্ট হাসি দিয়ে বলে, " চলো রাস্তার মাঝখান দিয়ে হাঁটি । " অন্যসময় হলে মেয়েটা আপত্তি করতো নিশ্চিত , কিন্তু আজ সময়টা আপত্তি করার নয় । আসলে তার নিজেরও ঠিক এই কাজটাই করতে ইচ্ছা করছিল , মুখ ফুঁটে বলেনি কেবল । সেও রাজি হয়ে যায় নিমিষেই ।



বদলে যায় ইট , পাথরের একঘেয়ে নগরী ।

মেঘলা আকাশের দিকে তাকিয়ে থাকা মানুষকে চোখ নামাতেই হয় । ঐ ঘোলাটে রংকে দূর করে তাদের সামনে শরতের উজ্জ্বল আকাশ হয়ে রাস্তার মাঝ দিয়ে হেঁটে চলে যায় দু'জন অন্য জগতের মানুষ । আনমনা লাগে দেখতে দেখতে । মনে পরে যায় ভুলে যাওয়া প্রেমের কথার দুই-এক লাইন । বাস্তবতার জটিলতায় ভালোবাসা নামক রুপকথার সমাপ্তি প্রায়শই বড় বেশী গতানুগতিক । প্রাপ্তির চেয়ে স্মৃতির খাতাই হয় ভারী । তবুও বলতেই হয়, সবকিছুর পরেও পৃথিবীতে কেবল ভালোবাসাটাই অন্যরকম, বাকি সব জীবন যাপন ।



আচ্ছা, এই অসম্ভব সুন্দর কথাটা কি ঐ দু'জন মানুষ জানে ?



জানে ...নিশ্চয়ই জানে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:০৮

কালোপরী বলেছেন: :)

২| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:৩৫

শহুরে আগন্তুক বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.