![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।
আমি সিউর সাহরা মরুভূমি বড় হতে হতে বাংলাদেশে চলে আসছে । সেইদিন আর বেশী দূরে না যখন আমরা রিকশার বদলে উটের পিঠে চড়ে মরুভূমির লু হাওয়া খেতে বেড়োবো, প্রেমিকারা বাইকের কোয়ালিটির বদলে হিসেব করবে উটের কোয়ানটিটি আর KFC, BFC, CAPRICORN এর বদলে ডেটিং প্লেস হবে বিভিন্ন মরুদ্যান যেখানে খাবারের মেন্যু হবে খুরমা, খেজুর, ড্রিংকস হিসেবে থাকবে আধ মশক পানি বা ক্যাকটাসের তাজা রস । ঢাকায় আজকের টেম্পারেচার যদিও ৩৪ ডিগ্রী, কিন্তু রিয়েল ফিল ৪৬ ডিগ্রী সেলসিয়াস!!! গরমে হাতের তালু পর্যন্ত ঘামে ভিজে গেছে । এখনো মরীচিকা না দেখলেও মনে হচ্ছে সেটাও দেখে ফেলবো যে কোন সময় । তবে কতখানি স্পষ্ট দেখা যাবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়, কারণ ঘামের লবনাক্ত পানি চোখে ঢুকতে ঢুকতে বহু আগে থেকেই ঝাপসা দেখছি । খাঁটি বাংলায় যাকে বলে " ঘুলা ঘুলা " । আজ আবার আলহামদুলিল্লাহ্ প্রেজেন্টেশনের জন্য পিওর ডেসটিনির সাজ সেজে আসতে হয়েছে । বুঝতেই পারছেন অকল্পনীয় গরমের মধ্যে এই জোব্বা - জাব্বি সাজের ফলাফল অতি ভয়াবহ! গরমে যদি প্রেজেন্টেশন নিতেই হয় তবে প্রেজেন্টেশনে ড্রেস হিসেবে লুঙ্গী আর স্যান্ডো গেঞ্জি পড়তে দেওয়ার জোরালো দাবী জানালাম ।
প্রয়োজনীয়তা উদ্ভাবনের জনক । গরম কমানোর একটা প্রাকটিক্যাল টেকনিকও কিন্তু বের করেই ফেলেছি । এখন চোখ ধাঁধিয়ে দেয়া রোদের মধ্যে রাস্তায় নিজের ফ্যাসফ্যাসে, সর্দিবসা কোকিল কন্ঠে একেবারে উদাত্ত গলায় গাইতে গাইতে হাটছি আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, পাগলা হাওয়া বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, এই বৃষ্টিভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না, বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে টাইপ সব গান । টেকনিকটা খারাপ না । বৃষ্টিবিলাসের এই পাওয়ারফুল সুরে যেন ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছে গরমে, উষ্টা খেয়ে দাড়িয়ে যাচ্ছে পাশ দিয়ে হেঁটে যাওয়া রমনী ।
আপনিও ট্রাই করে দেখতে পারেন ...তারপর যা থাকে কপালে
বিঃদ্রঃ - আশেপাশের মানুষ পাগল মনে করে শিকল দিয়ে বটগাছের সাথে বেঁধে রাখলে তার জন্য আমাকে দায়ী করা যাবে না!
২| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:০৭
রিদওয়ানুল মসরুর বলেছেন: ভাই, আমি আপনের এই থিওরীর নাম দিতে চাই 'ঘুলা ঘুলা' থিওরী
৩| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:০৭
শহুরে আগন্তুক বলেছেন: শীতের গান তো ভাই মাথায় আসতেছে না .....নাম বলেন তো দুই একটার।
৪| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:০৮
শহুরে আগন্তুক বলেছেন: ওক্কে!!!! :-D @মসরুর
৫| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:৫৩
পথহারা সৈকত বলেছেন: পিওর ডেসটিনির সাজ সেজে আসতে হয়েছে
৬| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
মাথাল বলেছেন: হাহাহাহহাহা... হিহিহিহি.... কি জানি!!! কাজে লাগতেও পারে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:০৩
যীশূ বলেছেন: শীতের গান গেয়ে দেখতে পারেন, আরো কাজে দেবে...