নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

যারা নির্লজ্জের মতো কোটার পক্ষে সাফাই গাচ্ছেন তাদের চেহারার উপর থুতু দিলাম

১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৬

অনেকে দেখছি কোটার পক্ষে সাফাই গাচ্ছে । ডাক্তার আইজু নামের অতি পাকনা লোকটারও একটা লেখা দেখলাম যা এখনই আবার পাচ্ছি না। এদের প্রধান সমস্যা হলো এরা নিজেকে অতি বড় পন্ডিত ভাবেন আর যোগ্যতা হলো সব ব্যাপারে উল্টো সুরের পাকনা কথা বলেে নিজেদের জ্ঞানী প্রমান করতে চায় । মুক্তিযোদ্ধা কোটা দিলে তার তো একটা মাত্রা থাকা উচিত নাকি? সব মিলিয়ে কোটা ধরছেন ৫৬%, মুক্তিযোদ্ধা ৩০% .... আর গ্রামের যেই পোলাটা হলের বারান্দায় কুত্তার সাথে থাইকা ( আমার নিজের চোখে দেখা। সূর্যসেন হলের বারান্দায় খুব সকালে একদিন যাবেন) টিউশনি করে খেয়ে না খেয়ে ,সকাল ৬টা থেকে লাইব্রেরির দরজায় দাড়িয়ে থেকে, দিনে দুই বেলা ভাত আর একবেলা চিড়া খেয়ে অমানুষিক পরিশ্রম করে একমাত্র কোটার জন্য চাকরি পায় না তার কষ্টটা কে দেখবো?? মুক্তিযোদ্ধার নাতিরা মানুষ আর এরা মানুষ না? মানুষ না হলে ওদের নাগরিকত্ব কেড়ে নিয়ে দেশ থেকে বের করে দেয়া হোক । মুক্তিযোদ্ধাদের সম্মান অনেক উপরে। তাদের রাষ্ট্রীয় ভাতা বাড়ান, অন্য আর্থিক সুবিধা দেক, স্বাস্থ্য বীমা করান কিন্তু আরেকটা ছেলে বা মেয়ের পেটে লাথি মারা হবে কেন? আর ভূয়া সার্টিফিকেট কত হাজার তার হিসেব আছে? মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই দেশ কেবল তার নাতি নাতকুর দের ভবিষ্যৎ সুবিধা বাগানোর জন্যে করে নাই । তারা যুদ্ধ করছে নিঃস্বার্থভাবে দেশের জন্যে । তাদের উদ্দেশ্য আর যাই হোক কোটা বাগানোর ব্যবস্থা করে যাওয়া না । এসব করা হইছে রাজনৈতিক কারণে। স্বাধীনতার ৪২ বছর পর কোটা রাখা মানে কিছু লোককে নাকে তেল দিয়ে আরো অযোগ্য হয়ে থাকার পারমিশন দেয়া । আর মানুষের কি লজ্জা করেনা নিজের মেধার উপর ভরসা না রাখতে পেরে কোটার নিচে ঢুকতে? কোটা একমাত্র নিতে পারে উপজাতিরা । কারণ রাষ্ট্র তাদের এখনো সমতলের মানুষদের পর্যায়ের সসুবিধা দিতে সমর্থ না বা দেয় না।



আর যারা কোটার পক্ষে তাদের এতোই যখন দরদ, মুক্তিযোদ্ধারা নিজে যখন না খেয়ে মরে তখন এতো পাকনা কথা কই থাকে? আপনাদের মতো বড়লোকের দামড়া পোলারা ফ্যান, এসির নিচে বইসা ফটরফটর বহুত করতে পারে, দুনিয়ার সব ব্যাপারে নিজের দিগ্বিজয়ী দিগম্বরী মতবাদ জানাতে পারে । এইগুলা ভন্ডামি ,আর কিছু না। দেশের চারপাশে ভালোমতো দেখেন মানুষ কেমনে বাঁচে , একবার বিসিএস দিয়া ৭৬ নম্বার পেয়েও ঐ টুঁটের কোটার জন্য বাদ হয়ে দেখেন কেমন লাগে, তারপর ডায়লগ ছাইরেন । মানুষের জীবন কেমন তা বুঝেন আগে । চুতিয়ামি, বুদ্ধিবেশ্যাগিরী অনেক করছেন । এসব ফপরবাজি বাদ দেন এখন । মানুষ হোন ।



আমি কখনোই এমন ভাষায় কথা বলি না। প্রচন্ডতম রাগ লাগছে কিছু সেলেব্রিটি নামের দালাল আর কিছু পরিচিত মানুষের কোটার পক্ষে নির্লজ্জ সাফাই দেখে । এরা আমার পরিচিত হোক, বয়সে বড় হোক এসব মানুষ সম্মান পাওয়ার যোগ্য না । থুতু দিলাম সবগুলার উপর । থুঃ!



বলছি না কোটা শতভাগ বাদ দিতে হবে । বাংলাদেশে উপজাতি সহ সুবিধা না পেয়ে প্রতিযোগিতায় পিছিয়ে থাকাদের জন্যে এটা দরকার আছে । তবে দাবী একটাই কোটা ২০% এর নিচে নামানো হোক । আর শিবির বলে সাধারণ ছেলেগুলোর উপর পুলিশ, ছাত্রলীগ যে হামলা করলো আজ তা মানুষ ইলেকশনেই বোঝাবে । পাঁচ সিটি করর্পোরেশনে জুতা খাইছে না? এবার খাবে সারাদেশে!! সামনে যে সরকার এই সরকারের মতো সুর করবে তারাও । জাস্ট ওয়েট এন্ড সি!!

মন্তব্য ২১ টি রেটিং +৮/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৪

মদন বলেছেন: +

২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৪

টুম্পা মনি বলেছেন: একমত।

৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:২০

ঢাকাবাসী বলেছেন: ভীষন রকম একমত।

৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৬

গারো হিল বলেছেন: আইজু হইছে একটা াল । বিদেশ পইড়া থাইক্কা বালপাক্নামি করে। ছাল নাই কুত্তার বাঘা নাম।

পোস্টের সাথে একমত।

১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৭

শহুরে আগন্তুক বলেছেন: আগে হলে হয়তো দ্বিমত করতাম । এখন আর করছি না ।

৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৫

সত্যযুগের মানুষ বলেছেন: + দিলাম। ভাল কথা, পেইড ব্লগাররা কি লিখলো না লিখলো এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নাই।

১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪২

শহুরে আগন্তুক বলেছেন: মানুষ এদের পিছেই ছুটেরে ভাই । স্বীকার করতেই হয় , আমিও ছুটেছি । সিডাটিভ , দুর্যোধন , আইজু এদের এমন নীরবতা নাহয় নির্লজ্জ আচরণ দেখে হতাশ হলাম খুব ।

৬| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৮

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ভাই, আমি এতো কিছু বুঝি না
আমার কথা কোটা বাতিল করতেই হবে.।
নইলে আমার মতো মেধাবিরা কি করবে?
মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সম্মান অবশ্যই করতে হবে, তাই বলে আমাদের অবহেলা করে?
মুক্তিযোদ্ধাদের ঢাকায় একটা করে ফ্লাট দিক, মাস মাস ৫০০০ টাকা দিক, আমার আপত্তি নাই, কিন্তু তাই বলে দেশের মেধাবিদের মেধার অবমূল্যায়ন করে কেন তাদের এই সম্মান?????????????????????????????????????????

সরকার যা খুশি করুক, কিন্তু আমাদের মতো সাধারন ছাত্রদের মেধার উপরে কেন এই হস্তক্ষেপ?
তাদের যদি জজ্ঞতা থাকে তবে তারা কম্পিটিশন করুক না কেন আমাদের সাথে???????????????????????????????
এমনিতেও ভার্সিটি তে যখন ভর্তি হই তখনও কিন্তু এই কোটা এর জন্য তাদের কিছু সিট ছেড়ে দিছিলাম।
তাদের তো একবার করে চান্স দিছিলাম, তবে এখন আবার কেন???????????????????
সো, আমার কথা, কোটা বন্ধ করতেই হবে।

১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৩

শহুরে আগন্তুক বলেছেন: দেখি কি হয় ..... আন্দোলন চলবেই ।

৭| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৫

অভি৯১৭৫ বলেছেন: ওয়াক থুঃ

৮| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৬

পুশকিন বলেছেন: কোটা দেওয়া হয় মাইনরটি পিপলসদের।আর কোন পরীক্ষায় কোটা নির্ধারিত হয় সমগ্র পরীক্ষার্থীর একটা নির্দিষ্ট পার্সেন্ট এর একটা ছোট পার্সেন্ট এ।ধরুন ১০০০০ পরীক্ষার্থী এই খানে নিবে ৫০০০ কে তাহলে কোটা সব মিলিয়ে হবে ১০০০ বা ১৫০০ এর বেশী না।আর যদি ই পরিমান কোটা প্রার্থী না থাকে তাহলে কোটাহীন রাই প্রাধান্য পায়।এখন যেখনে বৃহত্তর অংশটাই নিচ্ছে কোটাহীন রা সেখানে একটা ছোট অংশ মাইনরীটিরা নিলেই দোষ !
আপনি সিস্টেম কে দোষ দিতে পারেন,তা পবির্তনের কথা বলতে পারেন।সবার পাস মার্ক ক হওয়ার কথা বলতে পারেন।।
অবশ্য,হাসিবুল ইসলাম বাপ্পী এর মত সুযোগসন্ধানী মেধাবীরা সব খানে,যারা মেধাবীর ি আর ী এর বিষয় না ধরে লাফায়।।।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৭

শহুরে আগন্তুক বলেছেন: একটা কাজ করেন । দড়ি এনে আমরা যারা কোন কোটার নিচে ঢুকতে পারি নি তাদের হাত – পা বেঁধে বঙ্গোপসাগরে ফেলে দেন । সব ঝামেলা শেষ । তারপর ৫৬% না , ১০০% ই কোটায় নিয়ে নিয়েন ।

৯| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৪

রূপস আমীন বলেছেন:
বাংলাদেশের মেধাবী প্রজন্মদের সরকারী চাকুরির জন্য না ঘুরে উন্নত দেশের ভিসা পাওয়ার জন্য প্রস্তুতি নেয়া উচিত। কি হবে এ দেশে থেকে? দেশের জন্য মায়া করে কি লাভ? বি... সি... এস... মাই ফুট... কোটার মায়েরে আমি... রমজান মাস।। কিছু কইলাম না...

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩১

শহুরে আগন্তুক বলেছেন: কি আর বলবো ভাই .........

১০| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৫

সদাচারী বলেছেন: ভাই একদম ugly truth গুলো বলেছেন। সহমত।

১১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩

অচেনামন বলেছেন: কঠিন ভাবে সহমত

১২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৫

নষ্ট ছেলে বলেছেন: স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আর এই কঠিন কাজটা করার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে মেধাবীদের বিকল্প নাই। যারা কোটার পক্ষে তারা আসলে বাংলাদেশ পঙ্গু করে রাখতে চায়। তারা মুক্তিযোদ্ধার সন্তান হলেও দেশপ্রেম নাই।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৯

শহুরে আগন্তুক বলেছেন: সহমত

১৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০

লেজ কাটা শেয়াল বলেছেন: পুশকিন, ৫হাজারের মধ্যে ১৫শো গাধা নিতে হবে কেন?
এদেরকে সরকার এয়ার কন্ডিশন গোয়ালে রাখুক। আপত্তি নাই।
সেখান থেকে মানুষ হয়ে তারপর পরীক্ষা দিক।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩০

শহুরে আগন্তুক বলেছেন: উনি সুবিধাভোগী কিনা খোঁজ নেওয়া দরকার ।

১৪| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৬

ননদালীনাজ বলেছেন: চরমভাবে সহমত
নষ্টছেলে বলেছেন: স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আর এই কঠিন কাজটা করার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে মেধাবীদের বিকল্প নাই। যারা কোটার পক্ষে তারা আসলে বাংলাদেশ পঙ্গু করে রাখতে চায়। তারা মুক্তিযোদ্ধার সন্তান হলেও দেশপ্রেম নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.