![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।
- চাচা মিয়া, আপনের দেশের বাড়ি কই?
- বরিশাল ।
- ঈদ তো আইয়া পরলো । বাইত গেলেন না?
- না ও বাজান । এইবার লঞ্চের টিকিটের দাম বহুত । ঈদের পরে বাইত যামু ।
- ও.... কি কি কিনলেন বাড়ির লাইগা?
( সামনে হঠাৎ আরেকটা রিকশা চলে আসায় প্রবীন রিকশা চালককে প্যাডেলের উপর ভর দিয়ে প্রায় দাড়িয়ে গিয়ে ব্রেক করতে হয় । তবুও পুরোপুরি থামানো যায় না । সামনেরটার পেছনের অংশের সাথে বেশ জোরে বাড়ি লেগে গেলো । তবে গালাগালি পর্বটা সামনের রিকশাটা বাঁ পাশের গলিতে হুশ করে ঢুকে যাওয়ায় আর মঞ্চস্থ হতে পারলো না ।)
- হালা বাইন** !
( শিক্ষিত, সুক্ষ্ণ রুচির মানুষ এই অশালীন ভাষার ব্যবহারে আহত হতে পারেন । রিকশায় সিটে বসে তারা হয়তো কপাল কুঁচকে কিছুই শোনেন নি এমন ভাব ধরে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবেন । বাংলা ভাষার এই অংশটার উপরে তারা খুবই বিরক্ত । অথচ তারা নিজে ইংরেজীতে হরদম স্ল্যাং ইউজ করেন, যেসবের অর্থ ক্ষেত্রবিশেষে আরো ভয়াবহ । তবে আমাদের এখনকার রিকশাচালকের সাথে শুদ্ধতার মুখোশ ফেলে তার মতো করেই মেশা প্যাসেঞ্জার জানেন যাদের কে জীবনই জন্ম থেকে গালি দিয়ে চলেছে তাদের জন্যে আশেপাশের মানুষকে, বিশেষ করে সমগোত্রীয়দের গালি দেওয়াটা বিশেষ দৃষ্টিকটু না । তাই সে বিরক্ত হয় না । তবে একেবারে মেনেও নিলো না ।)
- আরে চাচামিয়া গাইল দিয়া কি কাম? গাইল দিয়েন না ....... কি কি মার্কেটিং করছেন?
- যেই দাম জামা - কাপড়ের! কেমনে কিনি? মাইয়াডার লেইগা একটা ডেরেস কিনলাম । বউয়ের লেইগাও একটা শাড়ি কিনমু চিন্তা করছি । এহনো টেকা জমে নাই ।
- নিজের লেইগা?
- আরে, বেডা মানুষের আবার ঈদ কিসের? ঈদ হইলো বউ - বেডি গো । হেগোর হইলেই হইলো ।
( পেছন থেকে রাস্তার পাশের লাইটপোস্টের আলোয় চোখে পড়ে সামনের মানুষটার পড়নের স্যান্ডো গেঞ্জিটা অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে । লুঙ্গিটাও বহু পুরোনো ।..... হঠাৎ কি হলো কে জানে ,মানিব্যাগটা বের করে প্যাসেঞ্জার একবার চোখ বুলায় । নাহ্, ইন্টারনেট কোম্পানির ইনকাম এ মাসে না হয় কিছু টাকা কমই হোক । পারফিউমটাও সামনের মাসে কেনা যাবে । ঈদটা আগেরটা দিয়েই চলুক ।)
- আপনের রিকশা কোনহানের?
- ঐ উত্তরপাড়ার সেলিম সাবের গ্যারেজের ......( এর মধ্যেই আমরা গন্তব্যে চলে এসেছি) কোন খানে রাখমু?
- ঐ বাম পাশের কারেন্টের খামের নিচে রাখেন ।
( রিকশা থামে । ভাড়া হাতে নিয়ে রিকশাচালক অবাক । প্যাসেঞ্জার তার অবাক হওয়াটা মুগ্ধ চোখে দেখে । ঈশ! এতো সহজেই মানুষকে অবাক করে দেওয়া যায়! কিছু মানুষের চাওয়া এতোই কম? সে নিজে তো বহুদিন কোনকিছুতে এতো অবাক হয় না । বিস্মিত হওয়ার ক্ষমতাই নষ্ট হয়ে গেছে বোধহয় )
- এতো টেকা দেন ক্যা বাবা?!
- আপনি এই টাকা দিয়ে নতুন একটা জামা কিনবেন । উত্তরপাড়ার সেলিম মিয়ার গ্যারেজ আমি চিনি । ঈদের পর একদিন নতুন জামা পিন্দা লইয়েন.... আমিও আমার ঈদেরটা লাগামু নে আপনের রিকশায় চড়ার সময় ।
( এই বলে সে দ্রুত সামনের ভীড়ের মধ্যে হারিয়ে যায় । পেছন থেকে মাঝবয়সী লোকটা নিখাঁদ বিস্ময়ে তাকিয়ে থাকে । নিজের ছেলের বয়সী অনেক প্যাসেঞ্জারও তাকে থাপ্পড় মেরেছে । সে কিছুই বলতে পারে নি । এই ছেলে কোথা থেকে আসলো? এই ছেলেটা কে?)
"
-----
আমি বলি সেই মানুষটা কে । পুরোপুরি নিশ্চিত ভাবে বলতে পারবো না, তবুও বলি । সেই মানুষটা হয়তো আপনি নিজেই । মন থেকে ভেবে দেখুন ঐ প্যাসেঞ্জারটার জায়গায় কিন্তু আপনাকেও চমৎকার মানিয়ে যায় । কিছু রুপকথা বাস্তব করতে কিন্তু আমাদের খুব বেশী কিছু করা লাগে না । চাইলে আপনি নিজেই করতে পারেন ।
....... আবারো বলি । আপনি চাইলেই পারেন ।
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন ।
২| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০০
আম্মানসুরা বলেছেন: আসলেই চাইলে সেই লোক আমিও হতে পারি কিন্তু চাই কতখানি? সমস্যাটা এখানেই।
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯
শহুরে আগন্তুক বলেছেন: ভালো মত চেয়ে ফেলুন । হয়ে যাবে ।
৩| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০২
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এমন রুপকথা যেন প্রতি দিন'ই বাস্তবায়িত হয়।
এমনি একটা রুপকথা বাস্তবায়নের চেষ্টা প্রত্যেক সামর্থবানের অন্তত একটা করে করা উচিত।
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০১
শহুরে আগন্তুক বলেছেন: ঠিক বলেছেন । বাস্তবায়ন আমরা চাইলেই পারি ।
৪| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চাই এই ধরনের রুপকথার মানুষ হতে। অবশ্য, এটা রুপকথা না হয়ে বাস্তবে হলেই আমি খুশি হতাম।
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২
শহুরে আগন্তুক বলেছেন: আমরা চেষ্টা করতে থাকলে এক সময় নিশ্চয়ই বাস্তবই হয়ে যাবে ।
৫| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এমন রুপকথা যেন প্রতি দিন'ই বাস্তবায়িত হয়।
এমনি একটা রুপকথা বাস্তবায়নের চেষ্টা প্রত্যেক সামর্থবানের অন্তত একটা করে করা উচিত।
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৪
শহুরে আগন্তুক বলেছেন: একদম ঠিক ।
৬| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০
মামুন রশিদ বলেছেন: গল্পের মোরাল অসম্ভব ভালো লেগেছে
রুপকথা বাস্তব করতে কিন্তু আমাদের খুব বেশী কিছু করা লাগে না । চাইলে আপনি নিজেই করতে পারেন ।
হ্যাঁ, চাইলে আপনি নিজেই করতে পারেন ।
যে যার অবস্থান থেকে এই ছোট ছোট রুপকথাগুলো বাস্তবায়ন করা কোন ব্যাপার না, শুধু চাইলেই পারা যায় ।
+++
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৯
শহুরে আগন্তুক বলেছেন: আসলেই তাই ভাই । সদিচ্ছার ব্যাপার কেবল ।
৭| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ । ঈদের আগে স্মরণ করিয়ে দেওয়ার জন্য । অসম্ভবের কিছুই নেই শুধু ইচ্ছে করলেই হলো ।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৯
শহুরে আগন্তুক বলেছেন: অসম্ভবের কিছুই নেই শুধু ইচ্ছে করলেই হলো ।
৮| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১২
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার +++
চাইলে আপনি নিজেই করতে পারেন
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১০
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ভাই ।
৯| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৮
অপর্ণা মম্ময় বলেছেন: পোস্টে প্লাস। তবে আমাদের মানসিকতায় এই চেঞ্জটা আসলে আরও ভালো লাগতো। নিজের একটা অদরকারি জিনিস যা পরে কিনলেও চলে সেটা যদি আরেকজনের প্রয়োজন মেটাতে পারে , তবেই ঈদের আনন্দ বা অন্য আনন্দ গুলো কিছুটা সামঞ্জস্যপূর্ণ হয় !
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১১
শহুরে আগন্তুক বলেছেন: আসছে তো আপু আস্তে আস্তে । আশেপাশে এমন মন ভালো করার মতো উদ্যোগ দেখি তো ।
১০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: প্যাসেঞ্জারের জায়গায় নিজেরে কল্পনা করতেই ঈদ ঈদ ফিল করছি - আর বাস্তবে এরকম হলে তো ডাবল ঈদ ঈদ ফিল করবো!
পোস্টে ++
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৫
শহুরে আগন্তুক বলেছেন: ডবল ফিলই হয়ে যাক তবে !
১১| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯
সাইফুল আজীম বলেছেন: ঈদের প্রকৃত আনন্দ
০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২০
শহুরে আগন্তুক বলেছেন: আসলেই ।
১২| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভকামনা রইল। পোস্টে +++++++++
০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২০
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ভাই ।
১৩| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১০
সমুদ্র কন্যা বলেছেন: চমৎকার লিখেছেন।
সবার মধ্যে শুভবোধের উদয় হোক।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৬
শহুরে আগন্তুক বলেছেন: সেই আশাতেই আছি আমরা সবাই ।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন: চমৎকার লিখেছেন।
আমাদের মধ্যে এসব শুভ চিন্তার উদয় হোক
পোষ্টে ভাল লাগা।