![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।
বাসায় অনুষ্ঠান করে জন্মদিন পালন করার ব্যাপারটা কখনোই ছিল না । কারণ আমার অত্যন্ত রাগী স্বভাবের দাদা এসব একেবারেই অপছন্দ করতেন । তারপরও কিভাবে কিভাবে যেন, আমার ষষ্ঠ জন্মদিনে বাসায় বিশাল অনুষ্ঠানের আয়োজন হয়ে গেলো । যে বাড়িতে কখনও একটু জোরে গানও বাজতো না, সেখানেই বিরাট কেক, জরি-রংবেরঙের বেলুনে চারপাশ সাজানো, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করায় গভীর রাত পর্যন্ত বাড়ি মানুষজনে সরগরম ..... সব মিলিয়ে হুলস্থুল কাণ্ড । বাসা ফাঁকা হলো ১১.৩০টার পর । ততক্ষণে গিফটের বেশ ভালো একটা স্তূপ হয়ে গেছে । বসলাম নিয়ে সব । খেলনা , অ্যালবাম, মগ, শো পিস, ডাইরি সহ নানা জিনিস । র্যা পারের নিচে পিচ্ছি আমার হারিয়ে যাওয়ার অবস্থা । একেবারে নিচের দিকে পেলাম দুইটা বই; ঠাকুরমার ঝুলি আর রাজ্যে রাজ্যে ভারতীয় লোক কথা ।
দ্বিতীয় বইটা উপহার দিয়েছিলেন ছোট কাকুর ঘনিষ্ঠ বন্ধু সাহাদাত কাকু । সুন্দর মলাটের চিকন বইটা দেখেই খুলে পড়তে বসে যাওয়ার ইচ্ছা হলো । কিন্তু তখন আমার পড়ার দৌড় বানান করে পড়াতে সীমাবদ্ধ বলে ওকাজে এগোনো গেলো না । নেড়েচেড়ে দেখলাম , মলাটের পিছনের পাতায় অতি প্যাঁচানো হাতের লেখায় কি লেখা হয়েছে কিছুই বুঝলাম না । বইটা চলে গেলো ঘরের শেলফে আপুর পড়ার বইয়ের তলায় । মোটামুটি ভাবে পড়তে পারলাম ক্লাস ফোরে উঠে । কিন্তু তখনও ওই প্যাঁচানো হাতের লেখার অর্থোদ্ধার আমার দ্বারা সম্ভব ছিল না । মাঝে মাঝে চোখের সামনে ধরে চিন্তা করি এগুলো আসলে কোন ভাষার লেখা !? বাংলা না চাইনিজ ? অর্থোদ্ধার করা সম্ভব হলো যতদূর মনে পড়ে সিক্সে উঠার পর ।
“ শাহাজাদা খালিদের জন্মদিনের খাবার খেয়ে সাহাদাত নিশ্চিন্ত মনে বাড়ি রওনা হলো । পথিমধ্যে রাত হয়ে যাওয়ায় শুরু হলো বিপত্তি । বনের মধ্যে দেখা হলো এক ভুতের সাথে , নাম তার সাইদুর গাজী ( আমার প্রিয় ছোট কাকু ) । সাহাদাতের কোন ভয় নেই, সে হলো রাজার অতিথি । সে বলল ব্যাটা গাজী তুই একটা পাঁজী, রাজা জানলে তোকে শিক্ষা দেবে আজি । এই শুনে ভূত পালালো এবং সাহাদাত মনের আনন্দে বাড়ী ফিরে চলল । “
জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহারগুলোর কোন তালিকা আমি যদি কখনও করি হয়তো এই বইটাকে আমি অবশ্যই একেবারে প্রথম দিকে রাখবো , কারণ শুরুর দিকের প্যাঁচানো অক্ষরের কথাগুলো আমার মনে যে ছোটবেলা থেকে কত গভীর ভাবে জ্বলজ্বলে অক্ষরে চিরস্থায়ী হয়ে বসে আছে তা লিখে বুঝানো সম্ভব না । নিজের কাছে আমি নিজে কেমন তা অনেকখানিই ছোট বেলা থেকে ঠিক করে দিয়েছে ওই লাইনগুলো । এই লাইনগুলো যে আমি আজও সমান মুগ্ধ হয়ে পড়ি তা সাহাদাত কাকুকে জানানোর কোন উপায় নেই । তার সাথে আমার খুব বেশি দেখা হয় নি , কথা হয়েছে হাতে গোনা দুই একবার । তবুও তিনি আমার কাছে খুব বিশেষ একজন মানুষ , খুব বিশেষ একজন । মনে তার অবয়ব অমায়িক , সুদর্শন একজন মানুষ যাকে দেখলেই যে কারো মনে হবে খুব-ই ভালো মনের একজন মানুষ, যিনি প্রায় সব কথা কথা বলার আগেই সুন্দর করে একটু হাসতেন । এই তার জন্য জন্মদিনের দিনটা আমার কিছুটা বিষণ্ণ কাটছে শেষ কয়েক বছর যাবত ।
আমার জীবনের সব আনন্দময় ঘটনাগুলোর সাথেই প্রচণ্ডতম মন খারাপের কিছু না কিছু মিশে যায় । সাহাদাত কাকুর জীবনের শেষের দিকের দিনগুলো খুব কষ্টে কেটেছে । তার বয়স ছিল কতই বা তখন আর ? চল্লিশেরও বহু কম । অথচ এই বয়সেই একদিন বাস থেকে নামার এক দুর্ঘটনা ঘটলো । ডাক্তারের কাছে নেওয়ার পর দেখা গেলো তার একটা পায়ের হাড় কোমরের নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে । কাকুদের আর্থিক অবস্থা ভালোই ছিলো , দেশ বিদেশের অনেক জায়গাতেই চিকিৎসা করানো হলো । কিছুই হলো না । পা থেকে আস্তে আস্তে ইনফেকশন ছড়াতে থাকলো সাড়া শরীরে .........
কাকু মারা গেছেন বেশ কয় বছর হয়ে গেলো প্রায় । পৃথিবীতে যে মানুষগুলোর বেশীদিন থাকা উচিত তারাই বড় তাড়াহুড়া করে চলে যান । ছোট কাকুর একদিন তাদের বাসায় গিয়েছিলাম । পরিবার চিকিৎসার খরচ চালাতে চালাতে প্রায় সর্বস্বান্ত । অসম্ভব সুন্দর ছোট ছোট দুইটা বাচ্চা মেয়ের একটা এখনও বুঝেই না তার বাবা পৃথিবীতে আর নেই । তার বাসায় সেদিনের পর আর কখনও যাই না, কষ্ট লাগে খুব । সদ্য যুবকের চোখে পানি চলে আসার মত কষ্ট ।
অনেক লিখে ফেললাম, আমার মনের গভীরের একান্তই নিজের একটা দুঃখের অনুভূতি ।
কাকুর জন্য সবাই দোয়া করবেন যেন তিনি যেখানেই থাকুন না কেন যেন ভালো থাকেন । আর আমার জন্যেও দোয়া করবেন যেন জীবনে একটা অন্তত পরিপূর্ণ আনন্দময় সমাপ্তির কোন ঘটনা ঘটে । ......... কাকুর পক্ষ থেকে নিজকেই নিজে একটা শুভেচ্ছা জানাই ।
শুভ জন্মদিন শাহাজাদা খালিদ রহমান
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৮
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছার জন্য । ভালো থাকবেন ।
২| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৮
ইয়ার শরীফ বলেছেন: শুভ জন্মদিন
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:১০
শহুরে আগন্তুক বলেছেন: শুভেচ্ছার জন্য ধন্যবাদ ।
৩| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: কাকুর জন্য জান্নাত কামনা
আর লেখকের জন্য শুভ অভিনন্দন অনেক অনেক
হ্যাপি বার্থ ডে
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৯
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছার জন্য । শুভ কামনা ।
৪| ১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা আপনার কাকু যেন ভালো থাকেন।
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
শহুরে আগন্তুক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।
৫| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৭
শায়মা বলেছেন:
শুভ জন্মদিন !
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
শহুরে আগন্তুক বলেছেন: অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছার জন্য । ভালো থাকবেন ।
৬| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:১১
রাকিব আল আজাদ বলেছেন: আপনার জন্য গুটলু গুটলু শুভেচ্ছা
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
শহুরে আগন্তুক বলেছেন: আপনাকেও ইলি বিলি কিলি ধন্যবাদ !
৭| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:১৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যাপি বার্থ ডে, অর্ণক
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২১
শহুরে আগন্তুক বলেছেন: শুধু ছবি পাঠালে হবে না ! চকলেট কুরিয়ার করে পাঠান !!!!! ..। ধন্যবাদ শুভেচ্ছার জন্য ।
৮| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৯
ইমরাজ কবির মুন বলেছেন:
শুভেচ্ছা আগন্তুক !
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ মুন সাহেব । ভালো থাকবেন ।
৯| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬
আরজু পনি বলেছেন:
স্মৃতি কথা ভালো লাগলো ।
শুভ জন্মদিন আগন্তুক
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
শহুরে আগন্তুক বলেছেন: আমার লিখতে গিয়ে মন খারাপ হয়েছে খুব ......... ধন্যবাদ আপনাকে শুভেচ্ছার জন্য । ভালো থাকবেন সব সময় ।
১০| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬
হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন।
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ হাসান ভাই .... নতুন লিখা কবে পাচ্ছি ?
১১| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভ জন্মদিন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
শহুরে আগন্তুক বলেছেন: অনেক ধন্যবাদ বর্ষণ । ভালো থাকো সব সময় ।
১২| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯
আমিনুর রহমান বলেছেন:
শুভ জন্মদিন শাহাজাদা খালিদ রহমান।
কাকু'র জন্য দোয়া রইল। আল্লাহ্ যেন উনাকে বেহেশত নসীব করেন।
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
শহুরে আগন্তুক বলেছেন: তাই যেন হয় ভাই ..... থ্যাংকস ফর দ্য উইশ !
১৩| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪
বেইলী_রোড বলেছেন: আজ আমার ও জন্মদিন।
আপনাকে ও জন্মদিনের শুভেচ্ছা ।
শুভ জন্মদিন ।
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
শহুরে আগন্তুক বলেছেন: আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা !!!! আপনার সব স্বপ্ন পূরণ হোক ।
কোথায় আছেন আপনি ? কী করেন ? আমি ঢাবি তে BBA Last semester এ পড়ছি, ফাইনান্স সাবজেক্টে ।
১৪| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৯
মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
শহুরে আগন্তুক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই । ভালো থাকবেন সব সময় ।
১৫| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
ইখতামিন বলেছেন:
শুভ জন্মদিন
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭
শহুরে আগন্তুক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই । ভালো থাকুন ।
১৬| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
অনীনদিতা বলেছেন: শুভ জন্মদিন
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ .... শুভ কামনা আপনার জন্য ।
১৭| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩
শহুরে আগন্তুক বলেছেন:
সবাই ভাগাভাগি করে খেয়ে ফেলেন আর আমার গিফট দিয়ে যান :#> :!>
১৮| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪
ঢাকাবাসী বলেছেন: বেটার লেট দ্যান নেভার! জন্ম দিনের শুভেচ্ছা রইলো। ভাল থাকুন।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ । আপনিও ভালো থাকুন সবসময় ।
১৯| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬
সমুদ্র কন্যা বলেছেন: জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা শাহজাদা খালিদ।
আপনার কাকুর জন্য প্রার্থনা সৃষ্টিকর্তা তাঁকে চিরশান্তি দিন।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮
শহুরে আগন্তুক বলেছেন: দোয়ার জন্য কৃতজ্ঞতা । অনেক বেশী ভালো থাকুন আর আপনার জীবন সমুদ্র ভ্রমণ আনন্দময় হোক ।
২০| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫০
তাসজিদ বলেছেন: many many happy returns of the day.
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫
শহুরে আগন্তুক বলেছেন: THANKS A A LOT FOR YOUR CORDIAL WISH …TAKE CARE.
২১| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৭
বেইলী_রোড বলেছেন: [email protected]
ফোন নাম্বার পাঠান ।
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৪
শহুরে আগন্তুক বলেছেন: হঠাৎ !!!???
২২| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৮
বেইলী_রোড বলেছেন: [email protected]
ফোন নাম্বার পাঠান ।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৫
বাংলার হাসান বলেছেন: শুভ জন্মদিন