![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।
জন্মদিন এই আগস্টে, কিন্তু আশেপাশের মানুষজন মোটামুটি সেই ফেব্রুয়ারি থেকে চিল্লা–ফাল্লা শুরু করে দিলো ট্রিট দিতে হবে । আরে কী বিপদ!
আমি নিজের জন্মদিনে নিজেই সবাইকে খাওয়ানোর চলটার অসাড়তা তুলে ধরতে আমতা আমতা গলায় কয়েকজনকে বললাম , - “ দেখ, আমার দুনিয়াতে আসার পেছনে আমার নিজের তো কোন ক্রেডিট নাই । সব ক্রেডিট আল্লাহ্র , আমার শ্রদ্ধেয় আব্বা জান এবং আম্মি হযরতের । আল্লাহ্র কাছে তো আর ট্রিট চাইতে পারবি না , কাজেই ট্রিট যদি একান্তই কারো কাছে চাইতে হয় আমার আব্বা – আম্মার কাছে চা । দরকার হলে আমি এক্ষুনি লিখিতভাবে সুপারিশও করে দেই তোদের জন্য
। “ কিন্তু অত্যন্ত যৌক্তিক এই কথাটা শুনে সবাই আমার দিকে চোখ কপালে তুলে এমন দৃষ্টিতে তাকালো যে আমি চোখ দেখেই স্পষ্ট পড়ে ফেললাম এরা মনে মনে বলছে ,- এই আপাদমস্তক মূর্খের দুনিয়াতে আসারই কোন দরকারটা ছিলো ?
কি আর করা , অকাট্য যুক্তির প্রতিও এদের অযৌক্তিক বিরাগ দেখে রাজী হতেই হলো . খাওয়া যখন অর্ধেক শেষ তখন হঠাৎ পকেটে হাত দিয়ে দেখি হাতে চেয়ারম্যান নোট গুলোর একটাও লাগছে না ! সর্বনাশ !! কোথাও পড়ে-টরে গেলো নাকি আবার? এখন উপায়??
.খাওয়া থামিয়ে চিন্তা করতে থাকলাম জাতির এমন ক্রান্তি লগ্নে রক্ষা পেতে হলে কী করা যায় এখন? সবার খাওয়ার মাঝখানে আচমকা ঝেড়ে রাস্তার দিকে একটা দৌড় দেবো, নাকি খাওয়া দাওয়া শেষে, “ATM বুথ থেকে টাকা তুলে আনছি “ বলে সবগুলাকে রেস্টুরেন্টের মালিকের কাছে বন্ধক রেখে চোখ-কান বন্ধ করে নিজের জান নিয়ে সটকে পরবো ?
...... যাই হোক, অন্য পকেটটাতে হাত দেওয়ার পর চেয়ারম্যান সাহেবদের খোঁজ পেয়ে যাওয়ায় ওসবের কোনটাই আর করতে হয় নি ।
বলতে গেলে সকাল থেকেই বাইরে ছিলাম সবাই । প্রথমে টি.এস.সি-তে “ ভাইয়া বয়সী “ বুড়ো মানুষ হয়ে যাওয়ার পরও বহুদিন পর কেক কাটি-কুটি করলাম । এই পিচ্ছি মানুষদের কাজ করতে গিয়ে সব দাঁত বের করে হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলা ছাড়া উপায় ছিলো না । কেকের রঙ টাও দেখলাম হলুদ! দেশের মানুষজন কি তবে আস্তে আস্তে জেনে যাচ্ছে যে আমি একজন রূপা বিহীন উদাসী মনের খালি পায়ে না হাঁটা হিমু
, নাকি পুরো ব্যাপারটা কাকতালীয় ? কেক খেয়ে ভ্যানিশ করে ফেলার পরও আসল ঘটনাটা যে কি তা নিশ্চিত হওয়া যায় নি । তারপর বিকেল পর্যন্ত অনেকগুলো জায়গায় একসাথে দল বেঁধে ঘুরাঘুরি । সুন্দর সময়গুলো আসলেই খুব দ্রুত ফুরিয়ে যায় । দিনটা আরও একটু লম্বা হলে ভালোই হতো । .......... ফেরার সময় একটু একটু ইচ্ছা হচ্ছিলো রাতের বেলা আরেকটা পার্টি করি সবাইকে নিয়ে । কিন্তু মনের সব ইচ্ছাকে সবসময় মোটেও পাত্তা দিতে নেই । কাজেই , ঐদিকে আমি আর ভুলেও যাই নি । হা হা হা
শেষ করি একটা উপহারের উৎসর্গ পত্র দিয়ে । এটা না লিখলে হয়তো এই জন্মদিনের কিছুই লেখা হবে না –
“ হায়রে বন্ধু খালিদ !!
প্রথম প্রথম শুধু ক্লাসে দেখতাম লম্বু একটা ছেলে চুপচাপ বসে থাকে । কিভাবে কিভাবে যেন ফেসবুকে বন্ধু ,সারাদিন তর্ক চলতো , শুধু সামনেই কথা বলতো না ছেলেটা । তা কি আর বেশি দিন চলতে দেই আমি? আমার তুই – তোকারি আর পকপকানির পাল্লায় পড়ে বেচারা আমার বন্ধু হয়েই গেলো । মাঝখানে তাঁর জীবনের কিছু অংশ দেখেছি । আমি চাই সে অনেক বিখ্যাত হোক , আর আমি লাইন ধরে তাঁর অটোগ্রাফ নেব ।
সত্যি করে বল, হবি আমাদের আজীবনের শত্রু !! “
এটা আবার বলা লাগে ? বাস্তব জীবনে একেবারেই নিঃসঙ্গ এই আমি হাতে গোনা যে কয়টা মানুষদের সাথে মিশতে পেরেছি তাদের সবার আজীবনের শত্রু হওয়ার জন্য তো আমি সেই কবে থেকেই বসে আছি ।
কাজেই , প্রস্তাব অত্যন্ত আনন্দের সাথে গৃহীত হলো
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯
শহুরে আগন্তুক বলেছেন: কেমন আছেন ? মাঝেখানে সবাইকে না বলে কোথায় হারিয়ে গিয়েছিলেন ???? আপনাকে তো মানুষজন পোস্ট দিয়ে হারিকেন খোঁজা করেছে!
২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৯
খেয়া ঘাট বলেছেন: এই আপাদমস্তক মূর্খের দুনিয়াতে আসারই কোন দরকারটা ছিলো ? হাহাশে।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪০
শহুরে আগন্তুক বলেছেন: হা হা হা ....
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১২
পরিবেশ বন্ধু বলেছেন: জগতের সব ভাল আজিকার লগনে
আশীর্বাদ হয়ে ফুটুক
তাই শুভজন্মদিনে ।।
শুভেচ্ছান্তে
কবি
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪১
শহুরে আগন্তুক বলেছেন: কবিতা ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ ।
- অ-কবি একজন
৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৫
ঢাকাবাসী বলেছেন: শুভ জন্মদিন।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪২
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন সব সময় ।
৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮
ইমরাজ কবির মুন বলেছেন:
পরিবেশ বন্ধু বলেছেন: জগতের সব ভাল আজিকার লগনে
আশীর্বাদ হয়ে ফুটুক
তাই শুভজন্মদিনে ।।
শুভেচ্ছান্তে
কবি
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪২
শহুরে আগন্তুক বলেছেন: আর আপনি কি বলছেন ?
৬| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কে পোষ্ট দিয়েছে? আমি তো দেখিনি। দেখলে তো আরো আগে আসতাম
ভাল আছি, আপনি কেমন আছেন? আমিও নিঃসঙ্গ।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১০
শহুরে আগন্তুক বলেছেন: হা হা হা ..... নামটা খেয়াল নাই । থাকলে জানানো যেতো । ....... আর শেষের কথাটা বিশ্বাস করা গেলো না । এখানেই তো আপনার ভক্তকুলের সংখ্যা অগণিত । বাস্তব জীবন আর ফেসবুকে কী অবস্থা কে জানে !!!!!!
আমি আজ ভালো আছি । অনেক ভালো ।
৭| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৬
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগলো । শুভ কামনা।
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৫
শহুরে আগন্তুক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই ।
৮| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৭
মামুন রশিদ বলেছেন: বন্ধু তুমি শত্রুও তুমি..
শুভ জন্মদিন ।
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৭
শহুরে আগন্তুক বলেছেন: বেঁচে থাক বন্ধুত্ব । ...... ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।