নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

নিশাচরের একরাত

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৪২





হয়তো আজই, মধ্য রাতের পর ।।

ঘড়ির কাটা যখন পেরিয়ে গেছে বারোর পরেরও কিছু সংখ্যা

তখন জানলার কার্নিশ গলে আমার বিছানায় কোন জোছনা নেই ।

ওপাশে শুধু অন্ধকার, যেন আলো খোঁজা শবশয্যার নিশ্ছিদ্র কবর ।

তাই আজ রাতে কোন রূপকথাও নেই,

তাড়া নেই কাউকে ভালোবেসে কোন ছায়াপথ হাঁটার,

শুধু অখন্ড অবসর ।।



বাতাসে জারুল গাছের পাতারা কাঁদে সর-সর

বহুদূর থেকে ভেসে আসে যেন কিছু অচেনা মৃদু শব্দের দীর্ঘশ্বাস ।।

বৃত্তের মাঝে দাড়িয়ে হঠাৎ মনে হয় কেউ নেই, কখনো ছিলোও না যেন ।

অন্ধ আমি বহুকাল কোন প্রিয়মুখ দেখি না ।

স্পর্শ হয়ে আছে পক্ষাঘাতগ্রস্থ, বিবর্ণ

শুনি নি কোন প্রিয় কন্ঠের কল্লোল - জলোচ্ছ্বাস ।।

আজ আমার আদিগন্ত বিস্তৃত মশারীর জালে পাক খেয়ে সাপ হয়ে জড়ায় নিঃসঙ্গতা ।।

বাড়ির উঠোনে কার যেন ত্রস্ত পায়ের চলাচল

সময় তবে বুঝি ফুরিয়ে এলো,

কিছু পরেই হয়তো দরজায় করাঘাত,

তারপর কিছু একটা হাটু গেড়ে চেপে বসবে বুকের উপর ।

মটমট শব্দে ধীরে ভাঙ্গবে পাঁজরের হাড় ।

তারপর .....হয়তো মুক্তি,

...হয়তো শূন্যতা ।।



আমি দু'য়েরই অপেক্ষায় আছি ।

হয়তো সকাল, নয়তো মৃত্যুর ।।

মাঝে আমার জানলা শূন্য ছোট্ট ঘরের মশারীতে জমাট বাঁধে

বুকের দূষিত হীম শীতল বাষ্প শিশির ।।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪

ধীমান অনাদি বলেছেন: হৃদয়স্পর্শী কবিতা। ++

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩০

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ভাই । ভালো থাকবেন ।

২| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি দু'য়েরই অপেক্ষায় আছি ।
হয়তো সকাল, নয়তো মৃত্যুর ।।


খুব চমৎকার , অসাধারণ !

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ভাই । সম্ভবত আসলেই আছি ওই অপেক্ষায় ।

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯

সমুদ্র কন্যা বলেছেন: আমি দু'য়েরই অপেক্ষায় আছি ।
হয়তো সকাল, নয়তো মৃত্যুর ।।



ভাল লাগল খুব। ছোট্র=ছোট্ট হবে।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২

শহুরে আগন্তুক বলেছেন: টাইপের ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ । ঠিক করে ফেলেছি ।

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

তাই আজ রাতে কোন রূপকথাও নেই,
তাড়া নেই কাউকে ভালোবেসে কোন ছায়াপথ হাঁটার,
শুধু অখন্ড অবসর ।।

***


বাড়ির উঠোনে কার যেন ত্রস্ত পায়ের চলাচল
সময় তবে বুঝি ফুরিয়ে এলো,
কিছু পরেই হয়তো দরজায় করাঘাত,
তারপর কিছু একটা হাঁটু গেড়ে চেপে বসবে বুকের উপর।
মটমট শব্দে ধীরে ভাঙ্গবে পাঁজরের হাড়।
তারপর .....হয়তো মুক্তি,
...হয়তো শূন্যতা।।

আমি দু'য়েরই অপেক্ষায় আছি।



অনেক ভালো একটা কবিতা পড়লাম। শুভেচ্ছা।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৬

শহুরে আগন্তুক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা । ভালো থাকবেন ।

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

টুম্পা মনি বলেছেন: আমি দু'য়েরই অপেক্ষায় আছি ।
হয়তো সকাল, নয়তো মৃত্যুর ।।

আমিও একই অপেক্ষায়! আপনার আর আমার মধ্যে দেখি মিল আছে। :D :D :D

মাঝে আমার জানলা শূন্য ছোট্ট ঘরের মশারীতে জমাট বাঁধে
বুকের দূষিত হীম শীতল বাষ্প শিশির ।।

চমৎকার।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮

শহুরে আগন্তুক বলেছেন: মিল থাকলে তো ভালোই :)

আপনাকে ফেসবুকে খোঁজা হয়েছিলো ব্লগের নাম দিয়ে । যে আইডিটা দেখলাম ওটাতে মাত্র ৪ জন ফ্রেন্ড । বসেন না ওটাতে ??

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫

টুম্পা মনি বলেছেন: জ্বী বসি। মাত্র চার জনই আমাকে এড করেছেন। :( :(

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১

শহুরে আগন্তুক বলেছেন: হা হা হা ........... সংখ্যাটা ৫ হোক তবে । ব্লগে আমার পরিচিত সবাইকে এড করছি খুঁজে খুঁজে ।

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ভাই ।

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৮

একজন আরমান বলেছেন:
দারুণ।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২

কুচকননা বলেছেন: অপেক্ষায় আছি .....
ভাল লেগেছে ।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:০১

শহুরে আগন্তুক বলেছেন: একই অপেক্ষা ?

১০| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১২

কুচকননা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.