নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

মেঘবতীর চিঠিগুলো

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১





মাঝেমাঝে ভাবি,

আমার পৃথিবীতে বুঝি বৃষ্টির শব্দটাই বদলায় নি আজো ।

তবু বদলাই আমি, বদলাও তুমি

একদিন সন্ধ্যায় বদলে যায়

আমাদের রংধনু রংয়ে ছাওয়া আদিগন্ত বিস্তৃত ছাতার প্রেম ।

তাই নূপুরের নিক্বণের মতো একঘেয়ে এই শব্দ

এখন আর ভালো লাগে না মোটেও ।

দমকা বাতাস উদাসী করতে ভুলে যায় মনের ভুলে ।

স্নিগ্ধ বিকেল গুলোতে বাড়ির পাশের রেললাইনের উপর দু’হাত ছড়িয়ে কেউ আর হাঁটছে না বহুদিন ।

রেল লাইনটা যেন রোজ অপেক্ষায় থাকে ,

আমাদের মতোই . . . .অন্তহীন ।



মাঝে দিন আসে ,দিন যায় .....

যক্ষ্মা রোগীর হলদে চোখের মতো চাঁদটাতে ঘনায় অমাবস্যা ।



স্মৃতির মতো ধুলো পড়ে গেছে কবেকার আগে পাওয়া

রংধনু রঙের চিঠি গুলোর বুকে ।

চিঠি বুঝি এখনও আর কেউ পড়ে ?

ভাবি, বড্ড সেকেলে ছিলাম বুঝি !

মিথ্যে বলছি না, পড়ার টেবিলে তোমার জন্যে রাখা ড্রয়ারটা আমি খুলিনা বহুদিন,

অলীক কল্পনার

পুরানো স্মৃতি হাতড়ানো সুখী মানুষে বিলাসিতা ।

মাছের মতো শীতল চোখে চেয়ে চেয়ে দেখি,

প্রেমের গায়েও ইদানিং অবসাদ আর সময়ের লাল মরচে প্রলেপ ।

এখন চিঠির বদলে গুনি মানিব্যাগে থাকা তোমার হাসির মতো চকচকে কিছু নোট,

নয়তো ভিজিটিং কার্ড, অনিদ্রার প্রেসক্রিপশন অথবা বাজারের ফর্দ ।

নাকের কাছে এনে গভীর নিঃশ্বাসে শুঁকি

ভোরের শিউলি, বেলীর সুবাস নয়

মস্তিষ্কের কোষে কোষে পৌছায় কেমন পঁচা মাংসের ঘ্রান ।



বদলে গেছি ।

হঠাৎ দেখা হয়ে গেলে অচেনা মানুষ ভেবে এড়িয়ে যাবো সহজেই ।

শুনেছি তোমার চোখের

বন্যাও নাকি শুঁকিয়ে গিয়াছিলো এক গ্রীষ্মের আগেই ।

তবু বিগত প্রেমের বিরহে আবার

আমাদের হয়ে কাঁদুক আকাশ আজ ।

মুছে যাক বেদনার সব জঞ্জাল ।

মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২

মাহতাব সমুদ্র বলেছেন: সুন্দর সুন্দর। ভালো লেগেছে।

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৫

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ।

২| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১০

শাপলা নেফারতিথী বলেছেন: রেল লাইনটা যেন রোজ অপেক্ষায় থাকে, আমাদের মতোই.. অন্তহীন!! সুন্দর..

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ।

নেফারতিথী নামটা পরিচিত । সংবাদ উপস্থাপিকা আছে নাকি আপনার পরিবারে কেউ ?

৩| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার কবিতা। ভালো লাগা রইল।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

শহুরে আগন্তুক বলেছেন: আপনার জন্য ধন্যবাদ রইলো ভাই । ফেসবুকে আমিনুর রহমান জেসন নামে একজনকে পাচ্ছি । ওটাই কি আপনি ?

৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩

নেক্সাস বলেছেন: চমৎকার কবিতা ব্রো

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২০

শহুরে আগন্তুক বলেছেন: চায়ের রঙ ভালো লেগেছে :P.... সুন্দর লিকার ।

৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর কবিতা... ভালো লাগল :)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২১

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ পাতা , শুকনা পাতা ( জেমস বণ্ডের মতোই বললাম :#> )

৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৩

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২২

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ সুমন সাহেব । সাথেই থাকবেন :)

৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা ভাই।
++++

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১০

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই । ভালো থাকবেন ।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

কাজী মামুনহোসেন বলেছেন: বাহ, দারুন কবিতা।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৯

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ মামুন ভাই । ভালো থাকবেন ।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ভাবনার জগত থেকে ঘুরে আসলাম কিছুক্ষন।
ভাল হয়েছে।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১১

শহুরে আগন্তুক বলেছেন: আশা করি ওই জগতটাও ভালো লেগেছে ।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম!
আমিও হয়তো বদলে যাবো, নিঠুর পৃথিবী বদলে দেয়!
খুব চমৎকার লিখেছেন!

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪০

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ অভি ভাই । আশা করি " মা " কে নিয়ে যে উদ্যোগ হাতে নিয়েছেন তা ভালো মতো এগোচ্ছে ।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৬

শাপলা নেফারতিথী বলেছেন: না তো আমার পরিবারের কেউ নাই..

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪২

শহুরে আগন্তুক বলেছেন: ওহ । আনকমন নামে মিল দেখে ভেবেছিলাম হয়তো একই পরিবারের আপনারা ।

১২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৩

অস্পিসাস প্রেইস বলেছেন:


প্রেমের গায়েও ইদানিং অবসাদ আর সময়ের লাল মরচে প্রলেপ

Very good...... just move on!

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৭

শহুরে আগন্তুক বলেছেন: ফেসবুকে পরিচিত হয়ে ভালো লাগলো :)

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক অনেক ভাল লাগল।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ । আশা করি ভালো আছেন ।

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ সুন্দর ||

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ইমরাজ কবির মুন ।

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ । আশা করি জ্যাম মুক্ত ঢাকায় ভালোই আছেন ।

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০

আরজু পনি বলেছেন:

কেঁদে সব ধুঁয়ে মুছে যাক ...
কবিতায় ভালো লাগা রইল আগন্তুক ।।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮

শহুরে আগন্তুক বলেছেন: আমার আসল নাম কি বলেন দেখি ? :P

১৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৪

রহস্যময়ী কন্যা বলেছেন: কবিতা ভালো লেগেছে :)

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ :)

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

শুধু আদ্যাক্ষর বলে গেলাম...K /:)

ফেসবুক ডিএ্যাকটিভেট করা নইলে ফেসবুকেই টোকা দিতাম চিনি কি না দেখাতে ...হুহ

ঈদের শুভেচ্ছা রইল ...'খ'

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

শহুরে আগন্তুক বলেছেন: হা হা হা ..... :P
আপনাকেও ঈদের শুভেচ্ছা । দাওয়াত দিলাম আমার বাসায় B-)

২০| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগল খুব।

২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ আপু :)

২১| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগল খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.