নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

যে কথাগুলো বলার পর আমিও গুম হয়ে যেতে পারি

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৩

আবু বকর সিদ্দিকী অক্ষত অবস্থায ফিরে এসেছেন . . . .সেজন্যে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া ।



সবাই কিন্তু ফিরে আসে না । আরেকটু স্পষ্টভাবে বললে হারিয়ে যাওয়া মানুষদের প্রায় কেউ-ই এখন আর ফেরে না । যাদের হারিয়ে যাওয়ার খবর আমাদের কানে পৌছয় তাদের জন্যে কিছুদিন একটু হা-হুতাশ করি ,ব্যস । তারপর ভুলে যাই । নতুন নতুন ইস্যু চলে আসে সামনে । ৯০ কোটি টাকায় জাতীয় সঙ্গীতের রেকর্ড করি , দেশে টি২০ বিশ্বকাপ শুরু হয় , সানি লিওনের সোনার সংসার ভাঙ্গন ধরে , সালমান খান তো বিয়েই করছেন না, মুসা ইব্রাহিমকে এভারেস্টের চূড়া থেকে ডিগবাজি খাইয়ে আমদের তিব্বতের মাটিতে হিড়হিড় করে টেনে নামাতেই হয় , রিয়াল মাদ্রিদ - বার্সেলোনার খেলায় রেফারি নির্লজ্জর মতো পক্ষপাতিত্ব করে যা মেনে নেওয়া কোন বিবেকবান মানুষের পক্ষে সম্ভব না, মেসি - রোনালদোর মধ্যে ব্যালন ডি অর নিয়ে কে পাবে তার জন্যে ঝগড়া করতে আমাদের দাঁত শানাতে বসতে হয় . . . . . ইত্যাদি । এসবের ভিড়ে কে কোথায় হারালো তার খবর রাখতে যাওয়ার মতো অবসর আমাদের কমে আসে দ্রুত ।



সুরঞ্জিত সেনগুপ্তের সেই ড্রাইভারটার কথা মনে আছে , যে গাড়ি ভর্তি ঘুষের টাকা বিজিবি-র হাতে ধরিয়ে দেয়ার পর গুম হয়ে গিয়েছিলো ? সে কিন্তু আর ফিরে আসি নি । সাংবাদিকরা প্রায়ই সুরঞ্জিত সেনগুপ্তের নানা কথা বার্তা ছাপান । কই তারা তো কখনো নিজেদের মধ্যে একটু পুরুষত্ব জাগিয়ে খুব ভদ্রভাবে হলেও তার কাছে জানতে চাইলেন না , " স্যার , ঐ লোকটাকে কি আসলেই আর পাওয়া যাবে না ? কিছু জানুন আর না জানুন , আপনার সিক্স সেন্স অন্তত কি বলে ? "



কিংবা আহসানউল্লাহর যে কয়েকটা ছেলে সমুদ্রে হারিয়ে না ফেরার দেশে চলে গেলো ? পর্যটন কর্পোরেশন সবদিক দিয়েই সুশ্রী এক বিদেশীনির আনন্দ উচ্ছ্বাস দেখিয়ে বিশ্বব্যাপী প্রচার করে যাচ্ছে " Welcome to beautiful Bangladesh. . . School of life. Admission going on" , কিন্তু তারা তো ৫০০টাকা খরচ করে চার শব্দে " এখানে নামবেন না । বিপদজনক " লিখে একটা সাইনবোর্ড পর্যন্ত লাগায় নি সৈকতে । লাগালে এতো অল্প বয়সেই কী মানুষগুলো হারিয়ে যেতো ? যেতো না ।



এবার আমি যে উদাহরণ টানবো তাতে আপনি নিশ্চিত নাক সিঁটকাবেন । বলবেন- " ইলিয়াস আলী তো বি এন পি করতো । এ আবার মানুষ নাকি ? " কথার পিছনে হয়তো আসলেই যুক্তি আছে । কারণ আওয়ামী লীগের কেউ হারালেও বিপরীত মতাদর্শের সবাই ঠিক ঐ কথাটাই বলবে । কিন্তু আমারা যারা মানুষের মানুষ পরিচয়ের আগে তার রাজনৈতিক পরিচয় কে সামনে আনি তারা নিজেরা এখনো মানুষের কাতারে আছি তো ? আমার পরিচিত এক বয়স্ক লোকের কথা অনুসারে আমরাও মানুষের কাতারে নেই । কুত্তার কাতারে চলে গেছি ( নাকি আরও নিচে ? ) ।



আচ্ছা ইলিয়াস আলীর কথা থাক । দেশে আরও যে অগনিত মানুষ কিছুদিন পরপর গুম হয়ে হারিয়ে যাচ্ছে , তাদের কথা? তাদের অনেকের হারানোর খবর তো আমাদের কানে পৌছয়ও না । পৌছলেও আমরা দ্রুত গা সওয়া হয়ে যাই । যেমন হয়ে গেছি রানা প্লাজার ১১৪৩টা মানুষের দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে । প্রচার করা হয় এটা নাকি দূর্ঘটনা । কিভাবে? আমি তো দেখি ঠান্ডা মাথার খুন ।



দেশে এখন মুখ খুললেই বিপদ । গুম হয়ে যেতে হয় । আমাকেও হয়তো কোন একদিন বাড়ি ফেরার পথে বা বাড়ি থেকেই গুম হয়ে যেতে হবে । আমি তেমন গুরুত্বপূর্ণ কেউ না , বিয়ে করিনি বলে আমার এমন কোন ক্ষমতাবান স্ত্রীও নেই যার জন্যে প্রধাণমন্ত্রী নিজে আদেশ দেবেন আমাকে খুঁজে বের করতে এবং আমি ৩৫ ঘন্টার মধ্যে অক্ষত ফিরে আসবো এমনটাও দৃঢ়ভাবে আশা করতে পারছি না । আমাকে পাওয়া যাবে হয়তো বুড়িগঙ্গায় বা ত্বকীর মতো শীতলক্ষ্যায় ভাসন্ত অবস্থায় । আমি জানি আপনারা অনেকে কোন কারণ ছাড়াই আমাকে বেশ পছন্দ করেন , স্নেহের দৃষ্টিতে দেখেন , কিন্তু প্লিজ আমাকে নিয়ে চেঁচামচি করার বিন্দুমাত্র চেষ্টা করবেন না । মানববন্ধন - ফন্ধন, অনশন , ফেসবুক , ব্লগে , সংবাদপত্রের পাতায় কোন লেখা-লেখি, প্রতিবাদ সমাবেশ; কোন কিছুরই প্রয়োজন নেই । কারণ এসব অর্থহীন , কিছুই হবে না , আমি দেখার মতো অবস্থায়ও থাকবো না । প্রতিদিন দেখছি দেশে জীবনের কোন নিরাপত্তা নেই , কিন্তু জীবিত থেকেও এই অবস্থার পরিবর্তনে আমি কিছুই করতে পারছি না । আমি শুধু দেখছি । কাজেই আমাকেও যদি কখনো হারিয়ে যেতে হয় ভাববেন সেটাও আমার প্রাপ্যই ছিলো । কারো প্রাপ্য কেউ বুঝে পেলে সেটা নিয়ে হৈ চৈ এর তো কিছু নেই ।



আপনিও কিন্তু আমার মতোই চুপ করে দর্শক হয়ে সব চোখ মেলে দেখছেন । আপনি হারিয়ে গেলেও আমি কখনো তা নিয়ে কোন অভিযোগ অনুযোগ করবো না । আই প্রমিজ ।



কারণ ভবিষ্যত্‍ এর সেই সময় তো আপনিও আপনার ন্যায্য প্রাপ্যটাই ঠিকঠাক মতো বুঝে পাবেন ।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৮

আমার জীবন বলেছেন: :| :| :|

২| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩১

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: আমিও গুম হয়ে ফিরে আসতে চাই।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৩

অতঃপর জাহিদ বলেছেন: ভাই কি বলবেন আজব দেশের অজব মানুষ আমরা।

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৪

শহুরে আগন্তুক বলেছেন: আসলেই তাই ..............

৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৪

অতঃপর জাহিদ বলেছেন: ফারদীন ভাই আমিও

৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৮

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: জাহিদ ভাই, চলেন গুম হই

৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৩

অন্ধকার ছায়াপথ বলেছেন: ফারদীন নিশ্চিন্ত বলেছেন: আমিও গুম হয়ে ফিরে আসতে চাই।


কারন গুম হওয়ার সময় রক্ষা করার মত কেউ নাই রে ভাই../:)/:)/:)/:)/:)/:)/:)

৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: আমি দেখার মতো অবস্থায়ও থাকবো না । প্রতিদিন দেখছি দেশে জীবনের কোন নিরাপত্তা নেই , কিন্তু জীবিত থেকেও এই অবস্থার পরিবর্তনে আমি কিছুই করতে পারছি না । আমি শুধু দেখছি ।
এভাবেই চলতে থাকবে দেশ ও জাতি।কবে যে আমাদের ঘুম ভাঙ্গবে-সেই আশায় আছি।।

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৪

শহুরে আগন্তুক বলেছেন: আমি আশা করে থাকতে থাকতে ক্লান্ত !!!!!!!!!!!

৮| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২১

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: আপনারা গুম হন। আমি ঘুমাই।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চিন্তায় আছি সামু ব্লগ না আবার কোনদিন গুম হয়ে যায়!!

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৫

শহুরে আগন্তুক বলেছেন: সামু সম্ভবত যেদিকে বাতাস সেদিকেই পাল তুলে রাখে .... আশা করি হবে না ।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৮

মামুন রশিদ বলেছেন: ঠিক বলেছেন ।

১১| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

ঢাকাবাসী বলেছেন: একটা অকার্যকর দেশে বাস করছি নাকি?

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৩

শহুরে আগন্তুক বলেছেন: আপনার কি ধারনা ???

১২| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩১

নবীউল করিম বলেছেন: +++++++++++ আমি ছেড়ে আমরা কবে হবো?

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩২

শহুরে আগন্তুক বলেছেন: কখনোই না ।

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৩

দি সুফি বলেছেন: বোবার শত্রু নাই!

১৪| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দারুণ পোস্ট । ++

সহমত আর ভালোলাগা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.