নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

আমাদের বিসর্গ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

গতবারের একুশে বই মেলার কথা । প্রথম বইয়ে লেখা প্রকাশ হয়েছে, তাও একটা বইয়ে না, একেবারে দুই-দুইটা বইয়ে । মেলায় মোটামুটি উড়তে উড়তে ঢুকলাম । দুটো বই-ই প্রকাশ হয়েছিলো আদী প্রকাশনী থেকে একটা ছিলো হুমায়ুন আহমেদকে নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থ " কিংবদন্তী হুমায়ুন " এবং " শুধু তোমারই জন্যে " ( বই দুটো এ বই মেলাতেও আছে, সোহরাওয়ার্দি উদ্যানে স্টল নম্বর ২৬৪)। প্রকাশক সাজিদ ভাই কেন লেখাদুটো বেশ পছন্দ করে প্রশংসাও করেছিলেন জিজ্ঞেস করি নি, আমি বইয়ে লেখা যাচ্ছে এতেই মহাখুশিতে বাকবাকুম :-D



মেলায় ঢুকলাম । আদী প্রকাশনীর স্টলও পাওয়া গেলো । স্টলের সেলসম্যান আমাকে চেনে না ( প্রকাশকের সাথেও কখনো দেখা হয় নি ... আমি বাস্তব জীবনে একটু গর্তজীবী মানুষ ), স্টলে গিয়ে কিছুক্ষন দাড়িয়ে নানা বইয়ের ফাঁকে নিজের লেখা প্রকাশ হয়েছে ঐ বই দুটোও চোখে পড়লো । হাতে নেয়ার আগে সেলসম্যান নিজেই " কিংবদন্তী হুমায়ুন " বইটা এগিয়ে দিয়ে বললো - ' এই বইটা দেখতে পারেন । জাফর ইকবাল, আহসান হাবীব সহ আরও বেশ কয়েকজনের লেখা আছে এখানে । '



আমি মজা করে একটু অবাক হওয়ার ভান করি, - ' তাই নাকি! বলেন কি!! আর কার কার লেখা আছে? '



সেলসম্যান নিজেই সূচিপত্রের পাতাটা বের করে দেয় । নিজের নামটা চোখে পড়লো । জাফর ইকবাল, আহসান হাবিব, মোহিত কামাল- এদের সাথে ।একই পাতায় ।



কিছুক্ষন সূচিপত্রটা দেখে সেলসম্যানের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম । বললাম, -' এখানে তো ভাই আমার নামও দেখা যাচ্ছে । কারণ আমারও একটা লেখা আছে বইয়ে । ' সেলসম্যান একই সাথে অবাক এবং অপ্রস্তুত । আমি তাকে আমার লেখাটা খুলে পড়তে হাতে ধরিয়েে দিয়ে গুনগুন করে আপন মনে গান গাইতে গাইতে মেলায় ঘুরতে শুরু করলাম । বুকে তখন অপার্থিব এক ভালো লাগার অনুভূতি ।



......... হয়তো খুবই সাধারণ একটা ঘটনা । কিন্তু এই সাধারণ ঘটনাটাই আমার ছোট্র জীবনে ঘটে যাওয়া হাতে গোনা জ্বলজ্বলে অসাধারণ ঘটনাগুলোর একটি ।



টুকটাক লেখালেখির চেষ্টা করলে প্রধান যে উপকারটা হয় তা হলো হুটহাট করে মাঝেমাঝে এমন ভালো লাগার একটা উপলক্ষ তৈরি হয়ে যায় । হ্যা, আপনি লিখতে না জানলেও :-P



এবারের বই মেলাতেও আমার ভালো লাগার মতো একটা উপলক্ষ তৈরি হয়েছে । রোদেলা প্রকাশনী থেকে প্রকাশিত " বিসর্গ " নামের একটা গল্প সংকলনে আমার একটা ছোট গল্প প্রকাশ পেয়েছে । এই সংকলনে মোট ২১ টি ছোট গল্প আছে । এ বইয়ের গল্পকারদের কেউ-ই বিখ্যাত কেউ নন, আমার মতোই অখ্যাত । আদতে আমাদের " লেখক " বলারই কোন কারণ নেই । আমরা লেখার চেষ্টা করছি কেবল । " বিসর্গ " আমাদের সকলের অপটু হাতের প্রয়াস ।



আমার গল্পটার নাম " একজন মায়াবতী " । ২০১৫ সালের এ যুগে মায়াবতী মানুষ আসলেও টিকে আছে কিনা জানি না, তবে আমার মায়াবতীকে আমি আমার সাধ্য অনুযায়ী মমতা দিয়েই গড়েছি । যত যাই লিখি না কেন, সেখানে কিভাবে কিভাবে যেন ঠিকই বিষন্নতার একটা মোটা দাগ পরে যায় । এখানে আমি সযত্নে সেই দিকটা আসতে দেই নি ।



আশা করি একুশ জন আলাদা আলাদা তরুন বয়সী মানুষের চিন্তার এ ফসল আপনাদের ভালোই লাগবে :-)



বইয়ের নাম : " বিসর্গ গল্প সংকলন "

প্রকাশনী : রোদেলা

স্টল নম্বার : ২৪২, ২৪৩, ২৪৪ ( সোহরাওয়ার্দি উদ্যানে )

ছাড়সহ মূল্য : ১৫০ টাকা



ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/besorgo



হ্যাপি রিডিং :-)

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.