নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কারফিউ, নাগরিকতমার জন্য

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

প্রয়োজনে সেদিন কারফিউ থাকবে নাগরিকতমা ,

ঢাকার রাস্তায়, মোড়ে, বিপণী বিতান , পানশালা আর অলিতে- গলিতে ।

কারফিউ জারি করবো স্বয়ং স্বৈরশাসক এই আমি,

জীপ থেকে লাফিয়ে নেমে সেনাবাহিনী তোমায় কুচকাওয়াজে সেলাম ঠুকবে,

আসতে যেতে ।



শূন্য রাস্তা, অফিসগামী ব্যস্ত মানুষের এক দিগন্ত নিস্তব্ধ কলরব

রিকশা এগোবে বহুদূর হিমালয় থেকে ভেসে আসা বাতাস কেটে

পথকলিরা কাঁটা ভেঙ্গে গোলাপ ছুঁড়বে দুপাশ থেকে মুহুমুহু

সেতার আর অর্গানে বাজবে প্রিয় সুর ... এক - দুটো নয়, বহু ।



তবে কিনা ইদানীং কিন্তু মুখচোরা ভদ্র আমি ডাকাত হয়েছি ভীষণ

ফাঁকা রাস্তায় হুট করে ধেয়ে আসা চুমুর ভয়ে ভীত তুমি হতেই পারো ।

লজ্জা - সংকোচ?!

সেসব কিসের আবার?

স্বর্গ, মর্ত্য, চরাচরে হুলিয়া জারি করা আছে - এ মানবী শুধুই আমার !

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার।

২২ শে মার্চ, ২০১৫ রাত ৮:২৯

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ প্রোফেসর !

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১১

সুফিয়া বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ।

২২ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩০

শহুরে আগন্তুক বলেছেন: আপনাকেও ধন্যবাদ !

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।++

২২ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩০

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ !

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯

সুমন কর বলেছেন: ভাল লাগল।

৩+।

২২ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩০

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ভাই!

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২২ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩০

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !

৬| ২২ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৯

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাস ...
দারুন সাহসী উচ্চারণ ...

কবিতায় ভালোলাগা :)

২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:০০

শহুরে আগন্তুক বলেছেন: B-) ;) :#> :!>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.