নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

কোন দিন এমনও হয় ....

০৮ ই মে, ২০১৬ রাত ১১:০৭

গুলিস্তানের ফুলবাড়িয়া পার হয়ে চানখারপুলে এসে জ্যামে পড়লাম । ভয়াবহ জ্যাম । ডানে বায়ে কোথাও যাওয়ার জায়গা নেই । লোক মুখে শোনা গেলো সামনে নাকি রাস্তার মাঝখানে একটা ট্রাক আইলেনে ধাক্কা খেয়ে নষ্ট হয়ে গেছে । রাস্তা ক্লিয়ার হতে সময় লাগবে । গাড়ির ড্রাইভাররা এই কথা শুনে ইঞ্জিন বন্ধ করে দিলো ।

দেখতে দেখতে ঘড়ির কাঁটা বারোটা থেকে দেড়টায় । একটু পেছনে তীব্র শব্দে এম্বুলেন্সের সাইরেনটা খুব আকুল হয়ে বাজছে । রোগীর অবস্থা মনে হয় খারাপ । এতোক্ষন একটু ছায়া ছায়া ছিলো , এখন চোখ ঝলসে দেওয়ার মতো প্রখর রোদ । বাংলাদেশে এখন ঋতু হয়ে গেছে একটা ; আজগুবি ঋতু । এ ঋতুতে যখন খুশী রোদ , যখন খুশী বৃষ্টি । রিকশার হুডটা তুলে দেবো কিনা ভাবছি । একটু দ্বিধাদ্বন্দে আছি, কারণ আমার ডানপাশে ঠিক এক রিকশা আগে একজন মায়াবতীর সাথে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে । শেষবারে সে একটু অস্পষ্টভাবে হাসলোও যেন । এমন উস্কানিমূলক অবস্থায় রিকশার হুড তুলে দেয়াটা ঠিক নিরাপদ নয় । কারণ কোন এক অদ্ভুত কারনে অনেক মেয়েই রিকশায় হুড তুলে চলা ছেলেদের মেয়েলী স্বভাবের ছেলে ধরে নেয় ।

যাচ্ছি এক বান্ধবীর গায়ে হলুদে । বহু দূরে তার বাসা, জ্যাম না থাকলেও পৌছতে বিকেল হয়ে যেতো । বেলা গড়ানোর সাথে সাথে ক্ষুধা বেড়েই চলেছে । ব্যাগে কখনো সখনো টুকটাক ড্রাই ফুড থাকে । নেড়েচেড়ে দেখলাম । এক বোতল পানি ছাড়া কিছুই নেই । পানিটাই খেলাম একটু ।

......কিছুক্ষনের জন্যে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম । সংবিৎ ফিরে পেয়ে দেখি ঐ মেয়েটা আরেকজনের সাথে চোখাচোখি করছে । আমার মন বিষন্ন হয় ।

- " বাবা ক্ষুধা লাগছে নাকি তোমার ? "

রিকশার গা ষেঁষে দাড় করানো এক প্রাইভেট কারের জানলা থেকে এক গোলগাল চেহারার মাঝবয়সী মহিলা মুখ বের করে জিজ্ঞেস করেছেন । তার মাঝে মাতৃভাব প্রবল ।

এ ধরনের প্রশ্নে ভদ্রতা দেখিয়ে না করার নিয়ম ।

- " জ্বি লেগেছে । বুঝলেন কিভাবে? "
- " বারবার ব্যাগ কি যেন খুঁজছো দেখে মনে হলো । এই নাও , এইগুলো থাও । "

বলে আমার দিকে এক প্যাকেট বিস্কুট বাড়িয়ে দিলেন । না করলাম না । কিছু মানুষের মমতা ফিরিয়ে দেয়া যায় না । কুটকুট করে খাওয়া শুরু করি ।

বিকেল হয়ে গেলো । কিছুক্ষন আগে থেকে রোগী মারা যাওয়ায় সাইরেন আর বাজছে না । রোদও মরে গেছে । সবাই ক্ষুধার্ত । কিছু খাওয়া দরকার । আশেপাশের দোকান থেকে চাল, ডাল, আনাজ পাতি আনা হলো । আমি সহ আরও কয়েকজন নেমে রিকশা, গাড়ি একটু একটু করে চাপিয়ে রাস্তার মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা করে ইট দিয়ে চুলো বানালাম । আমাকে বিস্কিট খেতে দেয়া সেই আন্টি কোমড়ে আঁচল বেঁধে রান্নায় নেমে গেলেন । জ্যামের অবস্থা দেখে শুধু দুপুর না , রাতের খাবারও রান্না হলো । খাবারের স্বাদ অমৃতসম ।

রাতে খাওয়ার সময় দেখলাম ঐ ছেলে মেয়ে দুটোর প্রেম হয়ে গেছে । খাওয়া শেষে মেয়েটা লাজুক মুখে তার রিকশা ছেড়ে চলে গেলো ছেলেটার রিকশায় । তাদের মনে মনে আশীর্বাদ করি । জগতের সকল ভালোবাসা সুখি হোক ।

সকাল হলো । রাতে রিকশায় বেকায়দায় ঘুমানোয় সারা শরীর ব্যথা । উঠে রাস্তার পাশের সরকারি কলের পানিতে মুখ ধোয়া শেষে দেখি রাতের উপায়েই নাস্তা হাজির ।

ছুটছে, ছুটবে করেও জ্যাম ছুটলো না । দিন কাটতে লাগলো । কাটতে লাগলো সপ্তাহ, মাস ...

একদিন শুনি মেয়েটা আর ছেলেটার সম্পর্কটা নেই । ভেঙ্গে গেছে । সে আবার ফিরে এলো তার নিজের রিকশায় । চেহারায় মলিনতার ছাপ । মাঝেমাঝে সে পিছু ফিরে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে থাকে । আমিও মায়াবতীর চোখে চোখ রাখি । কিন্তু বুকের ভিতরে কিছু অনুভব করি না ।

......আমরা সবাই স্থবির হয়ে দাড়িয়েই আছি । এরই মাঝে বেশ কয়েক বছর সময় কেটে গেছে । যে বান্ধবীর বিয়ে খেতে যাওয়ার কথা ছিলো, সেদিন ফোনে জানালো তার এখন ফুটফুটে একটা বাচ্চা আছে, ক্লাস টুতে পড়ে ।

..... এখানে এখন আর কেউ দিন - তারিখের হিসাব রাখে না । কি লাভ রেখে? রিকশা, গাড়িতে থাকা বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে দেখে আমরা একটা স্কুল খুলেছি কিছুদিন হলো । আমি ওখানে বাংলা পড়াই । আর মেয়েটা গনিত । প্রতিদিন দেখা হয় তার সাথে , কখনো কথা হয় না । নামটাও জানা হয় নি । মায়াবতী তো মায়াবতীই, তার অন্য নামের আবার কি দরকার?

সময় নিস্তরঙ্গ । তবু আজও আমরা অপেক্ষা করি একদিন গাড়ির এ জট ছুটবেই , তখন আমরা যার যার গন্তব্যে পৌছবো । যারা গন্তব্যের ঠিকানা ভুলে গেছে, তারা নতুন গন্তব্য খুঁজে নেবে । নগরীর মাঝে আটকে পড়া আমাদের কথা আর কারো মনে নেই । আমরা সবার মাঝে থেকেও হারিয়ে গেছি ।

সবকিছুর পরেও, এই অন্তহীন স্থবিরতায় বেশ ভালোই আছি আমরা ।

( অনেক আগে একটা ম্যাগাজিনে লেখক শিমু নাসেরের একটা ছোট গল্প পড়েছিলাম । এতদিন পর এখন আর নামটা মনে পড়ছে না । এ লেখাটা সেই লেখার ছায়া অবলম্বনে রচিত )

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ রাত ১১:৩১

সুমন কর বলেছেন: ইন্টারেস্টিক.....!

২| ০৯ ই মে, ২০১৬ রাত ৯:৩১

হাসান মাহবুব বলেছেন: আমারও মনে হচ্ছিলো এটা কোথায় যেন পড়েছি। এখন আফসোস হচ্ছে কেন এমন একটা থিম আমার মাথায় আগে এলো না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.