![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারের বাসিন্দা :)
বাংলাদেশের ব্লগ ‘সোনার বাংলা ব্লগের’ সম্পাদক প্রকৌশলী আমিনুল মোহায়মেনকে বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নেয়ার ৪ দিন পরেও আদালতে হাজির করা হয়নি।
এ অভিযোগে ব্লগ সম্পাদকের স্ত্রী আছিয়া খাতুন তার স্বামীর জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আছিয়া বলেন, ‘আমি আমার নিষ্পাপ ছোট ছোট দু’টি সন্তান নিয়ে ভয়াবহ মানসিক কষ্টে-যন্ত্রনায় সময় পার করছি এবং আমরা সবাই এখন আমিনুল মোহায়মেন-এর জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’
আছিয়া তার স্বামীর ফিরে আসা বা আদালতে হাজিরের ক্ষেত্রে সহযোগিতা বাংলাদেশী গণমাধ্যমগুলোর সহযোগিতার আবেদন জানিয়েছেন।
মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে এ আবেদন জানান আছিয়া খাতুন।
বিবৃতিতে তিনি জানান, ‘গত ১৬ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ২ টার সময় গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে কয়েকজন আমার স্বামী আমিনুল মোহায়মেন-এর ধানমন্ডির হাউজ নং- ৭৫, ফ্ল্যাট নং- সি-১/ডব্লিউ, রোড নং-৮/এ ঠিকানায় এসে তাকে গ্রেফতার করে তাদের সঙ্গে নিয়ে যায়।’
তারপর ওইদিনই সন্ধ্যায় আমার সঙ্গে তার মোবাইলে আলাপও হয়েছে। তিনি ডিবি (সাউথ)-এর অধীনে আছেন মর্মে আমাকে জানিয়েছেন।
কিন্তু সেই থেকে এ পর্যন্ত তার সাথে আর কোন যোগাযোগ হয়নি। তাকে আদালতেও হাজির করা হয়নি। থানায় জিডি করতে গেলেও জিডি গ্রহণ করা হয়নি, যোগ করেন আছিয়া।
বিবৃতি আছিয়া জানান, তার স্বামী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অধীনে অর্থ বিভাগের একটি প্রজেক্টে প্রযুক্তি পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
আছিয়া নিশ্চিত করেন, তার স্বামী মোহায়মেন একজন সাদামাটা ও সহজ সরল ধরনের নিরীহ মানুষ। তিনি রাষ্ট্র ও আইন বিরোধী কোন কর্মকান্ডের সঙ্গে যুক্ত নন। তার নামে কোথাও কোন মামলা-মোকদ্দমা নেই।
বিবৃতিতে আছিয়া তার স্বামীকে গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির না করার আইনি বাধ্যবাদকতার কথা উল্লেখ করে বলেন, ‘চারদিন হয়ে গেলো তার কোন হদিস নেই।’
আছিয়া জানান, আমিনুল মোহায়মেনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার ল্যাপটপ, মোবাইল, দু’টি পাসপোর্ট, ৫/৬টি ব্যাংক একাউন্টের চেকবই ও একাডেমিক সার্টিফিকেটসহ কাগজপত্র নিয়ে গেছে আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ধারী ব্যক্তিরা।
চেক বইগুলোর মধ্যে আছিয়া খাতুনের চেক বইও রয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
প্রসঙ্গত, ২০১০ এর আগস্টে যাত্রা শুরু করে সোনার বাংলা ব্লগ আড়াই বছরের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয়তম কমিউনিটি ব্লগে পরিণত হয়।
ব্লগটিতে সরকার বিরোধী অনেক তরুণ ব্লগার সরকারের নানা কর্মকান্ডের সমালোচনামূলক ব্লগিং করতেন।
গত ৮ ফেব্রুয়ারি ঢাকার শাহবাগে সরকার সমর্থকদের ডাকা ছাত্র-যুব মহাসমাবেশ থেকে সরকার বিরোধী গণমাধ্যম দৈনিক আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম ও দিগন্ত টেলিভিশনের পাশাপাশি সোনার বাংলা ব্লগকেও বন্ধ করে দেয়ার আহ্বান জানানো হয়।
গত শুক্রবার শাহবাগে সরকার সমর্থকদের আরেকটি সমাবেশ থেকেও সোনার বাংলা ব্লগ বন্ধ করার দাবি জানানো হয়।
এদিন রাতে পল্লবীর পলাশনগরে সরকার সমর্থক ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন নিহত হওয়ার পর সোনার বাংলা ব্লগ সম্পাদক মোহায়মেন আটক হন।
তবে ব্লগার রাজীব হত্যার ঘটনায় তার বাবা ডা. নাজিমুদ্দিনের দায়ের করা হত্যা মামলায় আমিনুল মোহায়মেনকে অভিযুক্ত করা হয়নি।
আরটিএনএন
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
মানিক বনিক বলেছেন: হারামজাদারে ভালো করে ঠ্যাঙ্গানো হোক।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
মানিক বনিক বলেছেন: হারামজাদারে ভালো করে ঠ্যাঙ্গানো হোক।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
সাত সাগেরর মাঝি বলেছেন: সরকার তো পাগলা কুকুর হয়ে গেছে ! ভিন্নমতের সবাই রে পুলিশ দিয়া মারতেছে ।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
আমার জন্য লেখা বলেছেন: মানিক বনিক বলেছেন: হারামজাদারে ভালো করে ঠ্যাঙ্গানো হোক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
Ðârķŋễšs বলেছেন:
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
মহাজাগতিক মুসাফির বলেছেন:
দালালী করে ভাল করে খেয়ে নাও।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
রিমন০০৭ বলেছেন: আমিনুল মোহায়মেনকে শাহবাগে ঝুলানো হোক
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
লিঙ্কনহুসাইন বলেছেন: কেন সাড়া জীবন তো জামাতিগো দালালী করেছে , এখন যাক জামাতিরা তারে ছাড়িয়ে আনতে
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
কোবিদ বলেছেন: সাত সাগেরর মাঝি বলেছেন: সরকার তো পাগলা কুকুর হয়ে গেছে ! ভিন্নমতের সবাই রে পুলিশ দিয়া মারতেছে । (
সাগরের মাঝিকে সমুদ্রে ডোবানো হোক
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
Ðârķŋễšs বলেছেন: কোবিদ বলেছেন: সাত সাগেরর মাঝি বলেছেন: সরকার তো পাগলা কুকুর হয়ে গেছে ! ভিন্নমতের সবাই রে পুলিশ দিয়া মারতেছে । (
সাগরের মাঝিকে সমুদ্রে ডোবানো হোক
সহমত ভ্রাতা
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
আবু তাশফীন বলেছেন: সরকারের উচিত আমিনুল মোহায়মেনের যদি আইনবিরোধী কোন দোষ থাকে তা প্রকাশ করা এবং বিচার করা। খালি ভিন্ন মতের বলে গ্রেফতার করে নির্যাতন ও পরিবারকে অসহায় করা ঠিক নয়। দেশের অন্য সবার মতো এই পরিবারেরও স্বাভাবিক ভাবে বাঁচার সাংবিধানিক অধিকার আছে। আমিনুল মোহায়মেনকে পূলিশ গ্রেফতারও দেখায়নি, আবার পরিবার জিডি করতে গেলে তাও নেয়নি। এটা অমানবিক।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
হাসানুল বান্না পথিক বলেছেন: অমানবিক বলে দেশে কিছু নাই। সরকার যা করবে সবই মানবিক। আর বিরোধীরা যা করবে সবই অমানবিক। এই দেশে কোন ভিন্ন মত থাকতে পারবে না। সবাই কে জর করে আওয়ামীলীগ বানানো হবে।
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
এম.ডি জামান বলেছেন: যারা এখন বলছেন- তাকে ধরছে ভাল হয়েছে, তাদেরকে বলছি অন্যায় যার বিরুদ্ধেই হউক যদি প্রতিবাদ না করেন তাহলে একদিন যখন আপনার বিরুদ্ধে অন্যায় তখন ও প্রতিবাদ করার কাউকে পাবেননা।
আমিনুল মোহায়মেনেন যদি আইন বিরুধী কিছু করে থাকে তবে আইনগত তার বিচার করা হউক কিন্তু অন্যায় ভাবে দিনের পর দিন আটকিয়ে রেখে নির্যাতন করা মেনে নেয়া যায়না।
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
পোসেইডন বলেছেন: উপরের কিছু কমেন্টে দেখলাম কেও কেও বলছে ভালই হয়েছে, এখন ইচ্ছামত ঠেঙ্গানো হোক।
এটা কেমন ধরণের কথা? একটা মানূষ সাগর পরিমাণ অন্যায় করলেও তার আত্মপক্ষ সমর্থণের অধিকার আছে, এ জন্যেই সমাজ, আদালত, বিচার ব্যবস্থা প্রতিষ্টিত হয়েছে।
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
বিডি আইডল বলেছেন: মোহায়মেন কি সোনা ব্লগের সম্পাদক ছিলো? আমি জানতাম সে কোডিং এর কাজ করেছিলো ওই ব্লগের।
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
কোবিদ বলেছেন: ব্লগ সম্পাদকের দ্বায়িত্ব কোন অশ্লীল, অশোভন ও বিশৃঙ্খলার উদ্ভব হতে পারে এমন মন্তব্য/লেখা ব্লগ থেকে অপসারণ করা। ‘সোনার বাংলা ব্লগের’ সম্পাদক তার দ্বায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যার্থ হয়েছেন। এই ব্যর্থতার দরুণ গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে অনেক অশালীন ও অশোভন মন্তব্য করা হচ্ছে যা অনভিপ্রেত। সোনার বাংলা ব্লগে প্রকাশিত স্পর্সকাতর লেখার দ্বায়ভার সম্পাদককেই নিতে হবে। তবে সবারই আইনের আশ্রয় পাবার অধিকার আছে।
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
২০১৩ বলেছেন: তিনি অবিচার কারী হলে আল্লাহ তার বিচার করুক আর অবিচারের স্বীকার হলে আল্লাহ তাকে রক্ষা করুক।
১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
লুকার বলেছেন:
তার বদমাইশির খবর কি আছিয়া খাতুন রাখতেন? চেকবই নিছে মনে হয় পার্টি বা অন্যান্য সূত্র থেকে টাকা আসে কিনা দেখার জন্য। নির্দোষ হইলে আল্লার উপর ভরসা রাখেন!
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো হইছে। হারামজাদারে ভালো করে ঠ্যাঙ্গানো হোক। মাহমুদুরেও ধরা উচিৎ। সোনার বাংলা ব্লগে যা করছে এখন মাহমুদুর প্রিন্টিং মিডিয়াতে তা করতিছে। আরো ভয়ংকর!