নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের বাসিন্দা

অন্ধ আবেগ কোন যুক্তি মানে না। চুপ করে থাকাই বোধহয় ভাল।

Ðârķŋễšs

অন্ধকারের বাসিন্দা :)

Ðârķŋễšs › বিস্তারিত পোস্টঃ

সালাম, বরকত, শফিউর, রফিক, আর আমি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ফুল দিতে যাচ্ছিলাম। পথ

আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত,

শফিউর---

¤রফিক -- কই যাও?

¤ আমি -- জি, শহীদ মিনার যাচ্ছি ফুল

দিতে।

¤সালাম -- ফুল দিয়ে কি হবে?

¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ

করা হল। আপনাদের আত্মা শান্তি পাবে।

¤বরকত -- হা হা হা, কুরআন হাদিসের

কোথাও

লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়?

কখনো কি কবর জিয়ারত করেছো?

দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য

দোয়া করেছো??

¤ আমি -- জি…না, মানে…

¤রফিক -- হুমম, প্রতি বছর কত

টাকার ফুল

দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও?

¤ আমি -- জি, কোটি টাকার উপরে।

¤শফিউর -- আচ্ছা আমার

মা যে চিকিৎসার

অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ

নিয়েছে?

¤সালাম -- আমার আত্মীয়

স্বজনরা যে রিকশা চালিয়ে,

দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে,

তার

কি কোন খবর রাখে কেউ?

¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন

আপনারা। আপনাদের আত্মীয় স্বজন

তো দেয়

নাই। তাদের খোঁজ কেন নিব?

¤বরকত -- যুদ্ধ

তো করছে মুক্তিযোদ্ধারা।

তাদের নাতি পুতিরা এত সুযোগ

সুবিধা পায়

কেন?

¤শফিউর -- বাদ দাও তো বরকত !

ওদেরকে বেশি উস্কে দিয়ো না।

বেশি উস্কালে হয়ত, নতুন প্রজন্মের

মুক্তিযোদ্ধার মত নতুন প্রজন্মের

ভাষা সৈনিক নামেও

তারা আরেকটা পার্টি বানাবে।

(মনটা খারাপ হয়ে গেল। বাসায়

ফিরে আসলাম। আর কোনদিন ফুল

দিতে যাবো না।) :(

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

শার্লক বলেছেন: হায় হায় কি করলেন এখন তো নতুন আর একটা পার্টি বানাবে। ++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

Ðârķŋễšs বলেছেন: :( :( :( :(

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

নাছির84 বলেছেন: চরম।উপাদেয়।তিক্ত।বেরসিক।সাধু।সত্যবাদী......আর কিছু চাই ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

Ðârķŋễšs বলেছেন: নাহ ভাই :( :( :(

অনেক কিছু দিয়ে ফেলছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.