নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে মানুষ বলেই দাবি করি, কারন মানুষ নিলজ্জ প্রাণী

ধুসর আলো

ধুসর আলো › বিস্তারিত পোস্টঃ

!!!!!!!!!!ছিঃ ছিঃ আমরা কি জাতি, মানুষ না অমানুষ!!!!!!!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

১৯৭১, সালে এদেশ স্বাধীন হয়েছিল, তখন আজকের মত সুশীল সমাজ আর বড় বড় গলাবাজ নেতারা সরাসরি যুদ্ধে জড়াননি নিজেদের জীবন যারা বিপন্ন করে যুদ্ধ করেছিল , তারা ছিল আপনার আমার মত সাধারন মানুষ , আমরা এই সূর্যসন্তান দের কিছুই দিতে পারিনি , কিন্তু আমরা অনেককে অনেক কিছুই দিয়েছি, দিয়েছি পতাকা, যেটা তুলে দিয়েছি পতাকা পড়ানো মানুষ গুলোর গাড়িতে, ওটা পতাকা নয়, ওটা ৩০ লক্ষ্য মানুষের জীবন আর ৫ লক্ষ্য মা বোনের ইজ্জত, আজকে মনটা অনেক খারাপ তাই বেশি কিছু বলতে চাই না, খুব খারাপ লাগল যখন দেখলাম যে সহিংসতাই মুক্তিযোদ্ধা খুন, আর কি চাই, তার মৃত্যুতে যোগ্য সম্মানটাও দিতে পারলাম না, শুধু তাকে বলতে চাই দাড়ি টুপি সব সময় থাকে না তাই হয়তো আমার দোয়া কবুল হবে না তার পরও তোমার জন্য দোয়া করব আমি, আমি জানি তোমার মত বীর দের জন্য আমার মত মানুষ দের দোয়া লাগবে না, তারপরও বিবেক মানল না.।.। .।.।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.