![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়ার্ল্ড কাপের থিম সং টা দেখলাম, কিন্তু আজ অনেক বেশি খুটিয়ে খুটিয়ে দেখলাম, এখন কথা হল এখানে বাংলাদেশটা কই, ক্রিকেট কই,ক্রিকেট কি শুধু তিনটা দেশই খেলে নাকি আরও দেশ আছে । এরকম বড় ইভেন্ট কি বার বার আয়োজন করার সুযোগ আসে, দেশটাকে কি তুলে ধরা যেত না । তাছাড়া মেয়েগুলার ড্রেসআপ এর কথা নায় বা বললাম, সরকারি আর বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোও কোন পার্থক্য করতে পারেনি এনাম মেডিকেলেরটা দেখে মনে হলে স্ট্রেচার থেকে না জানি রোগী উঠেই সার্কাস দেখানো শুরু করে । থিম সং টা তো পুরাই কপি । আগেরটাও কপিই ছিল। থিম সংটা কি "Beautiful Bangladesher" এর মত করা যেত না । শুধু বলব যে দাদাদের দেখে কপি মারলেন তাদেরও কি দু পাঁচটা শট কি দেখানো যেত না । কবে আমরা একটু মানুষ হব বলতে পারেন .।.।।
১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৩
ধুসর আলো বলেছেন: ধন্যবাদ !!!!
১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৩
ধুসর আলো বলেছেন: ধন্যবাদ !!!!
২| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
পরের তরে বলেছেন: দালাল০০৭০০৭ @ ভাই এর সাথে একমত.........
১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৩
ধুসর আলো বলেছেন: ধন্যবাদ.।।।
৩| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
নহে মিথ্যা বলেছেন: ভাই তাসের ঘড় প্রোডাশন হাউজের এই গানটা শুনের মাথা ঠান্ডা হয়ে যাবে
Click This Link
১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৬
ধুসর আলো বলেছেন: জি, ভাই , ভাল লেগেছে...।।
৪| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:০০
হেডস্যার বলেছেন:
এইটারে নাকি ফ্ল্যাশ মব বলে.....
হেহ...আর কি দেখাইবা মমিন?
রুচি আর কুরুচির পার্থক্য ও নির্মাতারা ভুইলা বইসা আছে।
৫| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:০০
ভোরের সূর্য বলেছেন: আপনার সাথে সহমত। এ বিষয়ে আমি একটা লেখা লিখেছিলাম পড়ে দেখতে পারেন।দেখুন
তবে আপনি যেই ভিডিও সংগুলোর কথা বলছেন সেটি হচ্ছে মোব ফ্ল্যাশ। তবে এটা ঠিক যে এত সমালোচনা হবার পরেও মোব ফ্লাশের ভিডিওগুলো একই পথে হেটেছে।
গতকালকে এক ব্লগার ভাই মোব ফ্ল্যাশ নিয়ে লেখা লিখেছেন সেখানে তিনি এতই গুনগান করেছেন যে পড়লেই বুঝবেন এমন কি গানের ভেতর অর্ধেক ইংরেজী শব্দ ঢুকিয়ে নাকি সেটা আরো বেশী আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে( হায়রে কপাল আমাদেরকে জাতে উঠতে গেলে ইংরেজী ঢুকাতে হয়)।শুধু তাই নয়। ২জন বিদেশী ভিডিওতে নাচার জন্য আরো বেশী ভাল হয়েছে ভিডিওটা।(ব্লগারের বক্তব্য)।দেখুন
১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৯
ধুসর আলো বলেছেন: ুনিয়াটা এরকমই ভাই, সব কিছুরই দালাল থাকে , উনার পোস্ট দেখে মনে হয় উনি নিজেই ফ্লাশ মবের লোক .।।
৬| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৩
কামরুল ইসলাম রুবেল বলেছেন: জ্বি, দেখা মাত্রই এই রকম কথা কইয়া বহুত উল্টা কতা হুনচি। গরীবের কথা বাসী হইলে ফলে।
৭| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৯
ধুসর আলো বলেছেন: াই কিছু মনে করবেন না ভাল কথা সব সময়ই ভাল.।।।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২০
দালাল০০৭০০৭ বলেছেন: