![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুঝি আমি, বুঝতে আমি পেরেছি, বোকা তো তাই না হয় একটু দেরি হয়...। হটাত মনে হল আমার সাথে যারা নিজেদের নামটা চেঞ্জ করতে চেয়েছিল তাদেরকে একটু দেখে আসি......।
তুমি দাঁড়িয়ে আছ, গ্রিলের ফাকে আঙুল গলিয়ে । এই মাত্র শুনেছ, ভেজা চুলে তোমাকে অনেক সুন্দর লাগছে , কিছুক্ষণের জন্য তুমি নিসচুপ জানি নিজেকে নির্দোষ প্রমান করতে ব্যাস্ত ছিলে তুমি... ভাল থেক তুমি , জানি আমি না বললেও থাকবে । তোমার এই হঠাত নীরব হয়ে যাওয়ার কারন গুলো তখন না বুঝলেও এখন কেন জানি বুঝতে পারছি, ভাল থেক তুমি । আমি বুঝে গিয়েছি আমি অধিকার হারিয়েছি, বেঁচে থাকার অধিকার, পৃথিবীতে মুক্ত ভাবে শ্বাস নেওয়ার অধিকার । কাঁধ কাঁধ মিলিয়ে চলার বা রাগ করার অধিকার , ভালবাসার অধিকার কোন দিনও ছিল না তাই এটা নিয়ে ভাবছি না আমি... হটাত মনে হল তুমিও তো নাকি বাচবে না বলেছিলে আমার প্রস্থানে দেখি কোথায় তুমি...
কালকে এক্সাম, চিন্তায় আছ, আমায় নিয়ে এখন আর অত মাথা ঘামাও না জানি , শোন নাই, দেখেছ আমার সংবাদ, সারাদিন তো থাক সেখানেই, আমার যেখানে প্রবেশের অধিকার ছিল না তোমার । তোমার প্রতি আমি নাকি অনেক কঠোর , হয়ত ভালবাসতাম বলেই কঠোর ছিলাম, আমি কখনো তোমার করুনার পাত্র হতে চাইনি, আমার ভালবাসাকে আমি অপমান করতে চাইনি তোমার দয়া দাক্ষিণ্যের কাছে । তুমি তোমার পাগলামি বা খেয়ালিপনার বস্তু বানিয়েছ প্রতিনিয়ত আমাকে , তবুও কষ্ট পাই না এখন আর, ওই যে বস্তুর মুখোশ পরে আছি । একি তুমি কাঁদছ , অঝোরে চোখে বেয়ে নামছে বৃষ্টি , শীত কালে বৃষ্টি এল কোথা থেকে, জানি কাঁদছ আমার জন্য না, কাঁদছ তোমার জন্য পাগল ছেলেটার প্রস্থানে , হয়ত পাগলামি গুলো মনে পড়ছে তোমার, জানি না সেটা পাগলামি নাকি প্রমানের ব্যাস্ততা । অনেক ঝাকুনি লাগছিল , শালারা দেশ টা লুটে পুটে খেল , এই রাস্তাটা কি কোন দিনই ঠিক হবে না, ফেরিতে আজ কেন জানি কোন জ্যাম নাই, ফেরীর জ্যামে আটকে আছি শুনলে আমার থেকে আমার মায়েরই যেন কষ্ট বেশি হত, মনে হত যেন তার স্বপ্ন টাই আটকে আছে, কিছু খেয়ে নেওয়ার কথাটা যেন আমার বাবার আমার সাথে কথোপকথনেরই কুশলদি ছিল । আজ কেন জানি কেও ফোন করছে না , ভালই হয়ছে সবাইকে সারপ্রাইজ দেওয়া যাবে , কোথায় জানি দেখেছিলাম সারপ্রাইজ পেয়ে কাঁদতে , কেন জানি মনে হয়েছিল এক দিন সবাইকে সারপ্রাইজ দিয়ে কাদিয়ে দেব, হয়ত কথা গুলো সত্যি হয়ে যাচ্ছে ।
©somewhere in net ltd.