নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে মানুষ বলেই দাবি করি, কারন মানুষ নিলজ্জ প্রাণী

ধুসর আলো

ধুসর আলো › বিস্তারিত পোস্টঃ

@@ সব দোষ ফেসবুকের, ফেসবুকরে আসেন ফাঁসি দেই@@@

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

দেশে নাকি আজ সুশাসনের বড় অভাব, আমাদের বিরোধী দলের ক্ষমতা হারানো দল গুলোর এক ডায়লগে পরিনত হয়েছে । আমার কিন্তু সেটা মনে হয় না । আমাদের দেশের সরকার সুশাসন প্রতিষ্ঠার জন্য আপ্রান চেষ্টা চালাচ্ছে, মাঝে মাঝে মনে হয় সব কিছু বাদ দিয়ে সরকার এখন এতটাই সুশাসন প্রতিষ্ঠার প্রতি এতটায় মনযোগী যে রাস্তা ঘাটে দাড় করিয়ে পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করে সফটওয়্যার পর্যন্ত চেক করছে যাতে কোন ভাবেই কেও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে না পারে । সত্যি এটা ভাবতে ভাল লাগে যে আমি এমনই একটা দেশের নাগরিক যেখানে ফোন বের করে চেক করা হয় কিন্তু অবৈধ আর কালবাজারিতে দেশ ছয়লাব । এমনকি দেশের প্রধান যাত্রীবাহী বিমানটিও পৃথিবীর অনেক দেশে ঢুকতে পারে না নিরাপত্তার অভিযোগে । আসলে আমাদের দেশের জনগণ কি এতটায় বোকা যে কোনটা সুশাসন আর কোনটি বিরোধী দলের পায়ের শিকল । আমি বিশ্বাস করি আমাদের দেশের আজ পর্যন্ত যতটুকু উন্নয়নই হয়েছে দুই স্বৈরশাসকের আমলেই হয়েছে । এর মাঝে আর কোন উন্নয়নই হয়নি, হয়েছে শুধু লুটপাট । কিন্তু এভাবে কেন , বিরোধী দলের দমন এটা পৃথিবীর সব দেশেই প্রচলিত নিয়মের একটি নিয়ম, কিন্তু জনগনের অধিকার পুজি করে কেন। সরকারের উপর রাগ জনগণ ধরে মার , পোড়াও , বিরোধী দলের উপর রাগ জনগণ ধরে মার, গুম কর, । এভাবে আর কত ????
ফেসবুক আজকে আমাদের জিবনে একটি অপরিহার্য বস্তুতে পরিনত হয়েছে । এর উপর নির্ভর করে একটি জীবিকা অন্বেষী দল, একদল বিদ্যা পিয়াসী মানুষ, আর মায়ার বন্ধনের সাথে ঝুজতে থাকা মানুষ গুলো আজ এক ছাতার নিচে এসেছে । গ্রামের হত দরিদ্র কৃষক শেষ সম্বল টুকু শেষ করে ছেলেকে আজ হয়ত সাত সমুদ্র তের নদী পার করে পাঠিয়েছে একটু ভাল থাকার আসায়। নীল কর রা উঠে গেলেও আজো তাদের দোসর রা তাদের ভিত্তির উপর দাড়িয়ে টেলিফোন বিজনেজ চালিয়ে যাচ্ছে, তাই এই ফেসবুক , অটস অ্যাপ , ভাইবার , এগুলোই একমাত্র মাধ্যম শুধু এটুকু জানার জন্য তাদের আপন জন আছে , আছে এখনো ধরণীতে । তাতে কি এসে যায় কারো । সরকার কিছু লোকের ইনফরমেশন চেয়েছে ফেসবুকের কাছে, কিন্তু ফেসবুক তার কাস্টমারদের কাছে প্রতিজ্ঞাবধ্য যে তাদের প্রাইভেসি ডিস্ক্লোস করবে না । সেটা তাদের এক প্রকার বিজনেয পলিসি । যতদূর জানা যায় তারা আমেরিকা গভঃ কেও কোন প্রকার ডাটা সরবরাহ করে না । যায় হক ! তারা ব্যাবসায়ি মানুষ, তারা ব্যাবসা ভাল বোঝে , তারা জানে যে নেশা এই বিশাল জনগোষ্ঠীর মাঝে আমি ধরিয়ে দিয়েছি তাতে আমাকে আর কিছুই করতে হবে না । সরকার এই গুটিকয়েক ব্যাবহার কারী কে দুই দিন পর পর জিম্মি করবে আর আদায় করে নিবে তার স্বার্থ ।আর আমরাও যেহেতু মার খাওয়া জাতি এতে আমাদেরও খুব বেশি কিছু যায় আসে না । সরকার যদি এতই কষ্ট পেয়ে থাকে তাহলে চীন এর মত নিজস্ব সোশ্যাল নেটওয়ার্ক বানিয়ে দিক , করুক ইচ্ছে মত নজরদারি, কেও কিছু বলবে না । আজ যতদিন ফেসবুক বন্ধ হয়েছে, তাতে কি এই ক দিনে দেশে খুন, হত্যা, বোমা হামলা , বন্ধ হয়ে গেছে , হয় নি !!! তাই চোরের উপর রাগ করে কলাপাতায় ভাত না খেয়ে , চোর ধরার ব্যাবস্থা করুক । আমরাও চাই দেশ থেকে সব কিছু নিরমুল হক, কোন ভাল জিনিসের অবৈধ ব্যাবহার বন্ধ হোক । সাথে বন্ধ হোক নিরাপত্তার নামে অযথা হয়রানী । দেশে আজ নেতৃত্ব পর্যায়ে মেধার বড় অভাব । কারো ব্যাক্তিগত ডেডিকেশন দিয়ে দলের আইকন বানানো যায়, কিন্তু দেশ চালানো যায় না ।। কষ্ট পেয়ে থাকলে সরি । আর ধারা তো একখান আছেই, তথ্য প্রযুক্তি না কি , কথা কইতে গেলেও ভয় লাগে । জানি না দেখা হপে কিনা, ভাল থাকবেন সবাই …।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

অতঃপর হৃদয় বলেছেন: :)

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১

ধুসর আলো বলেছেন: ধন্যবাদ

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

রাজকাক বলেছেন: কিছুদিন পর হয়ত রাস্তা-ঘাটে পেন্ট খুলে চেক করবে, যদি কিছু পাওয়া যায় . . .

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

ধুসর আলো বলেছেন: পাকিস্থানী আর তাদের মাঝে খুব বেশি পার্থক্য আপনি পাবেন না , আর আমরা হয়ত অলিখিত ভাবেই পরাধীন, নজরবন্দী , বা গৃহবন্দী হচ্ছি এভাবেই .।।।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

ভবোঘুরে বাউল বলেছেন: ++++++++++

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

ধুসর আলো বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.