![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক !
এক ৮০ বছরের বৃদ্ধ লোক বিয়ে করলো এক ২০ বছরের তরুণী কে। হঠাৎ বৃদ্ধের শখ হইলো সে বাচ্চা নিবে। তাই পরামর্শের জন্য ডাক্তারের কাছে গেলো।ডাক্তার কিছুক্ষণ চেক আপ করে বললেন "না,
আপনারদ্বারা এটা সম্ভবহবে না"বৃদ্ধ হতাশ গলায়বললো "ডাক্তার,কোনো ভাবেইকি আমি বাবা হতে পারবো না???"ডাক্তার বললেন"মনে করুন আপনি বাঘ শিকার করতে জঙ্গলে গেলেন,হঠাৎ আপনার সামনে একটা বাঘ চলে এলো।আপনি বাঘটাকে মারার জন্য বন্দুক তাক করলেন,কিন্তু বন্দুক কই আপনারহাতে তো ছাতা!!!!!জীবন বাচাঁতে আপনি ছাতা দিয়েই গুলি চালালেন,কিন্তু একি??গুলির শব্দ হলো, গুলিও বের হলো, বাঘও
মরলো, এবার বলুন এটা কিভাবে সম্ভব হলো???বৃদ্ধ :এটা অসম্ভব, এহতে পারেনা,নিশ্চয়ই গুলিটা অন্য কেউ করেছিলো।
ডাক্তার : ঠিক এই উপায়েই আপনি বাবা হতে পারবেন।
তখন বুড়া মিয়া বল্ল, '' হায় ! হায় ! এই বাস্টার্ড ছেলেটার কী হবে ভবিষ্যৎ?
ডাক্তার বল্ল, চিন্তা কী? ছেলে তখন জামাত শিবিরে যোগ দিবে । কাদের মুল্লা আর কামারুর জন্য সকাল-বিকাল হরতাল ডাকবে । আর ফেসবুকে বাঁশের কেল্লা আর পর্নোসাইটে একসাথে লাইক দিবে। আর কী চান?''
২| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৫
যোগী বলেছেন:
দারুন!
৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৮
হাসান মাহবুব বলেছেন: জোস জোক্স
৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: এই ব্লগার যদি তার বাবা-মায়ের বৈধ সন্তান হয়ে থাকেন, তবে কয়েকজন জামায়াত-শিবির নেতার নাম বলেন যে কিনা আপনার দেখানো রাস্তায় জন্ম নিয়েছে।
স্রেফ রসিকতা করার জন্য এরকম ভয়াবহ গল্পের অবতারণা - এ কি সুস্থ মানুষের পক্ষে সম্ভব?
৫| ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৫
কানাই স্যার বলেছেন: নীল আকাশ ২০১৪ চিন্তা কী? জামাত শিবিরে যোগ দিবে ।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: অস্থির।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০১
ফ্রস্ট বাইট বলেছেন: হুম.