নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক !

তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক !

দার্শনিক্‌

তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক !

দার্শনিক্‌ › বিস্তারিত পোস্টঃ

উচ্চরক্তচাপ: পরামর্শ চাই !

০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৬

গত মাসখানেকের বেশী ধরে উচ্চ রক্তচাপে ভুগছি । সবসময় রক্তচাপ ৯০ বাই ১৩৫ থাকে, কখনো সেটা ১০০ বাই ১৪০ পর্যন্ত যায় । বয়স তিরিশ । আমার কী ঔষধ খাওয়া উচিৎ? ডাক্তারের কাছে গেলেই ঔষধ ধরাইয়া দিবে, কিন্তু ওষধ একবার শুরু করলে নাকি বাকি জীবন খেয়ে যাইতে হয় । কী করব বুঝতেসিনা ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৩

হিতাকাঙ্খী বলেছেন: মাসখানেক ধরেই আপনি উচ্চরক্তচাপে ভুগছেন!
বিষয়টি মোটেও এড়িয়ে যাবার নয় (বয়স যাই হোক না কেন) আবার ততটা ভয় পাবার মতও নয়।
উচ্চরক্তচাপের জন্য ডাক্তার ঔষধ ধরিয়ে দেবে - এবং ঐ ঔষধ সারাজীবন খেয়ে যেতে হবে এমন ধারণা পুরোটা ঠিক নয়। তবে আপনার ঔষধ লাগবে কি-না এবং সেটা কতদিন বা বাকি জীবন খেয়ে যেতে হবে কি-না সেটা একজন চিকিৎসক কর্তৃক কিছু প্যাথলজিক্যাল পরীক্ষার মাধ্যমেই সিদ্ধান্ত নেবেন। অভিজ্ঞতা থেকে আপানাকে এইটুক আশ্বস্ত করতে পারি যে আমি নিজেই এমন কিছু রোগী সম্পর্কে জানি যারা ডাক্তাররে পরামর্শেই উচ্চ রক্তচাপ-এর ঔষধ নিয়েছেন এবং মাত্রা কমিয়ে এনে পরে ছেড়েও দিতে পেরেছেন।

মনে রাখবেন উচ্চ রক্তচাপ -এর ঔষধ খেলে যতটা ক্ষতি ঔষধ না খেয়ে উচ্চ রক্তচাপ শরীরে পুষে রাখলে আরোও বেশী ক্ষতি। আজকাল অনেক পাশ্ব-প্রতিক্রিয়াহীন উচ্চ রক্তচাপ-এর ঔষধ বের হয়েছে।

তাই নিজে নিজে অতশত দ্বিধা-সংকোচে না ভুগে একজন চিকিৎসকের শরনাপন্ন হওয়াই ভালো।

ভালো থাকুন - সুস্থ থাকুন। :)
এ সম্পর্কে আরোও জানতে নিচের লিংকটি-তে চোখ বুলোতে পারেন।
নীরব ঘাতক 'উচ্চ রক্তচাপ' !

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৭

দার্শনিক্‌ বলেছেন: ধন্যবাদ :) যদিও শুধু ধন্যবাদ অনেক কম হয়ে যায় ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৬

এ কে এম রেজাউল করিম বলেছেন:
রক্ত চাপ নিয়ে হিতাকাঙ্খী যে উপদেশ দিয়েছে এর চে হিতাকাঙ্খী-এর ভালো কোন উপদেশ হয় না ।
হিতাকাঙ্খী -এর প্রতি সুভেচ্ছা আর পোষ্ট দাতার প্রতি ভালো থাকুন - সুস্থ থাকুন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.