![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাতক্ষীরার দেবহাটায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দিয়ে পালানোর সময় ধরা পড়েছে যুবলীগ নেতা.শুধু তাই নয়,জিজ্ঞাসাবাদে ঐ সন্ত্রাসী জানিয়েছে যে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই সে হিন্দুবাড়িতে আগুন লাগিয়েছে
উল্লেখ্য যে, এরআগেও বাসে/গাড়িতে আগুন দিয়ে,বিএনপি বা জামাত-শিবিরের স্লোগান দিয়ে লুটপাট করে,টুপি পাঞ্জাবি পড়ে মানুষ খুন করে অথবা ককটেল/পেট্রলবোমা সহ আটক হয়েছে আওয়ামী লীগ,যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা.(যদিও দলকানা মেইনস্ট্রিম মিডিয়া এসব খবর এড়িয়ে যাচ্ছে)
তাহলে কি চলমান সহিংসতার নেপথ্যে এরাই কলকাঠি নাড়ছে?
যদি তাই হয়,তবে কেন মিথ্যে অসাম্প্রদায়িকতার বুলি কপচানো,কেন কথায় কথায় গনতন্ত্র আর সংবিধান এর দোহাই দেয়া.এসব ভন্ডামী আর কতদিন?
সূত্র http://www.sheershanews.com/2013/12/15/17330
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩
দার্শনিক ফিনিক্স বলেছেন: সহমত.তবে সবাইকে ত্যাগ করলে কোন ফল পাওয়া যাবেনা.আমাদেরকে মন্দের ভালো বেছে নিতে হবে.
ভারতপন্থী বাকশালী আর পাকিস্তানি রাজাকাররা মুলত একই মায়ের পেটের ভাই.এদের বর্জন করতে হবে.
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭
দার্শনিক ফিনিক্স বলেছেন: Click This Link
আওয়ামী অপরাজনীতির আরেকটি নতুন নমুনা
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
জনাব মাহাবুব বলেছেন: বর্তমানে মিডিয়া সরকারের কব্জায় চলে গেছে।
তাই বাকশালীদের সকল অপকর্ম আড়ালে থেকে যায়।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: বাংলার মানুষের বিবেক আজ কি হারিয়ে গেল। এরা (আওয়ামিলীগ & বিএনপি,জামাত) সবাই এক।
যারা বাংলার জনগণকে ধর্ষন করছে। আর আমরা জনগণ দাঁতে দাঁত চেপে তা সহ্য করছি।
এরা কেউ জনগণকে ভালবাসে না ভালবাসে গদিকে। আসুন আমরা সকলেই এই নোংরা রাজনীতিকে বর্জন করে , নতুন ভাবে সোনার বাংলা গড়ি।