নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ আমার চেতনার স্ফুরণ

দার্শনিক ফিনিক্স

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত

দার্শনিক ফিনিক্স › বিস্তারিত পোস্টঃ

তাকিয়ে দেখুন গনতন্ত্রকে,তাকিয়ে দেখুন বাংলাদেশকে

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪

বাসাজুড়ে ভাঙা আসবাবের টুকরা। পরিধেয় কাপড়, বইপত্র, ফ্রিজ, কম্পিউটার, আলমারি, ঘড়িসহ নিত্যব্যবহার্য সামগ্রী ও খাদ্যদ্রব্য—সবকিছু তছনছ, ওলট-পালট। ছড়ানো-ছিটানো কাচের কাপ-প্লেটের অসংখ্য টুকরা। চুরমার বাথরুমের কমোডও।

না,১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের কোন দৃশ্য নয় এটি,নয় কোন ডাকাতি বা সন্ত্রাসের ঘটনা.

এই ২০১৩ সালে খোদ রাজধানী ঢাকার বুকে পুলিশ বাহিনীর তান্ডবলীলার জ্বলন্ত প্রমাণ এই দৃশ্য.

কি ভাবছেন কোন ভয়াবহ অপরাধী ধরার অভিযান এইটা?তাতো বটেই,যাকে ধরতে এই অভিযান তিনি ঢাকা(উত্তর) যুবদলের সভাপতি.এরথেকে বড় অপরাধ আর কি হতে পারে!

এই দাগী (!) অপরাধীকে অবশ্য ধরা যায়নাই,তাতে কি!আটক করা হয়েছে তার কলেজ পড়ুয়া মেয়ে,গৃহবধূ আর শিশু সন্তানকে.

ঠিকই আছে,কি বলেন সুশীল সমাজ?কান টানলেই তো মাথা আসবে!



সাবাশ বাংলাদেশ!

এ পৃথিবী অবাক তাকিয়ে রয় (Y)



সুত্রঃ Click This Link



Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৮

কলাবাগান১ বলেছেন: নিন্দা জানাই......আরো বেশী নিন্দা জানাতাম যদি আপনি সাতক্ষীরাতে কবরে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকে ধরে এনে জামাত/শিবিরের জবাই করে হত্যা করাকেও বলতে পারতেন বর্বরতা......।

গনতন্ত্র নাই তো তাহলে যে এই যে প্ড়তিবাদ করছেন, তা কি করতে পারতেন???

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০০

দার্শনিক ফিনিক্স বলেছেন: যেকোনো বর্বরতাই ঘৃণ্য.আমি আওয়ামী-বিরোধী সহিংসতারও প্রতিবাদ জানাই.পড়ে দেখুন Click This Link
তবে সন্ত্রাসীদের তান্ডবলীলা আর পুলিশের তান্ডব এক হতে পারেনা.

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৭

পাঠক১৯৭১ বলেছেন: দেশে যুদ্ধ শুরু করেছে খালেদা বেগম, তার তালেবান বাহিনি ও শিবিরের বিকলান্গ মগজের সন্ত্রাসীরা; এদের থামাতে অনেক কিছু ঘটবে।

কেহ না কেহ জাতির স্বাভাবিক জীবন চিনিয়ে নিয়েছে: কেহ না কেহ রেল লাইন, হাইওয়ে ও পোর্ট বন্ধ করে দিয়েছে, কেহ না কেহ ২৫০ লোককে পোড়ায়েছে, কেহ না কেহ ২৫ জনের বেশী পুলিশকে হত্যা করেছে, কেহ না কেহ ৩ হাজার পুলিশকে পংগু করেছে; ওদের ধরতে গিয়ে অনেক কিছু ঘটবে।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৮

দার্শনিক ফিনিক্স বলেছেন: খালেদা বেগমকে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দিন.
এই একই দাবীতে আওয়ামী লীগও জামাত আর এরশাদকে নিয়ে রাস্তায় নেমেছিল

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

বিডি আইডল বলেছেন:

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

দার্শনিক ফিনিক্স বলেছেন: দেশের এই পরিস্থিতিতে নিরপেক্ষতার ছাল গায়ে দেওয়ার সুযোগ নাই.
আমরা ভারতের দালাল আর পাকিস্তানি রাজাকারদের নিপাত চাই.খালেদা জিয়ার নেতৃত্বে প্রকৃত বাংলাদেশীদের এক হতে হবে,দেশ - মানুষ ও গনতন্ত্রকে মুক্ত করতে হবে

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

দার্শনিক ফিনিক্স বলেছেন: দেশের এই পরিস্থিতিতে নিরপেক্ষতার ছাল গায়ে দেওয়ার সুযোগ নাই.
আমরা ভারতের দালাল আর পাকিস্তানি রাজাকারদের নিপাত চাই.খালেদা জিয়ার নেতৃত্বে প্রকৃত বাংলাদেশীদের এক হতে হবে,দেশ - মানুষ ও গনতন্ত্রকে মুক্ত করতে হবে

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

আহলান বলেছেন: রক্ষী বাহিণীর পদধ্বনি শেনা যায় ...

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

দার্শনিক ফিনিক্স বলেছেন: যথার্থ বলেছেন...রক্ষীবাহিনীর পদধ্বনি শুনা যাচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.