![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুচিত্রা সেন,শুধু নায়িকা নন,মহানায়িকাও। চলচ্চিত্র জীবনে তিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়ে অনেক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাই, তাঁর মৃত্যুর পর তাকে শুধুমাত্র একটি বার দেখার জন্য তার ভক্তদের ভীড় জমেছিল কলকাতার পথে। কারণ তাদের এই প্রিয় নায়িকাকে যে তারা অনেক দিন ধরেই দেখেননি। তাই এই বিদায়বেলা যদি তাকে একটি বার দেখতে পান, তাহলে তাদের অনেক দিনের মনবাসনা 'একটু' হলেও পূর্ণ হবে। তবে এখানে 'একটু' কথাটি অনেকটাই গুরুত্বপূর্ণ। আর, এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ তার অনেক ভক্তের'ই আশা ছিল হয়ত তাদের এই প্রিয় নায়িকা একদিন পর্দার আড়াল থেকে বেড়িয়ে আসবেন। কিন্তু এরি সাথে তাদের মনে আরেকটি প্রশ্ন সবসময়ই ছিল যে, কেন তাদের এই প্রিয় নায়িকা নিজেকে তার ভক্তদের কাছ থেকে এত দূরে সরিয়ে রেখেছিলেন। কেন তিনি নিজেকে পর্দার আড়াল করে রাখতেই বেশি পছন্দ করেছেন। তাই, তাঁর এই দূরে থাকার কারণ কী হতে পারে তা তারা বারবারেই খুঁজে ফিরেছেন। কিন্তু তাঁর কাছে কি তার এই ভক্তদের নিয়ে কোন চিন্তা ছিল? তিনি কি তার ভক্তদের কথা একবারও ভেবেছিলেন কখনো,যেভাবে তার ভক্তরা ভেবেছিলেন তাকে নিয়ে। মনে হয় না, কারণ যদি তিনি ভাবতেন তাহলে তিনি এটিও বুঝতে পারতেন যে তার ভক্তদের তিনি বঞ্চিত করছেন তার অভিনয় শৈলী থেকে। মূলত, একজন শিল্পীর কাজেই হচ্ছে প্রতিনিয়তই গড়া । তাই, একজন শিল্পী তাঁর ভেতরের অনুভূতিগুলো প্রকাশের জন্যই তার শিল্পকর্ম গড়ে তোলে। এবং তার এই গড়ে তোলা শিল্পকর্মের মধ্যে দিয়ে মানুষ আনন্দ পায় ,যদিও এটি শিল্পীর মূল লক্ষ্যে থাকে না কখনো। কিন্তু তারপরও শিল্পী তার কাজ করে যান আপন মনে নিজের অনুভূতিগুলো প্রকাশের জন্য এবং এতে যদি কেউ আনন্দ পান অথবা দুঃখবোধ করেন তাতে তার কোন কিছুই আসে-যায় না। কোন কিছুই তার এই শিল্পকর্ম গড়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু সুচিত্রা সেন যদি একজন শিল্পী হন তাহলে কেন তিনি এইভাবে ভাবতে গেলেন? কেন তিনি নিজেকে এভাবে গুঁটিয়ে নিলেন তাঁর শিল্পকর্ম থেকে ? তিনি কি এইভাবে ভাবতে পারতেন না যে, তাঁর শিল্পকর্ম গড়ার পথে জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি থামবেন না। কিন্তু তিনি তো এইভাবে ভাবেন নি। তিনি থেমে গেলেন। আর তাই আজ এই কথাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠে তাহলে কী তিনি নিজেকে কখনোই শিল্পী হিসেবে ভাবতে পারেন নি। নাকি তিনি তাঁর শিল্পী সত্তাকেই হারিয়ে ফেলেছিলেন। আর যদি তা না হয়, তাহলে কেন তিনি আড়ালে চলে গেলেন। তাই সুচিত্রা সেনের শুধু স্বাভাবিক মৃত্যু ঘটেনি, তিনি আত্মহত্যাও করেছিলেন। এবং মৃত্যুর অনেক আগেই তা ঘটেছিল।
©somewhere in net ltd.