নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

গুলতেকিন কই যাবে?

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪২



১. ২০০৩ সালের আগে হুমায়ুন আহমেদের শাওন প্রীতির সময়টাতে গুলতেকিন পরকীয়া করলে সমালোচনা হত।
২. ২০০৩ সালে ডিভোর্সের পর গুলতেকিন আবার বিয়ে করলে সমালোচনা হত।
৩. ২০১৯ সালে বিয়ে না করে প্রেম/লিভ টুগেদার করলে সমালোচনা হত।
৪. ২০১৯ সালে বিয়ে করে সমালোচনা হচ্ছে এই বয়সে কেন বিয়ে করলেন?
৫. ২০১৯ সালে বিয়ে করে সমালোচনা হচ্ছে ৪ ছেলে মেয়ে আর নাতী নাতনী নিয়েও কী বাকী জীবন পার করে দিতে পারতেন না?

হায়রে পাবলিক! তাহলে গুলতেকিন কই যাবে?

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭

হাবিব বলেছেন: এই হলো আমাদের অবস্থা

১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: গর্বিত জাতির অংশ!

২| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

মোহামমদ কামরুজজামান বলেছেন:
গুলতেকিন তার নিজের পথে চলবে, যা সে পছন্দ করে এবং যা সে করতে চায় । তার জীবনের ব্যথা বেদনা তাকেই বহন করতে হবে ।সুতরাং, সিদ্ধান্ত তার । তিনি কীভাবে তাঁর জীবনযাপন করবেন ।

আমাদের তার সিদ্ধান্তকে সম্মান করা উচিত এবং তার বিবাহিত জীবনের সাফল্যের জন্য প্রার্থনা করা উচিত ।

১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সুন্দর বলেছেন।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: গুলতেকিনের সিদ্ধান্তকে সম্মান করা উচিত এবং তার বিবাহিত জীবনের সাফল্যের জন্য প্রার্থনা করা উচিত ।

১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সহমত।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: তার বিবাহিত জীবনের সাফল্য কামনা করছি। মানুষ নিজের স্বার্থই দেখে বেশী
অন্যের সুখ সুবিধায় নাক গলানো মানুষের স্বভাব

১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জাতিগত সমস্যা।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০১

কিরমানী লিটন বলেছেন: আমাদের নেত্রীরা যদি গুলতেকিনের মতো সাহসী হতো, তাহলে পেঁয়াজ এত বেরসিক হতো না.....

১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মন্দ বলেননি। তবে শেখ হাসিনা অনেক সাহসী। কাউকে কেয়ার করেন না। পেঁয়াজ ছাড়া রান্না করার কথা স্বয়ং ট্রাম্প-ও বলার সাহস পেতেন না!

৬| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

নীল আকাশ বলেছেন: আপাতত নতুন জামাইয়ের সাথে দেশের বাইরে হানিমুনে কিছুদিন বেড়িয়ে আসলেই হবে।

১৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যা খুশী করুক! বৈধ তো!

৭| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৭

নীল আকাশ বলেছেন: তবে শেখ হাসিনা অনেক সাহসী। কাউকে কেয়ার করেন না। পেঁয়াজ ছাড়া রান্না করার কথা স্বয়ং ট্রাম্প-ও বলার সাহস পেতেন না! লোল! দিনের সেরা ডায়ালোগ!

১৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: :D

৮| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৮

কিরমানী লিটন বলেছেন: বলেছেন: আসবে যখন শনি
মুখের কথাও পাল্টে যাবে
সকল সাহস- বাণী।

নলের গোঁড়ায় বসে
সবাই এমন আমোদ করে
ইনিয়ে বিনিয়ে - রসে...

দেখতে বাবার কবর
বছর পাঁচেক লাগলো সময়
কোথায় ছিল- খবর?

বন্দুকটাই সাহস
নইলে সবই ভেড়ার বদন
লুকিয়ে থাকা খোলস !!!

১৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জটিল বলেছেন।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখন শাওন একটা বিয়ে করলে
গুলতেকিনের কথা মানুষ ভুলে যাবে।

১৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আর শাওন কে নিয়ে শুরু হবে সমালোচনা।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

নতুন বলেছেন: দেশের মানুষের পরের চরকায় তেল দেওয়ার অভ্যাস খুব বেশি.। নিজের দোষ এরা দেখেনা। সমালোচনায় ওস্তাদ।

১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এ জন্যই তো সমাজে যত ক্যাচাল।

১১| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০০

শায়মা বলেছেন: গুলতেকিন নিজে যেখানে ইচ্ছা করবে সেখানেই যাবে! :)

তার ইচ্ছা সেরা!

১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অবশ্যই। আমাদের কেন এত মাথা ব্যথা?

১২| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলো পড়তে পোষ্টে আবার আসা।

১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: গুলতেকিন বিয়ে করতেই পারেন এ নিয়ে সসমালোচনা করা উচিত নয়, বেশিরভাগ মানুষই অভিনন্দন জানিয়েছেন সমালোচকদের সংখ্যা খুবই নগন্য।

১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অভিনন্দন কারী নাকি সমালোচনাকারী - কাদের সংখ্যা বেশী তা বোঝা যাচ্ছে না। তবে আমার ধারণা আমাদের সমাজ এখনও উপযুক্ত নয় এসব ব্যপারে।

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮

রাশিয়া বলেছেন: কৈ কেউ সমালোচনা করেছে বলে তো আমার জানা নেই? আমি তো সব জায়গাতেই তাদেরকে অভিনন্দনের জোয়ারে ভাসতে দেখেছি। মানুষের মানসিকতা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে এখন অধিক বয়েসে বিয়েকে ওয়েলকাম করা হয়। তবে উনি বিয়ে করায় এখন শাওনের রাস্তা পরিষ্কার হল।

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আলোচনা সমালোচনা দুটোই চলছে সোশাল মিডিয়াতে। ঠিক বলেছেন। শাওনের রাস্তা পরিস্কার হল।

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

জুন বলেছেন: ওনার ডিসিশনকে সন্মান জানানো আমাদের উচিত । আমরা বেশি নাক গলাই সবার ব্যাপারে ।

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সহমত।

১৬| ১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সবার ব্যাক্তিগত ডিসিশনকে সম্মান জানিয়ে আমাদের মেনে নেয়া উচিত।

লিভিং টুগেদারকেও আমাদের ধিরে ধিরে মেনে নেয়ার প্রস্তুতি থাকা উচিত।
সারা বিশ্বেই বিয়ে ছাড়া একসাথে থাকা বিয়ের মতই রেসপেক্ট করে।

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেটা হতে অনেক সময় লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.