![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে। স্বপ্নগুলো কারো কারো ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়, কেউ তার পেছনে ছুটতে থাকে, কেউ সময়ের স্রোতে হারিয়ে ফেলে আবার কারো কারো স্বপ্ন চাপা পড়ে কঠিন বাস্তবতার রুঢ় কনক্রিটে। স্বপ্নগুলো আসলে কখনো মরেনা; হাজারো নিরাশার ভীরে থেকে যায় কোনো না কোনোভাবে। কিছু স্বপ্ন অহর্নীশ কাঁদায়, কিছু স্বপ্ন প্রেরণা যোগায় বেঁচে থাকার। কাঁদানো স্বপ্নগুলো দুঃস্বপ্ন না হলেও খুবই ভয়ংকর হয়; বার বার ফিরে আসে, বার বার চলে যায়। বেঁচে থাকার স্বপ্নগুলো সহজে ধরা দেয়না; লুকোচুরি খেলে নিরন্তর। আমার বেঁচে থাকার স্বপ্নগুলোকে প্রায়ই স্মৃতির ঝাপসা পাতায় হাতরে বেড়াই, কখোনো দেখা মেলে কখনো মেলে না। তারপরও এই বেঁচে থাকার আকুল চেষ্টা।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৮
আহত স্বপ্ন বলেছেন: আমার প্রোফাইল দেখলে হয়তো আমার লেখার কারনটা বুঝতে পারতেন। আসলে আমরা সবাই বইয়ের কভার দেখেই জাজ করে ফেলি ভেতরটা দেখার সময় কই?
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৭
আদর্শ সৈনিক বলেছেন: ওহ আচ্ছা জানলাম। এসব কথা আগেও জানতাম অবশ্য। থাঙ্কিউ।
কোটি কোটি ধন্যবাদ পোস্টটি লেখার জন্য। খুবই কৃতজ্ঞ বোধ করছি। অশেষ ধন্যবাদ। মাশ আল্লাহ সুন্দর হইছে, কিপিটাপ । আমরা আছি আপনার সাথে। আবারো ধন্যবাদ ।