নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার গান

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮





বারবার ভালবাসা প্রার্থনায়
হাত বাড়িয়েছিলাম
সে হাত দংশনে রক্তাক্ত
তুমি স্রোতের মুখে লুকালে
আলোর চোখ বুজে



অতীতকে ভুল্লে কি হয় ?
হয়তো ভান করছো, কালো রংবেরং
শিকারী পাখির মত বক ধার্মিক



মোবাইল নম্বরটা ডিলেট করেছো ?
জানি পারবে না ৷ কারণ -
তবে আর কাটবে কে অতীত
তুমি নাই নাই করে হাড়িয়ে যাবে যেদিন
তখন খুঁজবে তোমার আত্মবিশ্বাস
গুড বাই ভাল থেকো ৷



পৃথিবীতে একটাই কঠিন শব্দ
ভালবাসা পাবার সম্মতি
মানলে ভাল হতো
নীতি কথাকে বিকৃত করো না
শীতে ভিজে যাবে শরীর
তুমি ভাল থেকো
তোমার প্রতি আমার প্রতিহিংসা ৷

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

উধাও ভাবুক বলেছেন: ভালবাসার মাঝে আবার প্রতিহিংসা হয় নাকি? যাক এটা যার যার...।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল করে পড়:D:D:D

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

আমি মাধবীলতা বলেছেন: পৃথিবীতে একটাই কঠিন শব্দ
ভালবাসা গ্রহন করার সন্মতি

সত্যি ! কবিতায় ভালোলাগা !

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল:D:D:D

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

গেম চেঞ্জার বলেছেন: তালগোল পাঁকিয়ে ফেললুম দাদা। অন্তঃভাব ধরতে পারলাম না।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: প্রতিহিংসা শব্দটা ভীষণ বেমানান লাগছে তাই না ।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

উধাও ভাবুক বলেছেন: আর পড়তে পারবো না। ;) :P

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

দেবজ্যোতিকাজল বলেছেন: কেন ভাই:D:D বোঝার ব্যপার আছে তো!!!!

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

বনজ্যোৎস্নার কাব্য বলেছেন: এতোগুলো ভুল বানানে কবিতা লিখলে সেটাকে শেষ পর্যন্ত কবিতা ভাবা কঠিন অন্তত আমার পক্ষে।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

দেবজ্যোতিকাজল বলেছেন: মোবাইলে কবিতাগুলো লিখি ,ইচ্ছা অনিচ্ছাকৃত ভুলগুলো হয়ে যায় ।
ধন্যবাদ রইল

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮

সুমন কর বলেছেন: ভালো লাগল কিন্তু টাইপে সচেতন হতে হবে।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

দেবজ্যোতিকাজল বলেছেন: আচ্ছা , ভুলটা কি আছে বলো তো:D:)

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

সুমন কর বলেছেন: ধার্মীক, কাটবে , খোঁজবে , সন্মতি , গ্রহন

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।

এবং সংযুক্ত ছবি তো মায়া ছড়ানো!!!

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার জন্যও শুভকামনা রইল

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.