নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

আপনি এখন শাসক দল

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৩



আপনি মহৎ । আমরা মহৎ ।


এবছর মহৎ কাজ কই ।
আপনি পর্নোগ্রাফি দেখেন , পড়েন
রাস্তায় চলা টিনগার্ল দেখেন । মাতাল হন ।

আপনি কি নারি নির্যাতনের বিরুদ্ধে ভাষণ দেন ?
অনেকবার দেখেছি ।
দেখেছি বুদ্ধিজীবির মিছিল ।
অনশন দেখেছি । হরতাল দেখেছি ।
অনশন দেখেছি । দেখছি হাততালি ।


এই পলি আর নোনাভূমিতে
আমরা বোকাগাধারা তা শুধুই দেখেছি ।
অনুরোধের পর অনুরোধ করেছেন ।
আমরা বোকাগাধারা শুধুই তা দেখেছি ।
বারটা মাস আমাদের ব্যস্ত রেখেছেন ;
অপরিশ্রমি অাত্মজীবিকায় ।
আমাদের মৃতদেহ তাও দেখেছে ।

কিন্তু , শুনতে পায়নি ।কারণ-
আপনি আমাদের কানদুটো অনেক
আগেই কেটে দিয়েছিলেন ।

এবছর মহৎ কাজ কই ।
আপনি মহৎ । আমরা নির্বোধ ।
দেখতে পেলেও , শুনতে পায়না এখন
আপনি কি বলেন ।

ক্ষমা করবেন নিজগুণে
আমাদের কানদুটো যদি কখনও
বিশ্বাস ঘাতকতা করে ।

আপনি মহৎ বলেই বলছি ।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৪

গেম চেঞ্জার বলেছেন: ভাল হয়েছে। (এটা তো ১ম পাতায় দেখে এলাম)

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০১

দেবজ্যোতিকাজল বলেছেন: ঘন্টা খানেক আগে প্রথম পাতার অনুমতি পেয়েছি । তারজন্যই লেখাটা দিলাম ।
আসলে লেখাটা ভোটকে কেন্দ্র করে ।
ধন্যবাদ রইল লেখাটা পড়ার জন্য ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৯

ফেরদৌসা রুহী বলেছেন: এই পলি আর নোনাভূমিতে
আমরা বোকাগাধারা তা শুধুই দেখেছি ।
অনুরোধের পর অনুরোধ করেছেন ।
আমরা বোকাগাধারা শুধুই তা দেখেছি ।
বারটা মাস আমাদের ব্যস্ত রেখেছেন ;
অপরিশ্রমি অাত্মজীবিকায় ।
আমাদের মৃতদেহ তাও দেখেছে ।


আমরা আম জনতার দেখা ছাড়া আর কি-ই-বা করার আছে ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৮

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার ক্ষমতা বুড়ো আঙ্গুলে ।ধন্যবাদ

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনি একটু আজব টাইপের

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২

দেবজ্যোতিকাজল বলেছেন: কেন এমন মনে হল তোমার?

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৩

রাফা বলেছেন: এটাতো শহিদ কাদরি প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কবিতার অনুকরণে লেখা মনে হোচ্ছে।৭১ টিভি দেখে লিখেছেন মনে হয়।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতাটা 11 সালের মাঝামঝিতে লেখা । তখন আমার বাড়িতে 71 টিভি আসেনি ।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০২

কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে মশাই

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ধনযবাদ সঙ্গে থাকার জন্য:D:D

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

নিমগ্ন বলেছেন: কবিতার শিরোনামে আছে- আপনি এখন শাসক দল

আমি ভাবলাম বোল্ডকৃত শব্দটির ব্যবহার জান না। এখন কথা হলো তাহলে তুমি শব্দটি অবজ্ঞার্থেই ব্যবহার করা হয় তাই না?

২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

দেবজ্যোতিকাজল বলেছেন: তার মানে আমি কোন কারনেই আপনি বলতে পারবনা :)হে:Dহে:Dহে:D
ধন্যবাদ সঙ্গে থাকার জন্য:)

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

গন্ধ গণতন্ত্র বলেছেন: Balun dada apnar bari kothay?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.