নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
এক
যখন দুপুর নেমে আসে
বিপন্ন সন্ধ্যাসেতু অকৃতজ্ঞে হাসে
থামে না কিছুতেই ৷
প্রেম চলে গেছে ঈশ্বরের সাথে ৷
দুই
সকাল থেকে বিকেল এলে
রাত্তির ভাবতে থাকে প্রেম আর উষ্ণতা
হঠাৎ যা চলে গেছে ' মৌসুমি বায়ু '
শুরু হল না শেষ ৷
তিন
কাদার শরীর ছেনে মুর্তি গড়লাম
হলুদ মাখা ভোর দেখব বলে
সবটুকু অপেক্ষা সাক্ষাতে দাঁড়ায়ে
প্রান্ত উল্লাস ময়ূর সিংহাসনে, ধ্বনির অনুরণন
সুসময় আর অসময়ের মধ্যেকার ফাটল জুড়ে ৷
চার
শুধু দিনান্তে এক উদাস বাউল
আজ আনমনে বিরাগ বাজায়
চুরমার হওয়া বাস্তব
পর্দা ঝোলে দেখা সাক্ষাতে ৷
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫
দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
লেখোয়াড়. বলেছেন:
অনেক গভীরের লেখা। অনেক বেশী মুগ্ধ হলাম।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮
দেবজ্যোতিকাজল বলেছেন: সন্ধ্যাকালীন শুভেচ্ছা রইল
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪
কাজী মেহেদী হাসান। বলেছেন: প্রেম চলে গেছে ঈশ্বরের সাথে
সবটুকু অপেক্ষা সাক্ষাতে দাঁড়ায়ে সুন্দর কিছু লাইন, ভালোলাগা
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২
দেবজ্যোতিকাজল বলেছেন: মুগ্ধ হবার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইল
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯
লালপরী বলেছেন: মুগ্ধপাঠ ++++
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১
দেবজ্যোতিকাজল বলেছেন: সন্ধ্যাকালীন শুভেচ্ছা রইল
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে মশাই
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭
দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল ভাল থেকো ।।।।।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে মশাই
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
কিরমানী লিটন বলেছেন: যখন দুপুর নেমে আসে
বিপন্ন সন্ধ্যাসেতু অকৃতজ্ঞে হাসে
থামে না কিছুতেই ৷
প্রেম চলে গেছে ঈশ্বরের সাথে ৷ নান্দনিক, এককথায় অসাধারণ, ছুঁয়ে গল, অভিনন্দন কবিকে ...
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধ ন্য বা দ
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার জন্য অনাবিল শুভেচ্ছা রইল
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৮
দেবজ্যোতিকাজল বলেছেন: অনাবিল শুচিত শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ