নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
যতদিন তুমি ছিলে রৌদ্ররা জানতনা তৃষ্ণা
জলের তোড়ে গভীর মেদ ,মেঘের জমাট-
বরফ তূলো-পেজায় উড়তো
গড়িয়ে হাসতো রাস্তা নদী ।
যতদিন তুমি ছিলে , ততদিন খিদে ছিল না
মেদহীন অনুভূতি দু'চোখ জেগে ওঠতো
রক্তের মধ্যে ঝড় আর স্বাদকোরক
স্বাভাবিক উষ্ণতা জিভ দিয়ে চেটে নিত ।
যতদিন তুমি ছিলে কলমে ছিল ভাষা
খিদের ভাষারা গাল বেয়ে খাতার স্রোতে
সাগর পাড়ি দিত ঠোঁট চুঁইয়ে
নতুন সাজে সেজে উঠতো স্মারক সকালে-
নিষিদ্ধ সেমিকোলন ছাড়িয়ে ।
যতদিন তুমি ছিলে ,ছিল না রাত জাগা
স্বপ্নের স্বাভাবিক ঢেউ তুরি মেরে উড়িয়েছি
মৃত্যুকে লেগেছে সবুজ সকাল
চায়নি কাছে আসুক থাপ্পরে তারিয়েছি ।
তুমি যতদিন কাছে ছিলে
দুঃসাহসের মুক্ত হয়ে গলায় ছিলে হাত বাড়িয়ে…
২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতা পোস্ট করা সোজা কিন্তু লেখা কঠিণ
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল হয়েছে দেবজ্যোতিকাজল ।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল ।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
জুন বলেছেন: কবিতা ভালোলাগলো দেবজ্যোতিকাজ।। আপনি অনেক ভালো লিখেন কিন্ত সিনেমার পোষ্টারের মত ছবিটা একটু চোখে লাগছে যেন
আশাকরি মনে কিছু করবেন না।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
দেবজ্যোতিকাজল বলেছেন: হু ভেবেছিলাম ,তবু টিনদেন জন্যই দিয়েছি ছবিটা ।
শুভেচ্ছা রইল
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২
সুমন কর বলেছেন: মোটামুটি।
ছবি একটিই যথেষ্ট !!
২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
দেবজ্যোতিকাজল বলেছেন: সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
প্রামানিক বলেছেন: যতদিন তুমি ছিলে , ততদিন খিদে ছিল না
মেদহীন অনুভূতি দু'চোখ জেগে ওঠতো
রক্তের মধ্যে ঝড় আর স্বাদকোরক
স্বাভাবিক উষ্ণতা জিভ দিয়ে চেটে নিত ।
চমৎকার কাব্য কথামালা। খুব ভাল লাগল। ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল ।
বই বের হলে আমাকে এক কপি দিবে ।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগল।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
নেক্সাস বলেছেন: চমৎকার হয়েছে দাদা।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি ভাল বললে , মনে আনন্দ লাগে , কেননা তুমিও তো সুন্দর লেখ ।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আজ তুমি নেই
খিদেদের ভীড়...সুখাদ্য শুধু হিরোইন
প্যাথেড্রিন ।
বেশ ভালো দাদা..
ঊনকবি শিখে নিলো
নমঃস্কার বারবার
ভয় হয় জয়কার ?
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১১
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
অগ্নি সারথি বলেছেন: জুন বলেছেন: কবিতা ভালোলাগলো দেবজ্যোতিকাজ।। আপনি অনেক ভালো লিখেন কিন্ত সিনেমার পোষ্টারের মত ছবিটা একটু চোখে লাগছে যেন
আশাকরি মনে কিছু করবেন না। - আমারো চোখে লেগেছে। এই একটা ছবিই সুন্দর কবিতাটার মান অনেক নিচে নামিয়ে ফেলেছে।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৯
দেবজ্যোতিকাজল বলেছেন: সঙ্গে থাকার জন্য ধন্যবাদ
১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯
কল্লোল পথিক বলেছেন: অনেক ভাল লাগল চমৎকার হয়েছে দাদা।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
দেবজ্যোতিকাজল বলেছেন: চমৎকার ভালবাসা রইল তোমাকে
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
চাঁদগাজী বলেছেন:
কবিতা পোস্ট করা কি সবচেয়ে সোজা ব্লগিং?